৪০ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে আবার প্রাণচঞ্চল। গতকাল সোমবার ইশরাক হোসেনের সমর্থকর তালা খুলে দেয় এবং নাগরিক সেবা কার্যক্রম শুরু হয়। তবে এদিন সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও আসেননি প্রশাসক ও প্রকৌশলীরা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর নগর ভবনে সেবা চালু হলেও প্রথম দিনে তেমন ভিড় ছিল না। যারা এসেছেন তারা খুব সহজেই দ্রুত কাজ সম্পন্ন করতে পেরেছেন। দীর্ঘ অপেক্ষার পর প্রয়োজনীয় কাজ সারতে পেরে খুশি হয়েছেন সেবাপ্রার্থীরা।
এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল থেকে নগর ভবনের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থক ও ঢাকাবাসী ব্যানারে পরিচালিত সংগঠনের কর্মীরা। ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়িয়ে নগরবাসীকে অস্থিত অবস্থা থেকে মুক্তি দেওয়ার দাবি করেছেন তারা। একই সঙ্গে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে নাগরিক সেবা কার্যক্রমের জন্য শুধু নগর ভবন খুলে দেওয়া হয়েছে বলেও জানান তারা।
বিএনপি নেতা ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নগর ভবনের তালা খুলতে সাহায্য করেছে শ্রমিক দল। তারা দাবি আদায়ে প্রতিবাদী আন্দোলনও সীমিত আকারে এক পাশে করছে, যাতে নাগরিক বিরক্তির কারণ না হয়। একইভাবে ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোতেও নাগরিক সেবা কার্যক্রম চলছে।
ঢাকাবাসীর ব্যানারে করা ওই আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান বলেন, আমরা আন্দোলনরত ঢাকাবাসীকে স্থানীয় সরকার উপদেষ্টার সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে জরুরি নাগরিক সেবাসমূহ নির্বিঘ্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কারসাজিপূর্ণ বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করা হয়। তখন কারচুপি ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিলের দাবি জানিয়ে মামলা করেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে।
গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ে পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। পরামর্শ আসতে বিলম্বের কারণে নির্বাচনী ফল ঘোষণার আইন মোতাবেক ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। আইন অনুযায়ী গেজেটের ৩০ দিনের মধ্যে শপথ পাঠ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তখন জানায়, হাইকোর্টের রায় অনুযায়ী, মামলার পর আর্জি সংশোধনের সুযোগ নেই। এদিকে ইসির গেজেটের বিরুদ্ধে আনা রিট খারিজ করে দেয় হাইকোর্ট এবং পরে আপিলেও তা বহাল থাকে।
এমন দ্বৈততার মধ্যে ইশরাক হোসেন সমর্থক নাগরিক জোট ‘ঢাকাবাসী’র ব্যানারে গত ১৪ মে নগর ভবনের সামনে অবস্থান নেয় এবং বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়।