অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
সপ্তম অধ্যায়
বাংলাদেশ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
(গতকালের পর)
১৪. আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা কীভাবে নিয়োগপ্রাপ্ত হন?
ক. প্রধানমন্ত্রী কর্তৃক
খ. রাষ্ট্রপতি কর্তৃক
গ. প্রধান বিচারপতি কর্তৃক
ঘ. স্পিকার কর্তৃক
১৫. কোন শাসন ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক মনে করা হয়?
ক. একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায়
খ. রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়
গ. সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়
ঘ. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়
১৬. একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় যার ইচ্ছায় অনিচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয়
র. এক নায়কের রর. এক দলের ররর. রাষ্ট্রপতির
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
১৭. বাংলাদেশের আইনসভায় কটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে?
ক. ৩০টি খ. ৪০টি গ. ৫০টি ঘ. ৬০টি
১৮. বাঙালি জাতির মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে
ক. একই ভাষা খ. ভৌগোলিক অবস্থান
গ. অর্থনৈতিক অসংগতি ঘ. মুক্তবাজার অর্থনীতি
১৯. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কটি?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
২০. রাষ্ট্রের অপরিহার্য উপাদান
র. সরকার রর. জনসমষ্টি ররর. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২১. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কী?
ক. ঐক্য ও সংহতি খ. সাম্য ও স্বাধীনতা
গ. স্বাধীনতা ও সংহতি ঘ. সাম্য ও নিরাপত্তা
২২. বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. লিখিত খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. লিখিত ও দুস্পরিবর্তনীয়
২৩. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
ক. ড. কামাল হোসেন খ. মাহাবুবর রহমান
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
২৪. জাতীয় সংসদের স্পিকার কে নিযুক্ত করেন
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. ডেপুটি স্পিকার ঘ. সাংসদরা
২৫. ১৯৭২ সালের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক. এপ্রিল খ. মে
গ. আগস্ট ঘ. নভেম্বর
২৬. সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসনক্ষমতা কার হাতে ন্যস্ত?
ক. স্পিকারের খ. সচিবের
গ. রাষ্ট্রপতির ঘ. প্রধানমন্ত্রীর
২৭. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কত তারিখে?
ক. ১০ এপ্রিল খ. ৩০ অক্টোবর
গ. ৪ নভেম্বর ঘ. ১৬ ডিসেম্বর
২৮. বাংলাদেশের সংবিধানে কটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৫১ খ. ১৫২ গ. ১৫৩ ঘ. ১৫৪
২৯. এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। এটি কার বাণী?
ক. ড. কামাল হোসেন খ. তাজউদ্দীন আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩০. স্থানীয় সরকারের উপাদান কোনটি?
ক. বিজ্ঞান ক্লাব খ. সিটি করপোরেশন
গ. বিআরডিবি ঘ. এনবিআর
উত্তর
১৪. খ ১৫. ঘ ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. খ
শেয়ার করুন
সুধীর বরণ মাঝি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

সপ্তম অধ্যায়
বাংলাদেশ : রাষ্ট্র ও সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
(গতকালের পর)
১৪. আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা কীভাবে নিয়োগপ্রাপ্ত হন?
ক. প্রধানমন্ত্রী কর্তৃক
খ. রাষ্ট্রপতি কর্তৃক
গ. প্রধান বিচারপতি কর্তৃক
ঘ. স্পিকার কর্তৃক
১৫. কোন শাসন ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিক মনে করা হয়?
ক. একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায়
খ. রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়
গ. সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়
ঘ. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়
১৬. একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় যার ইচ্ছায় অনিচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয়
র. এক নায়কের রর. এক দলের ররর. রাষ্ট্রপতির
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
১৭. বাংলাদেশের আইনসভায় কটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত আছে?
ক. ৩০টি খ. ৪০টি গ. ৫০টি ঘ. ৬০টি
১৮. বাঙালি জাতির মধ্যে ঐক্যের সৃষ্টি করেছে
ক. একই ভাষা খ. ভৌগোলিক অবস্থান
গ. অর্থনৈতিক অসংগতি ঘ. মুক্তবাজার অর্থনীতি
১৯. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কটি?
ক. চারটি খ. পাঁচটি গ. ছয়টি ঘ. সাতটি
২০. রাষ্ট্রের অপরিহার্য উপাদান
র. সরকার রর. জনসমষ্টি ররর. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২১. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কী?
ক. ঐক্য ও সংহতি খ. সাম্য ও স্বাধীনতা
গ. স্বাধীনতা ও সংহতি ঘ. সাম্য ও নিরাপত্তা
২২. বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. লিখিত খ. অলিখিত
গ. সুপরিবর্তনীয় ঘ. লিখিত ও দুস্পরিবর্তনীয়
২৩. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
ক. ড. কামাল হোসেন খ. মাহাবুবর রহমান
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
২৪. জাতীয় সংসদের স্পিকার কে নিযুক্ত করেন
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. ডেপুটি স্পিকার ঘ. সাংসদরা
২৫. ১৯৭২ সালের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
ক. এপ্রিল খ. মে
গ. আগস্ট ঘ. নভেম্বর
২৬. সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় প্রকৃত শাসনক্ষমতা কার হাতে ন্যস্ত?
ক. স্পিকারের খ. সচিবের
গ. রাষ্ট্রপতির ঘ. প্রধানমন্ত্রীর
২৭. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কত তারিখে?
ক. ১০ এপ্রিল খ. ৩০ অক্টোবর
গ. ৪ নভেম্বর ঘ. ১৬ ডিসেম্বর
২৮. বাংলাদেশের সংবিধানে কটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৫১ খ. ১৫২ গ. ১৫৩ ঘ. ১৫৪
২৯. এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। এটি কার বাণী?
ক. ড. কামাল হোসেন খ. তাজউদ্দীন আহমদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩০. স্থানীয় সরকারের উপাদান কোনটি?
ক. বিজ্ঞান ক্লাব খ. সিটি করপোরেশন
গ. বিআরডিবি ঘ. এনবিআর
উত্তর
১৪. খ ১৫. ঘ ১৬. গ, ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ, ২১. ক, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. খ