বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

দেশে খাদ্য মজুদ বেড়েছে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:২৮ এএম

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি। তবে এ সময় চালের চেয়ে গমের মজুদ কমেছে।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মজুদ ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানি করা গমের সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ টনে।

এর আগে গত ২২ জানুয়ারি সরকারের খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির (এফপিএমসি) সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফলন নেই। সরকারের হাতে পর্যাপ্ত মজুদ না থাকলে, ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীরা নানাভাবে ম্যানুপুলেট (বাজার কারসাজি) করতে চেষ্টা করেন। সেজন্য আমদানির মাধ্যমে সরকারের খাদ্য মজুদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সরবরাহ নিশ্চিত করা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার যেসব খাতে খাদ্য সরবরাহ করে সেগুলোয় সরবরাহ নিশ্চিত করা হবে। তাই খাদ্য মজুদ করতে চাই। তা না থাকলে ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই আমদানি করে হলেও সবসময় মজুদ যথাযথ রাখতে চাই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত