ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, ইতিমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে। গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে প্রশাসক আরও জানান, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে। এ প্রকল্পটি ভাইটাল স্ট্র্যাটেজির আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থার ঘধঃঁৎব ঈড়হংবৎাধঃরড়হ গধহধমবসবহঃ (ঘঅঈঙগ) কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে চগ২.৫ (বায়ুতে থাকা অতি ক্ষুদ্র কণা) এবং ঘঙ২ (নাইট্রোজেন ডাই অক্সাইড)-এর মতো দূষণ উপাদানগুলো পরিমাপ করা হচ্ছে।
বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর হিসেবে গড়ে তোলা হবে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ঢাকাকে একটি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।’ বিজ্ঞপ্তি