শ্রমিকদের অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতিপূর্ণ করতে চলতি বছরের অক্টোবরের মধ্যে শ্রম আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা অক্টোবরের মধ্যে শ্রম আইন সংশোধন করব, যাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রয়োজনীয়তা পূরণ করা যায় এবং নভেম্বরের মধ্যে আমাদের অগ্রগতি প্রতিবেদন দিতে পারি।’
গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম সচিব এএইচএম শফিকুজ্জামান। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১৬টি শিল্প খাতের ৩০টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ দেওয়া হয়। সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা দেখেছি কীভাবে কিছু শিল্পপতি সংগঠনের নেতৃত্ব ব্যবহার করে সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছেন। কিন্তু শ্রমিকদের অধিকার রক্ষায় তারা যথাযথ ভূমিকা রাখেননি। এর ফলেই আন্তর্জাতিক শ্রম ফোরামগুলোয় এখন আমাদের চাপে পড়তে হচ্ছে।’