ইরান-ইসরায়েল সংঘাতে হামলার আশঙ্কায় সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কাতার। সোমবার (২৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে কাতার জানিয়েছে, চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে তারা সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, বাসিন্দা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এমন সময়ে কাতারের আকাশসীমা বন্ধের ঘোষণা এসেছে, যখন এ অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরান।
তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা যেকোনো সময় প্রতিশোধ নিতে পারে।