অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মুহাম্মদ আলী জাফর সাদেক | ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০
সিনিয়র সহকারী শিক্ষক
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা
উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম
চতুর্থ অধ্যায়
স্প্রেডশিটের ব্যবহার
বহুনির্বাচনী
১. ¯েপ্রডশিটের আভিধানিক অর্থ কী?
ক. ছড়ানো বড় কাগজ
খ. ছক কাটা কাগজ
গ. বড় কাগজ
ঘ. হিসাবের কাগজ
২. সর্বপ্রথম উদ্ভাবিত স্প্রেডশিটের নাম কী?
ক. Open Office Cale খ. Excel
গ. Visicale ঘ. Google sheet
৩. ¯েপ্রডশিটের অন্য নাম কী?
ক. Macbook খ. Workbook
গ. Math sheet ঘ. Worksheet
৪. স্প্রেডশিটের ছোট ছোট ঘরগুলোকে কী বলা হয়?
ক. টেবিল খ. সেল গ. রো ঘ. কলাম
উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঐশী তার বাবার ব্যবসায়ের সুবিধার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দেয় যাকে ওয়ার্কবুকও বলা হয়ে থাকে।
৫. ঐশী কোন সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিয়েছে?
ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার
গ. স্প্রেডশিট ঘ. গুগলডকস
৬. উক্ত সফটওয়্যার ব্যবহারে তার বাবার ব্যবসায়ের কী সুবিধা হবে?
i. হিসাব-নিকাশ নির্ভুলভাবে করা
ii. হিসাব-নিকাশ দ্রুত করা
iii. হিসাব-নিকাশের গতি প্রকৃতি বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ¯েপ্রডশিট দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
i. হাসপাতালে
ii. শিক্ষাপ্রতিষ্ঠানে
iii. শুধুমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ঘ. i, ii ও iii
৮. ওয়ার্কবুকের সবচেয়ে ওপরের বারকে কী বলে?
ক. টপ বার খ. ফাস্ট বার
গ. টাইটেল বার ঘ. মেনু বার
৯. অফিস বাটনের পাশে কোন বারের অবস্থান?
ক. মেনু বার খ. কুইক অ্যাকসেস বার
গ. টাইটেল বার ঘ. ফর্মুলা বার
১০. ¯েপ্রডশিটের বিভিন্ন গুচ্ছাকারে সাজানো কমান্ডকে কী বলা হয়?
ক. ফাংশন খ. বার গ. রিবন ঘ. সেল
১১. ওয়ার্কবুকের কোন দিকে স্ট্যাটাস বার অবস্থান করে?
ক. বামে খ. ডানে
গ. ওপরের দিকে ঘ. নিচের দিকে
১২. ¯েপ্রডশিটের সব ওয়ার্কশিট কোথায় প্রদর্শিত হয়?
ক. শিট ট্যাব খ. সেল
গ. টেবিল ঘ. স্ট্যাটাস ট্যাব
১৩. অফিস বাটন কী কাজে ব্যবহৃত হয়?
i. নতুন ওয়ার্কবুক খুলতে
রর. ওয়ার্কবুক সংরক্ষণ করতে
ররর. আগের ওয়ার্কবুক খোলার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. ভিসিক্যালক কোন কোম্পানির সফটওয়্যার?
ক. মাইক্রোসফট খ. অ্যাপল
গ. আইবিএম ঘ. এডবি
১৫. বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক. ভিসিক্যালক
খ. এক্সেস
গ. ওপেন অফিস ক্যালক
ঘ. মাইক্রোসফট এক্সেল
১৬. একেকটা ওয়ার্কশিটে কী থাকে?
ক. ওয়ার্কবুক খ. সারি ও কলাম
গ. ইমেজ ঘ. কমান্ড ও বক্স
১৭. ওয়ার্কশিটের সারি ও কলামের ছেদকৃত ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
ক. cell খ. range
গ. Attribute ঘ. address
১৮. সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?
ক. MS Excel খ. MS Access
গ. MS Word ঘ. MS Publisher
১৯. একটি ওয়ার্কবুকে অনেক কী থাকে?
ক. ওয়ার্কশিট খ. সেল
গ. গ্রাফ ঘ. ফর্মুলা
২০. লোটাস হলো
i. বর্ণভিত্তিক ¯েপ্রডশিট প্রোগ্রাম
ii. চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
iii. ডস ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ
শেয়ার করুন
মুহাম্মদ আলী জাফর সাদেক | ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০

সিনিয়র সহকারী শিক্ষক
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা
উচ্চ বিদ্যালয় ও কলেজ, চট্টগ্রাম
চতুর্থ অধ্যায়
স্প্রেডশিটের ব্যবহার
বহুনির্বাচনী
১. ¯েপ্রডশিটের আভিধানিক অর্থ কী?
ক. ছড়ানো বড় কাগজ
খ. ছক কাটা কাগজ
গ. বড় কাগজ
ঘ. হিসাবের কাগজ
২. সর্বপ্রথম উদ্ভাবিত স্প্রেডশিটের নাম কী?
ক. Open Office Cale খ. Excel
গ. Visicale ঘ. Google sheet
৩. ¯েপ্রডশিটের অন্য নাম কী?
ক. Macbook খ. Workbook
গ. Math sheet ঘ. Worksheet
৪. স্প্রেডশিটের ছোট ছোট ঘরগুলোকে কী বলা হয়?
ক. টেবিল খ. সেল গ. রো ঘ. কলাম
উদ্দীপকের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
ঐশী তার বাবার ব্যবসায়ের সুবিধার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দেয় যাকে ওয়ার্কবুকও বলা হয়ে থাকে।
৫. ঐশী কোন সফটওয়্যার ব্যবহার করার পরামর্শ দিয়েছে?
ক. ক্যালকুলেটর খ. কম্পিউটার
গ. স্প্রেডশিট ঘ. গুগলডকস
৬. উক্ত সফটওয়্যার ব্যবহারে তার বাবার ব্যবসায়ের কী সুবিধা হবে?
i. হিসাব-নিকাশ নির্ভুলভাবে করা
ii. হিসাব-নিকাশ দ্রুত করা
iii. হিসাব-নিকাশের গতি প্রকৃতি বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. iও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ¯েপ্রডশিট দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
i. হাসপাতালে
ii. শিক্ষাপ্রতিষ্ঠানে
iii. শুধুমাত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ঘ. i, ii ও iii
৮. ওয়ার্কবুকের সবচেয়ে ওপরের বারকে কী বলে?
ক. টপ বার খ. ফাস্ট বার
গ. টাইটেল বার ঘ. মেনু বার
৯. অফিস বাটনের পাশে কোন বারের অবস্থান?
ক. মেনু বার খ. কুইক অ্যাকসেস বার
গ. টাইটেল বার ঘ. ফর্মুলা বার
১০. ¯েপ্রডশিটের বিভিন্ন গুচ্ছাকারে সাজানো কমান্ডকে কী বলা হয়?
ক. ফাংশন খ. বার গ. রিবন ঘ. সেল
১১. ওয়ার্কবুকের কোন দিকে স্ট্যাটাস বার অবস্থান করে?
ক. বামে খ. ডানে
গ. ওপরের দিকে ঘ. নিচের দিকে
১২. ¯েপ্রডশিটের সব ওয়ার্কশিট কোথায় প্রদর্শিত হয়?
ক. শিট ট্যাব খ. সেল
গ. টেবিল ঘ. স্ট্যাটাস ট্যাব
১৩. অফিস বাটন কী কাজে ব্যবহৃত হয়?
i. নতুন ওয়ার্কবুক খুলতে
রর. ওয়ার্কবুক সংরক্ষণ করতে
ররর. আগের ওয়ার্কবুক খোলার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. ভিসিক্যালক কোন কোম্পানির সফটওয়্যার?
ক. মাইক্রোসফট খ. অ্যাপল
গ. আইবিএম ঘ. এডবি
১৫. বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
ক. ভিসিক্যালক
খ. এক্সেস
গ. ওপেন অফিস ক্যালক
ঘ. মাইক্রোসফট এক্সেল
১৬. একেকটা ওয়ার্কশিটে কী থাকে?
ক. ওয়ার্কবুক খ. সারি ও কলাম
গ. ইমেজ ঘ. কমান্ড ও বক্স
১৭. ওয়ার্কশিটের সারি ও কলামের ছেদকৃত ছোট ছোট ঘরগুলোকে কী বলে?
ক. cell খ. range
গ. Attribute ঘ. address
১৮. সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি?
ক. MS Excel খ. MS Access
গ. MS Word ঘ. MS Publisher
১৯. একটি ওয়ার্কবুকে অনেক কী থাকে?
ক. ওয়ার্কশিট খ. সেল
গ. গ্রাফ ঘ. ফর্মুলা
২০. লোটাস হলো
i. বর্ণভিত্তিক ¯েপ্রডশিট প্রোগ্রাম
ii. চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
iii. ডস ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. ঘ ৭. ঘ ৮. গ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ