শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাংলাদেশের মুদ্রার মান নিয়ে যা বললেন গভর্নর

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

বাংলাদেশের মুদ্রার মান এ দেশ থেকেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।  মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত গুগল পে উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন গভর্নর।

তিনি বলেন, যৌক্তিক কারণ ছাড়া এক পয়সাও অবমূল্যায়নের সুযোগ নেই। এ জন্য দেশের অর্থনৈতিক অংশীজনদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন, তবে এই সম্ভাবনা নষ্ট করার সুযোগও সীমাহীন।

গভর্নর জানান, ব্যাংক খাতকে সঠিক পথে ফিরিয়ে আনতে আগামী জানুয়ারি থেকে চালু করা হবে ‘রিস্ক বেজ সুপারভিশন’। ইতিমধ্যে ২০টি ব্যাংকে সুপারভিশন পরিচালনা করা হয়েছে। 

তিনি আরও বলেন,  রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তার মতে, মূল্যস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, তবে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় যেতে আরো সময় লাগবে।

এদিন অনুষ্ঠানে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহায়তায় এই সেবা চালু করছে সিটি ব্যাংক পিএলসি, যা দেশের প্রথম কোনো ব্যাংক হিসেবে গুগল পে-র সঙ্গে যুক্ত হলো। প্রথম পর্যায়ে কেবল সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকরাই গুগল ওয়ালেটে কার্ড সংযুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংক যুক্ত হলে সেবা আরো বিস্তৃত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত