ষষ্ঠ শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ আলী জাফর সাদেক | ১৩ আগস্ট, ২০২০ ০০:০০
পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত
(গতকালের পর)
১৬. হজরত আবু বকর কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. কুরাইশ খ. সৈয়দ গ. শাইখ ঘ. উমাইয়া
১৭. মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে?
ক. আবু বকর (রা.) খ. বেলাল (রা.)
গ. ওমর ফারুক (রা.) ঘ. উসমান (রা.)
১৮. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. বিজ্ঞানময় খ. প্রজ্ঞাশীল
গ. খ-কারী ঘ. সত্য-মিথ্যার প্রভেদকারী
১৯. হিজরী সন প্রবর্তন করেন কে?
ক. ওমর ফারুক (রা.) খ. আবু বকর (রা.)
গ. উসমান (রা.) ঘ. আলী (রা.)
২০. কত উট পুরস্কার পাওয়ার আশায় হজরত ওমর ফারুক (রা.) হজরত মুহাম্মদ (সা.)-কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন?
ক. ৫০টি খ. ১০০টি গ. ১৫০টি ঘ. ২০০টি
২১. হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে কতজন লেখাপড়া জানত?
ক. ১৫ জন খ. ১৬ জন গ. ১৭ জন ঘ. ১৮ জন
২২. যার সময়ে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়
ক. আলী (রা.) খ. আবু বকর (রা.)
গ. ওমর ফারুক (রা.) ঘ. উসমান (রা.)
২৩. ইসলামের সেবায় তার সমস্ত সম্পদ দান করেছিলেন হজরত
ক. আবু বকর (রা.) খ. ওমর (রা.)
গ. উসমান (রা.) ঘ. খাদিজা (রা.)
২৪. হজরত ইমাম আবু হানিফা (রহ.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৭০০ খ্রিস্টাব্দে খ. ৭১০ খ্রিস্টাব্দে
গ. ৭২০ খ্রিস্টাব্দে ঘ. ৭৩০ খ্রিস্টাব্দে
২৫. বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকহ শাস্ত্রবিদ কে?
ক. হজরত ইমাম আবু হানিফা (রহ.)
খ. ইমাম আবু ইউসুফ (রহ.)
গ. ইমাম মুহাম্মদ (রহ.)
ঘ. ইমাম জুফার (রহ.)
২৬. ‘মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা (রহ.)-এর মুখাপেক্ষী’ কার উক্তি?
ক. ইমাম আবু ইউসুফ (রহ.)
খ. ইমাম শাফেয়ি (রহ.)
গ. ইমাম মুহাম্মদ (রহ.)
ঘ. ইমাম জুফার (রহ.)
২৭. ‘হিলফুল ফুজুল’ এর উদ্দেশ্য ছিল
র. অত্যাচারীকে প্রতিরোধ করা
রর. অত্যাচারিতকে সাহায্য করা
ররর. শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
মারুফ হাসান সেদিন বিদ্যালয়ে যাওয়ার পথে দেখল যে, একজন দরিদ্র মায়ের সঙ্গে দুটি শিশু ক্ষুধায় কান্না করছে। তারা তাদের মায়ের কাছে খাবার চাইছে কিন্তু মা শুধু দেই দিচ্ছি বলে সান্ত¡না দিচ্ছে। আসলে তার কাছে খাবার নেই। সব বুঝতে পেরে মারুফ বাসা থেকে তার মাকে বলে কিছু খাবার নিয়ে এসে তাদের খেতে দিল।
২৮. উদ্দীপকের মারুফের কাজে কোন খলিফার চরিত্রের প্রতিফলন ঘটেছে?
ক. আবু বকর (রা.) খ. ওমর (রা.)
গ. উসমান (রা.) ঘ. আলী (রা.)
২৯. উক্ত খলিফার উপাধী কী ছিল?
ক. ফারুক খ. খাত্তাব গ. আসাদুল্লাহ ঘ. আবু হুরায়রা
৩০. হজরত আবু বকর (রা.)-এর বাল্য নাম ছিল
ক. আবু কুহাফা খ. আবদুল্লাহ
গ. সিদ্দিক ঘ. আতিক
উত্তর
১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. খ
শেয়ার করুন
মুহাম্মদ আলী জাফর সাদেক | ১৩ আগস্ট, ২০২০ ০০:০০

পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত
(গতকালের পর)
১৬. হজরত আবু বকর কোন বংশে জন্মগ্রহণ করেন?
ক. কুরাইশ খ. সৈয়দ গ. শাইখ ঘ. উমাইয়া
১৭. মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা কে?
ক. আবু বকর (রা.) খ. বেলাল (রা.)
গ. ওমর ফারুক (রা.) ঘ. উসমান (রা.)
১৮. ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক. বিজ্ঞানময় খ. প্রজ্ঞাশীল
গ. খ-কারী ঘ. সত্য-মিথ্যার প্রভেদকারী
১৯. হিজরী সন প্রবর্তন করেন কে?
ক. ওমর ফারুক (রা.) খ. আবু বকর (রা.)
গ. উসমান (রা.) ঘ. আলী (রা.)
২০. কত উট পুরস্কার পাওয়ার আশায় হজরত ওমর ফারুক (রা.) হজরত মুহাম্মদ (সা.)-কে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন?
ক. ৫০টি খ. ১০০টি গ. ১৫০টি ঘ. ২০০টি
২১. হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশে কতজন লেখাপড়া জানত?
ক. ১৫ জন খ. ১৬ জন গ. ১৭ জন ঘ. ১৮ জন
২২. যার সময়ে সর্বপ্রথম আদমশুমারি চালু হয়
ক. আলী (রা.) খ. আবু বকর (রা.)
গ. ওমর ফারুক (রা.) ঘ. উসমান (রা.)
২৩. ইসলামের সেবায় তার সমস্ত সম্পদ দান করেছিলেন হজরত
ক. আবু বকর (রা.) খ. ওমর (রা.)
গ. উসমান (রা.) ঘ. খাদিজা (রা.)
২৪. হজরত ইমাম আবু হানিফা (রহ.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ৭০০ খ্রিস্টাব্দে খ. ৭১০ খ্রিস্টাব্দে
গ. ৭২০ খ্রিস্টাব্দে ঘ. ৭৩০ খ্রিস্টাব্দে
২৫. বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকহ শাস্ত্রবিদ কে?
ক. হজরত ইমাম আবু হানিফা (রহ.)
খ. ইমাম আবু ইউসুফ (রহ.)
গ. ইমাম মুহাম্মদ (রহ.)
ঘ. ইমাম জুফার (রহ.)
২৬. ‘মানুষ ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা (রহ.)-এর মুখাপেক্ষী’ কার উক্তি?
ক. ইমাম আবু ইউসুফ (রহ.)
খ. ইমাম শাফেয়ি (রহ.)
গ. ইমাম মুহাম্মদ (রহ.)
ঘ. ইমাম জুফার (রহ.)
২৭. ‘হিলফুল ফুজুল’ এর উদ্দেশ্য ছিল
র. অত্যাচারীকে প্রতিরোধ করা
রর. অত্যাচারিতকে সাহায্য করা
ররর. শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও
মারুফ হাসান সেদিন বিদ্যালয়ে যাওয়ার পথে দেখল যে, একজন দরিদ্র মায়ের সঙ্গে দুটি শিশু ক্ষুধায় কান্না করছে। তারা তাদের মায়ের কাছে খাবার চাইছে কিন্তু মা শুধু দেই দিচ্ছি বলে সান্ত¡না দিচ্ছে। আসলে তার কাছে খাবার নেই। সব বুঝতে পেরে মারুফ বাসা থেকে তার মাকে বলে কিছু খাবার নিয়ে এসে তাদের খেতে দিল।
২৮. উদ্দীপকের মারুফের কাজে কোন খলিফার চরিত্রের প্রতিফলন ঘটেছে?
ক. আবু বকর (রা.) খ. ওমর (রা.)
গ. উসমান (রা.) ঘ. আলী (রা.)
২৯. উক্ত খলিফার উপাধী কী ছিল?
ক. ফারুক খ. খাত্তাব গ. আসাদুল্লাহ ঘ. আবু হুরায়রা
৩০. হজরত আবু বকর (রা.)-এর বাল্য নাম ছিল
ক. আবু কুহাফা খ. আবদুল্লাহ
গ. সিদ্দিক ঘ. আতিক
উত্তর
১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. গ, ২২. গ, ২৩. ঘ, ২৪. ক, ২৫. ক, ২৬. খ, ২৭. ঘ, ২৮. খ, ২৯. ক, ৩০. খ