নবম-দশম শ্রেণি : বিজ্ঞান
মোছা. জেলি খাতুন | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
বিষয় : পলিমার
১. নাইলনকে প্রধানত কটি শ্রেণিতে ভাগ করা হয়?
ক. ২টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৩টি
২. নাইলনের স্থিতিস্থাপকতা কখন দ্বিগুণ হয়?
ক. শুকালে খ. ভিজলে
গ. পুড়লে ঘ. কোনোটিই নয়
৩. ফিতার মতো সুতির আঁশে কতটি পাক বা মোচড় থাকে?
ক. ১০০-২৫০টি খ. ১০০-২০০টি
গ. ১০০-৩৫০টি ঘ. ১৫০-২৫০টি
৪. পলিমার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক খ. হিন্দি
গ. সংস্কৃত ঘ. কোনোটিই নয়
৫. নিচের কোনটি প্রাকৃতিক পলিমার?
ক. মেলামাইন খ. রেজিন
গ. বাকেলাইট ঘ. সুতি কাপড়
৬. কৃত্রিম তন্তু কত রকমের?
ক. ২ রকম খ. ৪ রকম গ. ৫ রকম ঘ. ৩ রকম
৭. অতিপ্রয়োজনীয় তন্তু উৎস অনুযায়ী কত রকমের?
ক. ২ রকম খ. ৪ রকম গ. ৫ রকম ঘ. ৩ রকম
৮. নিচের কোনটি কৃত্রিম পলিমার?
ক. পাট খ. সিল্ক গ. রাবার ঘ. পলিথিন
৯. নিচের কোনটি প্রাকৃতিক তন্তুর উদাহরণ?
ক. রেয়ন খ. এসিটেট রেয়ন
গ. তুলা ঘ. ভিসকোস রেয়ন
১০. নিচের কোনটি কৃত্রিম তন্তুর উদাহরণ?
ক. লিলেন খ. রেশম গ. সিল্ক ঘ. ডেক্রন
১১. কত রঙের রেশম পাওয়া যায়?
ক. তিন শতাধিক খ. চার শতাধিক
গ. পাঁচ শতাধিক ঘ. ছয় শতাধিক
১২. তন্তুর রানী কাকে বলা হয়?
ক. সিল্ক খ. উল
গ. রেশম ঘ. কোনোটিই নয়
১৩. কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান তন্তু কোনটি?
ক. পলিস্টার খ. নাইলন গ. রেয়ন ঘ. ডেক্রন
১৪. কৃত্রিম তন্তুর মধ্যে প্রথম তন্তু কোনটি?
ক. পলিস্টার খ. নাইলন গ. রেয়ন ঘ. ডেক্রন
১৫. কার্ডিং ও কম্বিং সুতা কাটার কততম ধাপ?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৬. হেলকিং করলে সুতা কোন বৈশিষ্ট্যের হয়?
ক. সুতা অত্যন্ত সূক্ষ্ম হয় খ. মিহি হয়
গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়
১৭. মোচড় বেশি দিলে সুতা কী ধরনের হয়?
ক. শক্ত হয় খ. নরম হয় গ. মিহি হয় ঘ. সূক্ষ্ম হয়
১৮. চিকন বা মিহি সুতার জন্য কটি কোকুনের নাল একত্রে টানা হয়?
ক. ৫-৭টি খ. ৮-১০টি গ. ৬-৮টি ঘ. ১০-১২টি
১৯. কোন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয়?
ক. সিল্ক খ. উল গ. লিলেন ঘ. কোনোটিই নয়
২০. প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ তন্তুর নাম কী?
ক. পাট খ. লিলেন গ. রেশম ঘ. ক ও খ উভয়ই
উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ
শেয়ার করুন
মোছা. জেলি খাতুন | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

বিষয় : পলিমার
১. নাইলনকে প্রধানত কটি শ্রেণিতে ভাগ করা হয়?
ক. ২টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৩টি
২. নাইলনের স্থিতিস্থাপকতা কখন দ্বিগুণ হয়?
ক. শুকালে খ. ভিজলে
গ. পুড়লে ঘ. কোনোটিই নয়
৩. ফিতার মতো সুতির আঁশে কতটি পাক বা মোচড় থাকে?
ক. ১০০-২৫০টি খ. ১০০-২০০টি
গ. ১০০-৩৫০টি ঘ. ১৫০-২৫০টি
৪. পলিমার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক খ. হিন্দি
গ. সংস্কৃত ঘ. কোনোটিই নয়
৫. নিচের কোনটি প্রাকৃতিক পলিমার?
ক. মেলামাইন খ. রেজিন
গ. বাকেলাইট ঘ. সুতি কাপড়
৬. কৃত্রিম তন্তু কত রকমের?
ক. ২ রকম খ. ৪ রকম গ. ৫ রকম ঘ. ৩ রকম
৭. অতিপ্রয়োজনীয় তন্তু উৎস অনুযায়ী কত রকমের?
ক. ২ রকম খ. ৪ রকম গ. ৫ রকম ঘ. ৩ রকম
৮. নিচের কোনটি কৃত্রিম পলিমার?
ক. পাট খ. সিল্ক গ. রাবার ঘ. পলিথিন
৯. নিচের কোনটি প্রাকৃতিক তন্তুর উদাহরণ?
ক. রেয়ন খ. এসিটেট রেয়ন
গ. তুলা ঘ. ভিসকোস রেয়ন
১০. নিচের কোনটি কৃত্রিম তন্তুর উদাহরণ?
ক. লিলেন খ. রেশম গ. সিল্ক ঘ. ডেক্রন
১১. কত রঙের রেশম পাওয়া যায়?
ক. তিন শতাধিক খ. চার শতাধিক
গ. পাঁচ শতাধিক ঘ. ছয় শতাধিক
১২. তন্তুর রানী কাকে বলা হয়?
ক. সিল্ক খ. উল
গ. রেশম ঘ. কোনোটিই নয়
১৩. কৃত্রিম তন্তুর মধ্যে প্রধান তন্তু কোনটি?
ক. পলিস্টার খ. নাইলন গ. রেয়ন ঘ. ডেক্রন
১৪. কৃত্রিম তন্তুর মধ্যে প্রথম তন্তু কোনটি?
ক. পলিস্টার খ. নাইলন গ. রেয়ন ঘ. ডেক্রন
১৫. কার্ডিং ও কম্বিং সুতা কাটার কততম ধাপ?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৬. হেলকিং করলে সুতা কোন বৈশিষ্ট্যের হয়?
ক. সুতা অত্যন্ত সূক্ষ্ম হয় খ. মিহি হয়
গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়
১৭. মোচড় বেশি দিলে সুতা কী ধরনের হয়?
ক. শক্ত হয় খ. নরম হয় গ. মিহি হয় ঘ. সূক্ষ্ম হয়
১৮. চিকন বা মিহি সুতার জন্য কটি কোকুনের নাল একত্রে টানা হয়?
ক. ৫-৭টি খ. ৮-১০টি গ. ৬-৮টি ঘ. ১০-১২টি
১৯. কোন তন্তুর জন্য বিশেষ ধরনের কম্বিং করা হয়?
ক. সিল্ক খ. উল গ. লিলেন ঘ. কোনোটিই নয়
২০. প্রাকৃতিক প্রাণিজ তন্তুর মধ্যে সবচেয়ে শক্ত ও দীর্ঘ তন্তুর নাম কী?
ক. পাট খ. লিলেন গ. রেশম ঘ. ক ও খ উভয়ই
উত্তর
১. ক ২. খ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ক ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. গ