রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

তারেক রহমানকে চীনের আমন্ত্রণ

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:২৬ এএম

চীনে সফররত বিএনপি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং। গতকাল সোমবার চীনের পিপলস  গ্রেট হলে বিএনপি ও সিপিসির মধ্যে আজ দ্বিপক্ষীয় বৈঠককালে এ আমন্ত্রণ জানানো হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও চীনের ন্যাশনাল কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপি প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। বৈঠকের শুরুতেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে দুই দল ও দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। জবাবে আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল এ উদ্যোগকে বহুপাক্ষিক ও বিস্তৃত করার আহ্বান জানান।

নিশ্চিতভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিশ্চিতভাবে আমরা  ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবেই এটা হচ্ছে।’ গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম নেতাদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গণফোরামের পর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

লিয়াজোঁ কমিটির বৈঠকে গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম, মুসতাক আহমেদ, সেলিম আকবার অংশ নেন। পরে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন আমীর খসরু।

আইনের আওতায় আনতে হবে নুরুল হুদার সহযোগীদেরও : সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘শুধু নুরুল হুদাকে গ্রেপ্তার করলেই হবে না, আরও যারা আছে, যারা আমার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যারা এদের সহযোগিতা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘১৪, ১৮, ২৪ অবৈধ নির্বাচনে সহযোগী কর্মকর্তাদের আগামী নির্বাচনের কাজে অন্তর্ভুক্ত না করার দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একদিনে হয়নি। বিগত ১৬ বছর বিএনপিসহ গণতন্ত্রকামী দলের নেতাকর্মীরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িছাড়া হয়েছে। তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলন চালিয়ে গেছে। বাংলাদেশে ১৬ বছর আন্দোলনের সেই সমর্থনে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লব। সেই বিপ্লবের কারণে ছাত্র-জনতাকে ধন্যবাদ অবশ্যই জানাব।’

আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একেএম মোজাম্মেল হক, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত