৬৩ পদের জন্য ৬৪৪০ প্রার্থী
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ১০:০৭
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জারিকারক পদে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) ঢাকার ১৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৩টি জারিকারক পদের বিপরীতে ছয় হাজার ৪৪০ জন প্রার্থী অংশ নেন। এ হিসাবে প্রতি পদের বিপরীতে ১০২ জন পরীক্ষা দিয়েছেন।
এদিকে বিজি প্রেস হাইস্কুল কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এবিএম মাহমুদুল হাসান নামের একজন পরীক্ষার্থীর বদলে প্রদীপ চন্দ্র নামের একজন পরীক্ষায় অংশ নিতে গেলে কক্ষ পরিদর্শকের তাকে দেখে সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই করে প্রমাণ মেলে তিনি ভুয়া পরীক্ষার্থী। এ অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ১০:০৭

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জারিকারক পদে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মে) ঢাকার ১৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৩টি জারিকারক পদের বিপরীতে ছয় হাজার ৪৪০ জন প্রার্থী অংশ নেন। এ হিসাবে প্রতি পদের বিপরীতে ১০২ জন পরীক্ষা দিয়েছেন।
এদিকে বিজি প্রেস হাইস্কুল কেন্দ্রে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। এবিএম মাহমুদুল হাসান নামের একজন পরীক্ষার্থীর বদলে প্রদীপ চন্দ্র নামের একজন পরীক্ষায় অংশ নিতে গেলে কক্ষ পরিদর্শকের তাকে দেখে সন্দেহ হয়। পরে কাগজপত্র যাচাই করে প্রমাণ মেলে তিনি ভুয়া পরীক্ষার্থী। এ অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়।