চাকরি
| ২৩ মে, ২০২০ ০০:০০
এরিজোনা ইনফোটেক
পদ ও যোগ্যতা : টেলি-সেলস-এক্সিকিউটিভ ৫ জন। বিবিএ, এমবিএ। সংশ্লিষ্ট সেলসের কাজে ৩ থেকে ৫ বছরের দক্ষ। বয়স ৩৫ বছর। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। মাসিক বেতন ১৫০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা। জাগোজবস এর এই (www.jagojobs.com) ওয়েবসাইটের মাধ্যমে সিভি পাঠানো যাবে ২৮ মে ২০২০ পর্যন্ত। এছাড়াও [email protected] ইমেইল করা যাবে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : কৌশলী ভবন (৭ ফ্লোর), ২৩৮/১, ওয়েস্ট কাফরুল, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ওয়েব :www.aaroza.
com/
সূত্র : জাগোজবস.কম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড
পদ ও যোগ্যতা : চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ১ জন। এফসিএ সম্পন্ন। প্রার্থীর শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা আবেদনের অযোগ্য। সবগুলো পরীক্ষাতেই ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। ৩০ এপ্রিল ২০২০ তারিখে বযস সর্বোচ্চ ৫৫ বছর। হতে হবে বাংলাদেশি নাগরিক। সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে ন্যূনতম ১০ বছরের এবং সরকারি বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল ঢাকা। বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব কাগজপত্র ৩০ মে ২০২০ এর মধ্যে ইমেইল করতে হবে এই ([email protected]
com) ঠিকানায়। যাবতীয় কাগজপত্রের প্রিন্ট করা কপিও নির্ধারিত তারিখের মধ্যে পাঠানো যাবে ডাক বা কুরিয়ারের মাধ্যমে। ঠিকানা : হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা। ওয়েব www.biman-airlines.com
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ মে ২০২০
ফেয়ার ইলেকট্রনিক্স লি.
পদ ও যোগ্যতা : ইঞ্জিনিয়ার ১০ জন। ব্যাচেলব অব ইঞ্জিরিয়ারিং ইন ইইই, মেকানিক্যাল অথবা আইপিই। ফ্রেসাররা আবেদন করতে পারবে। বয়স ২৩ থেকে ২৬ এর মধ্যে। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সিভি দিতে পারবেন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চসুবিধাসহ অন্যান্য সুযোগ রয়েছে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ২ জন। ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন আইপিই, ইইই অথবা মেকানিক্যাল। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছ্ড়াাও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চসহ অন্যান্য সুবিধা রয়েছে। ফেয়ার ইলেকট্রনিক্সের ([email protected] fel.com.bd) এই ইমেইলে সিভি জমা দেওয়া যাবে ২৫ মে ২০২০ পর্যন্ত। এছাড়াও জাগোজবসডটকম এর (www. jagojobs.com) মাধ্যমেও সিভি দেওয়ার সুযোগ রয়েছে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : ফেয়ার ইলেকট্রনিক্স লি., খাজা প্যালেস, বাড়ি নম্বর ৭৬/বি (ফ্লোর ২ এবং ৩) রোড ১১, বনানী, ঢাকা। ওয়েবসাইট :www.estore.fdi.
com.bd/
সূত্র : জাগোজবসডটকম
গ্রন্থনায় : আনিকা তাহসিন
শেয়ার করুন
| ২৩ মে, ২০২০ ০০:০০

এরিজোনা ইনফোটেক
পদ ও যোগ্যতা : টেলি-সেলস-এক্সিকিউটিভ ৫ জন। বিবিএ, এমবিএ। সংশ্লিষ্ট সেলসের কাজে ৩ থেকে ৫ বছরের দক্ষ। বয়স ৩৫ বছর। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। মাসিক বেতন ১৫০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা। জাগোজবস এর এই (www.jagojobs.com) ওয়েবসাইটের মাধ্যমে সিভি পাঠানো যাবে ২৮ মে ২০২০ পর্যন্ত। এছাড়াও [email protected] ইমেইল করা যাবে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : কৌশলী ভবন (৭ ফ্লোর), ২৩৮/১, ওয়েস্ট কাফরুল, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ওয়েব :www.aaroza. com/
সূত্র : জাগোজবস.কম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড
পদ ও যোগ্যতা : চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ১ জন। এফসিএ সম্পন্ন। প্রার্থীর শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা আবেদনের অযোগ্য। সবগুলো পরীক্ষাতেই ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। ৩০ এপ্রিল ২০২০ তারিখে বযস সর্বোচ্চ ৫৫ বছর। হতে হবে বাংলাদেশি নাগরিক। সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে ন্যূনতম ১০ বছরের এবং সরকারি বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিলেটেড বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল ঢাকা। বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। আবেদনপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব কাগজপত্র ৩০ মে ২০২০ এর মধ্যে ইমেইল করতে হবে এই ([email protected] com) ঠিকানায়। যাবতীয় কাগজপত্রের প্রিন্ট করা কপিও নির্ধারিত তারিখের মধ্যে পাঠানো যাবে ডাক বা কুরিয়ারের মাধ্যমে। ঠিকানা : হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা, কুর্মিটোলা, ঢাকা। ওয়েব www.biman-airlines.com
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ মে ২০২০
ফেয়ার ইলেকট্রনিক্স লি.
পদ ও যোগ্যতা : ইঞ্জিনিয়ার ১০ জন। ব্যাচেলব অব ইঞ্জিরিয়ারিং ইন ইইই, মেকানিক্যাল অথবা আইপিই। ফ্রেসাররা আবেদন করতে পারবে। বয়স ২৩ থেকে ২৬ এর মধ্যে। নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই সিভি দিতে পারবেন। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়াও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চসুবিধাসহ অন্যান্য সুযোগ রয়েছে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ২ জন। ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন আইপিই, ইইই অথবা মেকানিক্যাল। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল নরসিংদী এবং শিবপুর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন আলোচনা সাপেক্ষ। এছ্ড়াাও পারফরম্যান্স বোনাস, ইন্সুরেন্স, লাঞ্চসহ অন্যান্য সুবিধা রয়েছে। ফেয়ার ইলেকট্রনিক্সের ([email protected] fel.com.bd) এই ইমেইলে সিভি জমা দেওয়া যাবে ২৫ মে ২০২০ পর্যন্ত। এছাড়াও জাগোজবসডটকম এর (www. jagojobs.com) মাধ্যমেও সিভি দেওয়ার সুযোগ রয়েছে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : ফেয়ার ইলেকট্রনিক্স লি., খাজা প্যালেস, বাড়ি নম্বর ৭৬/বি (ফ্লোর ২ এবং ৩) রোড ১১, বনানী, ঢাকা। ওয়েবসাইট :www.estore.fdi. com.bd/
সূত্র : জাগোজবসডটকম
গ্রন্থনায় : আনিকা তাহসিন