মজার পেরিস্কোপ
ইজাজুল হক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের সর্বশেষ বাক্স ‘মজার পেরিস্কোপ’। আলোর ঝলক ও তড়িৎ তা-ব বাক্স দুটি তোমার কাছে থাকলে তো ভালোই। না থাকলেও এই বাক্সটি তুমি রাখতে পারো। উক্ত দুই বাক্সের মজার এক্সপেরিমেন্টগুলোর সমন্বয়েই এই বাক্স। লিখেছেন ইজাজুল হক
কেন এই বাক্স : এই বাক্সে আলোর অধ্যায়কে আরও বেশি শিক্ষণীয় করে তোলা হয়েছে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, নিউটনের বর্ণ চাকতি, মৌলিক রং ইত্যাদিকে তোমাদের মধ্যে আরও সহজ ও আনন্দময় করে তুলবে বিজ্ঞানবাক্সটি। বর্ণ চাকতির মাধ্যমে আমাদের মস্তিষ্কে কোন বস্তুর স্থায়িত্ব কতটুকু তাও এই বাক্সের মাধ্যমে জানতে পারবে। ফিজিক্স বইয়ের আলোর অধ্যায় সম্পর্কে আগেই একটা সহজ ধারণা পাবে তোমরা।
ভেতরে যা আছে : মোটর, ফ্যান, বর্ণ চাকতি, পেরিস্কোপ বক্স, বক্স দিয়ে পেরিস্কোপ বানানোর জন্য রয়েছে দুটি আয়না। বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এই বাক্সের তিনটি এক্সপেরিমেন্ট গেমের মাধ্যমে বিজ্ঞানের চমৎকার ৩টি সূত্র শেখানো হয়েছে। ম্যানুয়াল বইয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ সূত্রগুলো বোধগম্য করে বুঝিয়েও দেওয়া হয়েছে। সূত্রগুলো পরবর্তী সময়ে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে পাবে।
যা করা যায় : পেরিস্কোপের মাধ্যমে দৃষ্টির বাইরের বস্তু দেখা, আলোর প্রতিসরণ ও প্রতিফলন সম্পর্কে জানা, নিউটনের বর্ণ চাকতি, মৌলিক রং দিয়ে বিভিন্ন রং তৈরি করা, নিজের তৈরি করা ফ্যান দিয়ে খেলা ইত্যাদি।
উপকারিতা : এই বাক্স দিয়ে বিজ্ঞানের থিওরিগুলো শেখার পাশাপাশি তোমরা নিজেদের সত্যিকার অর্থেই চৌকস, মেধাবী ও ক্রিয়েটিভ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে। পড়ালেখায় চলে আসবে অ্যাডভেঞ্চারের আমেজ। তাছাড়া সময়গুলো হয়ে উঠবে উপভোগ্য। নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে বাড়বে তোমার ধৈর্য ও মনোযোগ। ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে মুক্তি পাবে।
শেয়ার করুন
ইজাজুল হক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

অন্যরকম বিজ্ঞানবাক্স সিরিজের সর্বশেষ বাক্স ‘মজার পেরিস্কোপ’। আলোর ঝলক ও তড়িৎ তা-ব বাক্স দুটি তোমার কাছে থাকলে তো ভালোই। না থাকলেও এই বাক্সটি তুমি রাখতে পারো। উক্ত দুই বাক্সের মজার এক্সপেরিমেন্টগুলোর সমন্বয়েই এই বাক্স। লিখেছেন ইজাজুল হক
কেন এই বাক্স : এই বাক্সে আলোর অধ্যায়কে আরও বেশি শিক্ষণীয় করে তোলা হয়েছে। আলোর প্রতিফলন, প্রতিসরণ, নিউটনের বর্ণ চাকতি, মৌলিক রং ইত্যাদিকে তোমাদের মধ্যে আরও সহজ ও আনন্দময় করে তুলবে বিজ্ঞানবাক্সটি। বর্ণ চাকতির মাধ্যমে আমাদের মস্তিষ্কে কোন বস্তুর স্থায়িত্ব কতটুকু তাও এই বাক্সের মাধ্যমে জানতে পারবে। ফিজিক্স বইয়ের আলোর অধ্যায় সম্পর্কে আগেই একটা সহজ ধারণা পাবে তোমরা।
ভেতরে যা আছে : মোটর, ফ্যান, বর্ণ চাকতি, পেরিস্কোপ বক্স, বক্স দিয়ে পেরিস্কোপ বানানোর জন্য রয়েছে দুটি আয়না। বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এই বাক্সের তিনটি এক্সপেরিমেন্ট গেমের মাধ্যমে বিজ্ঞানের চমৎকার ৩টি সূত্র শেখানো হয়েছে। ম্যানুয়াল বইয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ সূত্রগুলো বোধগম্য করে বুঝিয়েও দেওয়া হয়েছে। সূত্রগুলো পরবর্তী সময়ে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ে পাবে।
যা করা যায় : পেরিস্কোপের মাধ্যমে দৃষ্টির বাইরের বস্তু দেখা, আলোর প্রতিসরণ ও প্রতিফলন সম্পর্কে জানা, নিউটনের বর্ণ চাকতি, মৌলিক রং দিয়ে বিভিন্ন রং তৈরি করা, নিজের তৈরি করা ফ্যান দিয়ে খেলা ইত্যাদি।
উপকারিতা : এই বাক্স দিয়ে বিজ্ঞানের থিওরিগুলো শেখার পাশাপাশি তোমরা নিজেদের সত্যিকার অর্থেই চৌকস, মেধাবী ও ক্রিয়েটিভ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারবে। পড়ালেখায় চলে আসবে অ্যাডভেঞ্চারের আমেজ। তাছাড়া সময়গুলো হয়ে উঠবে উপভোগ্য। নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে করতে বাড়বে তোমার ধৈর্য ও মনোযোগ। ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে মুক্তি পাবে।