সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তাওকির আহমেদ | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
চতুর্থ অধ্যায়
শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার
বহুনির্বাচনী
১. ইন্টারনেটে বিশ্বকোষের নাম
ক. বিশ্বকোষ খ. ওয়ার্ল্ড ডিকশনারি
গ. এনসাইক্লোপিডিয়া ঘ. উইকিপিডিয়া
২. ইন্টারনেট কী?
ক. একটি কম্পিউটার
খ. একটি শক্তিশালী কম্পিউটার
গ. সারা পৃথিবীর সঙ্গে শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক
ঘ. কম্পিউটার সংযোজন
৩. ইন্টারনেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে
i. তথ্য পড়া যায় ii. তথ্য ডাউনলোড করা যায়
iii. তথ্য পরিমার্জন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ই-বুক ওয়েবসাইট থেকে আমরা কোন শ্রেণির বই খুঁজে পাব?
ক. নবম-দশম খ. একাদশ-দ্বাদশ
গ. অনার্স ঘ. যে কোনো বই
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
রেখা এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে।
৫. রেখা ভর্তির আবেদন করতে পারে
র. মোবাইল ফোন ব্যবহার করে
রর. ইন্টারনেট ব্যবহার করে
ররর. কম্পিউটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো
র. সময় ও অর্থ সাশ্রয় রর. শারীরিক শ্রম লাঘব
ররর. পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. বর্তমানে স্কুল কলেজে ভর্তির জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. মোবাইল খ. পেনড্রাইভ গ. ইন্টারনেট ঘ. সিডি
৮. বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহার একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে?
ক. মোবাইল ফোন খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. ই-বুক রিডার
৯. ইন্টারনেট ব্যবহারের কারণ
ক. তথ্য প্রক্রিয়াকরণ খ. তথ্য সেন্টার
গ. তথ্য বিনিময় ঘ. তথ্য বিকৃতি
১০. ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন
র. কম্পিউটার রর. টেলিফোন সেট ররর. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১. ওয়েবসাইটের ঠিকানা টাইপ করে তুমি কোথায় হাজির হবে?
ক. কম্পিউটারে খ. ব্রাউজারে
গ. সার্চ ইঞ্জিনে ঘ. ইন্টারনেট জগতে
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
লিজা সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়েছে। অনলাইনে চাকরির আবেদনপত্র জমা দিয়েছে, ভাইভা দিয়েছে এবং অনলাইনেই সে তার চাকরির ব্যাপারে নিশ্চিত হয়। সে চাকরির খোঁজটা অনলাইন থেকেই পেয়েছিল।
১২. কোনটির সাহায্যে লিজা চাকরির তথ্য পেয়েছিল?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. পত্রিকা
১৩. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
ক. টেলিভিশন খ. মোবাইল গ. ফ্যাক্স ঘ. রোবট
১৪. বাসা থেকে অনলাইনে চাকরির আবেদন করার জন্য প্রয়োজন?
র. কম্পিউটার রর. ফ্যাক্স ররর. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ
শেয়ার করুন
তাওকির আহমেদ | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

চতুর্থ অধ্যায়
শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার
বহুনির্বাচনী
১. ইন্টারনেটে বিশ্বকোষের নাম
ক. বিশ্বকোষ খ. ওয়ার্ল্ড ডিকশনারি
গ. এনসাইক্লোপিডিয়া ঘ. উইকিপিডিয়া
২. ইন্টারনেট কী?
ক. একটি কম্পিউটার
খ. একটি শক্তিশালী কম্পিউটার
গ. সারা পৃথিবীর সঙ্গে শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্ক
ঘ. কম্পিউটার সংযোজন
৩. ইন্টারনেটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে
i. তথ্য পড়া যায় ii. তথ্য ডাউনলোড করা যায়
iii. তথ্য পরিমার্জন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ই-বুক ওয়েবসাইট থেকে আমরা কোন শ্রেণির বই খুঁজে পাব?
ক. নবম-দশম খ. একাদশ-দ্বাদশ
গ. অনার্স ঘ. যে কোনো বই
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
রেখা এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে।
৫. রেখা ভর্তির আবেদন করতে পারে
র. মোবাইল ফোন ব্যবহার করে
রর. ইন্টারনেট ব্যবহার করে
ররর. কম্পিউটার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধাদি হলো
র. সময় ও অর্থ সাশ্রয় রর. শারীরিক শ্রম লাঘব
ররর. পরিবেশ সংরক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. বর্তমানে স্কুল কলেজে ভর্তির জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. মোবাইল খ. পেনড্রাইভ গ. ইন্টারনেট ঘ. সিডি
৮. বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে কোনটির ব্যবহার একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে?
ক. মোবাইল ফোন খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. ই-বুক রিডার
৯. ইন্টারনেট ব্যবহারের কারণ
ক. তথ্য প্রক্রিয়াকরণ খ. তথ্য সেন্টার
গ. তথ্য বিনিময় ঘ. তথ্য বিকৃতি
১০. ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন
র. কম্পিউটার রর. টেলিফোন সেট ররর. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১. ওয়েবসাইটের ঠিকানা টাইপ করে তুমি কোথায় হাজির হবে?
ক. কম্পিউটারে খ. ব্রাউজারে
গ. সার্চ ইঞ্জিনে ঘ. ইন্টারনেট জগতে
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
লিজা সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়েছে। অনলাইনে চাকরির আবেদনপত্র জমা দিয়েছে, ভাইভা দিয়েছে এবং অনলাইনেই সে তার চাকরির ব্যাপারে নিশ্চিত হয়। সে চাকরির খোঁজটা অনলাইন থেকেই পেয়েছিল।
১২. কোনটির সাহায্যে লিজা চাকরির তথ্য পেয়েছিল?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. পত্রিকা
১৩. পাবলিক পরীক্ষার ফলাফল পাওয়া যায় নিচের কোনটির সাহায্যে?
ক. টেলিভিশন খ. মোবাইল গ. ফ্যাক্স ঘ. রোবট
১৪. বাসা থেকে অনলাইনে চাকরির আবেদন করার জন্য প্রয়োজন?
র. কম্পিউটার রর. ফ্যাক্স ররর. ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. গ ৯. গ ১০. খ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ