শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দিনাজপুরে ১৫ কেজি গাঁজাসহ আটক ৩ 

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:২৪ পিএম

দিনাজপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। সোমবার (২৩ জুন) ভোর সাড়ে ৪টায় দিনাজপুর শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। 

র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব সদস্যরা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

আটকরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নজরপুর চাঁদপুর এলাকার রনি চন্দ্র দাস (৩৩), কুমিল্লা জেলার দক্ষিণ সদর উপজেলার আজিবর রহমান (৫৫) ও  কুমিল্লা জেলার সদর উপজেলার থিরা পুকুরপাড় চর্থা এলাকার হাসিনা বেগম (২৯)। 

র‌্যাব জানায়, ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জেলা শহরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় ওই এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা  ৩ জনের প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় তাদেরকে আটক করে র‌্যাব সদস্যরা। 

এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের কোতয়ালী থানায় সোপর্দ করেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত