শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সংকট নিরসনে ভিসি চান কুয়েট শিক্ষকরা

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

টানা চার মাস বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন এবং হতাশ অভিভাবকরাও।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের এ অচলাবস্থা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কুয়েট শিক্ষক সমিতির নেতাদের একাডেমিক কার্যক্রম শুরুর অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত