বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ছোট পর্দা নিয়ে যা বললেন সাবিলা

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:১৯ এএম

এক যুগেরও বেশি সময় ধরে ছোট পর্দায় জনপ্রিয়তা ধরে রাখা অভিনেত্রী সাবিলা নূর সম্প্রতি আলোচনায় এসেছেন তার প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয়ের মাধ্যমে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গেছে সাবিলাকে, যা তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেন, ‘আমি গত দুই বছর ধরে ছোট পর্দায় নিয়মিত কাজ করছি না। কারণ, আমি এখন কনটেন্ট বেছে বেছে কাজ করছি। মানসম্মত কাজ করতে চাই।’

তাকে প্রশ্ন করা হলে, আবারও ছোট পর্দায় দেখা যাবে কি না জবাবে সাবিলা বলেন, এটা নিয়ে আপাতত ভাবছি না। আমি শুধু ভালো কাজ করতে চাই, যেটা মান বজায় রাখে।

তিনি আরও বলেন, ‘তাণ্ডব একটি স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে। এমন একটি সিনেমার পর আমার পরবর্তী কাজ এর চেয়ে ভালো অথবা সমমানের হতে হবে। সে অনুযায়ীই আমি সিদ্ধান্ত নিচ্ছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত