জীবন নিয়ে পরিকল্পনা সবারই থাকে। অভিনেত্রী তানজিন তিশা এবার সেটাই জানালেন। বললেন তিনি মা হতে চান এবং সেটা ৫ বছরের মধ্যেই। চিত্রনায়ক জায়েদ খানের এক টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন তিশা। এমনকি জায়েদ খানকে পাল্টা বিয়ে কবে করছেন প্রশ্ন তুলেছেন। তারও মজার উত্তর দিয়েছেন সঞ্চালক জায়েদ খান।
জায়েদ খান তিশাকে প্রশ্ন করেছিলেন, ৫ বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও? তিশা বলেন, আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।
অভিনেত্রী বলেন, দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।