গণিতে দক্ষতা বাড়াতে
তোয়াহা আজিজ | ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০
গণিত খুবই মজার একটি বিষয়। কিন্তু সমাধান করতে বসলে অনেকেই তালগোল পাকিয়ে ফেলে। ফলে গণিতভীতি সৃষ্টি হয়। এই ভয় তাড়িয়ে গণিতকে উপভোগ্য করে তুলতে প্রতিদিন করতে পারো কিছু ছোট কাজ। এতে তুমি প্রতিদিনই গণিতে দক্ষতর হয়ে উঠবে। লিখেছেন তোয়াহা আজিজ
পাজল গেমস
অবসর সময়ে সুডোকু বা পুল সাইড পাজলের মতো গেমগুলো খেলতে পারো। তোমার পছন্দের গেমস ডাউনলোড করে নিতে পারো প্লে-স্টোর থেকে। এগুলো গণিতে তোমার দক্ষতা বাড়িয়ে তুলবে। গবেষণায় জানা যায়, সুডোকু মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
প্লে-কার্ডস
মজার এ খেলার নিয়ম হলো কিছু কার্ডে একটি করে সংখ্যা লেখা থাকবে এবং কার্ডগুলো দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যে যতগুলো কার্ড পাবে, কার্ডের সংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। যে যত দ্রুত বলতে পারবে সে-ই হবে জয়ী। এর মাধ্যমে যেকোনো সংখ্যার যোগ সহজেই আয়ত্তে চলে আসবে।
ট্রিক্স মেথড
এই মেথডটির নিয়ম হলো প্রথমে যেকোনো একটি সংখ্যা ধরো। এরপর একে দ্বিগুণ করো। এর সঙ্গে ৯ যোগ করো। যোগফল থেকে ৩ বিয়োগ করে ২ দ্বারা ভাগ করো। পরিশেষে, যে সংখ্যাটি প্রথমে ধরেছো, তা থেকে ভাগফলটি বিয়োগ করো। উত্তর হবে ৩। এ রকম ধাঁধাগুলো করে বন্ধুদেরও চমকে দিতে পারো নিমেষেই।
সহায়ক বই
পাঠ্যবইয়ের বাইরে গণিতের উপকারী কিছু বই পড়তে পারো। গণিতের মজার মজার অনেক বই আজকাল বাজারে পাওয়া যায়। যেমন নিউরনে অনুরণন, গণিতের রঙ্গে হাসিখুশি গণিত, গণিতের মজা মজার গণিত, গণিত এবং আরও গণিত, অঙ্ক ভাইয়া ইত্যাদি।
ব্যবহারিক
তোমার চারপাশের নানা সাইজের বস্তুগুলো দেখে খাতা-কলম ছাড়াই আয়তনের সূত্রগুলো ঝালাই করে নাও। তা ছাড়া উদাহরণের মাধ্যমেও অনুশীলন করতে পারো। ছবির সাহায্যেও গণিতের অনেক বিষয় সহজে শিখতে পারো। মোটকথা, গণিতে দক্ষ হতে হলে অনুশীলনের বিকল্প নেই।
শেয়ার করুন
তোয়াহা আজিজ | ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০

গণিত খুবই মজার একটি বিষয়। কিন্তু সমাধান করতে বসলে অনেকেই তালগোল পাকিয়ে ফেলে। ফলে গণিতভীতি সৃষ্টি হয়। এই ভয় তাড়িয়ে গণিতকে উপভোগ্য করে তুলতে প্রতিদিন করতে পারো কিছু ছোট কাজ। এতে তুমি প্রতিদিনই গণিতে দক্ষতর হয়ে উঠবে। লিখেছেন তোয়াহা আজিজ
পাজল গেমস
অবসর সময়ে সুডোকু বা পুল সাইড পাজলের মতো গেমগুলো খেলতে পারো। তোমার পছন্দের গেমস ডাউনলোড করে নিতে পারো প্লে-স্টোর থেকে। এগুলো গণিতে তোমার দক্ষতা বাড়িয়ে তুলবে। গবেষণায় জানা যায়, সুডোকু মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে।
প্লে-কার্ডস
মজার এ খেলার নিয়ম হলো কিছু কার্ডে একটি করে সংখ্যা লেখা থাকবে এবং কার্ডগুলো দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যে যতগুলো কার্ড পাবে, কার্ডের সংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করতে হবে। যে যত দ্রুত বলতে পারবে সে-ই হবে জয়ী। এর মাধ্যমে যেকোনো সংখ্যার যোগ সহজেই আয়ত্তে চলে আসবে।
ট্রিক্স মেথড
এই মেথডটির নিয়ম হলো প্রথমে যেকোনো একটি সংখ্যা ধরো। এরপর একে দ্বিগুণ করো। এর সঙ্গে ৯ যোগ করো। যোগফল থেকে ৩ বিয়োগ করে ২ দ্বারা ভাগ করো। পরিশেষে, যে সংখ্যাটি প্রথমে ধরেছো, তা থেকে ভাগফলটি বিয়োগ করো। উত্তর হবে ৩। এ রকম ধাঁধাগুলো করে বন্ধুদেরও চমকে দিতে পারো নিমেষেই।
সহায়ক বই
পাঠ্যবইয়ের বাইরে গণিতের উপকারী কিছু বই পড়তে পারো। গণিতের মজার মজার অনেক বই আজকাল বাজারে পাওয়া যায়। যেমন নিউরনে অনুরণন, গণিতের রঙ্গে হাসিখুশি গণিত, গণিতের মজা মজার গণিত, গণিত এবং আরও গণিত, অঙ্ক ভাইয়া ইত্যাদি।
ব্যবহারিক
তোমার চারপাশের নানা সাইজের বস্তুগুলো দেখে খাতা-কলম ছাড়াই আয়তনের সূত্রগুলো ঝালাই করে নাও। তা ছাড়া উদাহরণের মাধ্যমেও অনুশীলন করতে পারো। ছবির সাহায্যেও গণিতের অনেক বিষয় সহজে শিখতে পারো। মোটকথা, গণিতে দক্ষ হতে হলে অনুশীলনের বিকল্প নেই।