লোকবল নেবে বেসামরিক বিমান কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০৯:১৫
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬ পদে ৪৫ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত।
পদগুলোর মধ্যে রয়েছে- নিরাপত্তা অধীক্ষক (মহিলা)- ১টি, তথ্য সহকারী (মহিলা)- ১টি, নিরাপত্তা অপারেটর (মহিলা)- ১টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১টি, ড্রাফটসম্যান- ১টি, মোটর পরিবহন চালক- ৮টি, মেকানিক- ২টি, বিদ্যুৎ কারিগর- ২টি, এরোড্রাম ফায়ার অপারেটর- ৪টি, রেডিও মিস্ত্রি- ২টি, টেলিফোন অপারেটর- ১টি, ইঞ্জিন চালক- ২টি, সশস্ত্র নিরাপত্তা প্রহরী- ১৪টি, সহকারী অপারেটর- ২টি, ট্রাফিক হ্যান্ড- ১টি ও লাউঞ্জ রুম পরিচালক- (লাউঞ্জ রুম এটেনডেন্ট)- ২টি।
নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাবলি বিজ্ঞপ্তিতে দেখুন-
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০৯:১৫

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬ পদে ৪৫ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত।
পদগুলোর মধ্যে রয়েছে- নিরাপত্তা অধীক্ষক (মহিলা)- ১টি, তথ্য সহকারী (মহিলা)- ১টি, নিরাপত্তা অপারেটর (মহিলা)- ১টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১টি, ড্রাফটসম্যান- ১টি, মোটর পরিবহন চালক- ৮টি, মেকানিক- ২টি, বিদ্যুৎ কারিগর- ২টি, এরোড্রাম ফায়ার অপারেটর- ৪টি, রেডিও মিস্ত্রি- ২টি, টেলিফোন অপারেটর- ১টি, ইঞ্জিন চালক- ২টি, সশস্ত্র নিরাপত্তা প্রহরী- ১৪টি, সহকারী অপারেটর- ২টি, ট্রাফিক হ্যান্ড- ১টি ও লাউঞ্জ রুম পরিচালক- (লাউঞ্জ রুম এটেনডেন্ট)- ২টি।
নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাবলি বিজ্ঞপ্তিতে দেখুন-

শেয়ার করুন