রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফেরত দেওয়ার দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ইসি।
এর আগে গত ১ জুন জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে দলটির ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য ইসির ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত।
পরে জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ইসি।