ফাঁস হওয়া এক ফোনালাপ ঘিরে রাজনৈতিক ও বিচারিক সংকটের মুখে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্র মন্ত্রিসভা পুনর্গঠনের কাজ শুরু করেছেন। গতকাল সোমবার এএফপি জানায়, সাবেক কম্বোডীয় নেতা হুন সেনের সঙ্গে পেতংতার্নের ফোনালাপকে কেন্দ্র করে ফেউ থাই পার্টি নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যায় রক্ষণশীল ভুমজাই থাই পার্টি। এতে সংসদে সরকার মাত্র কয়েকটি আসনের ওপর ভর করে টিকে আছে। ফলে খালি হওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব নতুন করে বণ্টন শুরু করেছেন থাই প্রধানমন্ত্রী।
তবে সংকট কিছুটা স্থিতিশীল হয়েছে। জোটের বাকি ১০টি দল সরকারের পাশে থাকবে বলে জানিয়েছে। ফেউ থাই পার্টির মহাসচিব সোরাওয়ং থিয়েনথং জানান, বাকি কোনো দলই সরকার থেকে সরে আসছে না। তারা সবাই একসঙ্গে থাকছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আগামী শুক্রবারের মধ্যে মন্ত্রিসভা পুনর্গঠিত হবে বলে জানা গেছে।