তৃতীয় শ্রেণির একটি পদের জন্য আড়াই লাখের বেশি আবেদন
অনলাইন ডেস্ক | ১২ জুন, ২০২২ ১৯:০৬
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় শ্রেণির একটি পদের জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৫৫ হাজার ২৯২টি।
একটি পদের বিপরীতে এত আবেদন পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে, সব সমালোচনা উড়িয়ে সাধারণত আবেদনকারীর সংখ্যা এমনই থাকে বলে দাবি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাই।
ফেসবুকে চাকরির গ্রুপগুলোতে সমালোচনা করে বলছেন, একটা তৃতীয় শ্রেণির পদেই আড়াই লাখ প্রার্থী পরীক্ষা দেবেন। তাদের অধিকাংশই অনার্স-মাস্টার্স পাস। শিক্ষিত বেকারত্বের হার কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এটিই তার একটি নমুনা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাই বলেন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬টি। আবেদন করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। তবে কারও প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে ওয়েবসাইটে দেওয়া টেলিটকের হটলাইনে ফোন করে সাহায্য নেওয়া যাবে।
পরীক্ষা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীদের রোল নম্বর, পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর ৯৬টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে বলে সময়সূচিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। করোনা মহামারির কারণে এত দিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ জুন, ২০২২ ১৯:০৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় শ্রেণির একটি পদের জন্য আবেদন জমা পড়েছে ২ লাখ ৫৫ হাজার ২৯২টি।
একটি পদের বিপরীতে এত আবেদন পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। তবে, সব সমালোচনা উড়িয়ে সাধারণত আবেদনকারীর সংখ্যা এমনই থাকে বলে দাবি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাই।
ফেসবুকে চাকরির গ্রুপগুলোতে সমালোচনা করে বলছেন, একটা তৃতীয় শ্রেণির পদেই আড়াই লাখ প্রার্থী পরীক্ষা দেবেন। তাদের অধিকাংশই অনার্স-মাস্টার্স পাস। শিক্ষিত বেকারত্বের হার কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এটিই তার একটি নমুনা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আবদুল হাই বলেন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে শূন্য পদের সংখ্যা ৫০৬টি। আবেদন করেছেন ২ লাখ ৫৫ হাজার ২৯২ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
তিনি জানান, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। তবে কারও প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে ওয়েবসাইটে দেওয়া টেলিটকের হটলাইনে ফোন করে সাহায্য নেওয়া যাবে।
পরীক্ষা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীদের রোল নম্বর, পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর ৯৬টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হবে বলে সময়সূচিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। করোনা মহামারির কারণে এত দিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।