বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

এই দিনে

২৪ জুন

আপডেট : ২৪ জুন ২০২৫, ১২:২৭ এএম

বিজ্ঞানী, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন চৌধুরী এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৯২১ সালের ১ মে লক্ষ্মীপুর জেলার নন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিসহ বিএসসি (সম্মান) এবং একই শাস্ত্রে প্রথম শ্রেণিসহ এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে অঃসড়ংঢ়যবৎরপ চযুংরপং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন আবদুল মতিন চৌধুরী। আবহাওয়া অধিদপ্তরে আবহাওয়াবিদ হিসেবে কর্মজীবন শুরুর পর ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে রিডার নিযুক্ত হন। ১৯৫৬ সালে যুক্তরাজ্যে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে ঢ-ৎধু ঈৎুংঃধষষড়মৎধঢ়যু বিষয়ে গবেষণা করেন তিনি। দুবছর গবেষণার পর স্বাস্থ্যগত কারণে দেশে ফিরে লন্ডনের অসমাপ্ত গবেষণাকর্মটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপ্ত করে ১৯৬১ সালে দ্বিতীয় পিএইচডি ডিগ্রিটি লাভ করেন। ১৯৬২ সালে তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন এবং ওই বছর থেকে ১৯৬৭ সাল পর্যন্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বিজ্ঞানী এবং রাষ্ট্রপতির বিজ্ঞান উপদেষ্টা হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানে আটক জীবনযাপন করেন। স্বাধীনতার পর দেশে প্রত্যাবর্তন করে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন বোসের নামে চেয়ার প্রতিষ্ঠার পর অধ্যাপক আবদুল মতিন চৌধুরী সম্মানসূচক ‘বোস অধ্যাপক’ পদে নিযুক্ত হন। ১৯৮১ সালের ২৪ জুন ঢাকায় এ কৃতী বিজ্ঞানী ও শিক্ষাবিদ মৃত্যুবরণ করেন।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত