সাফল্য লাভের সূত্র
বিপুল জামান | ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
সফলতা সবার জীবনে আসে না। পৃথিবীতে যারা সফল হয়েছেন, তাদের সাফল্য লাভের সূত্র জানাচ্ছেন বিপুল জামান
নিরন্তর পরিশ্রম ছাড়া সাফল্যের আর কোনো বিকল্প পথ নেই। আমরা একটু পরিশ্রম করেই মনে করি যথেষ্ট পরিশ্রম হয়েছে কিন্তু এখনো সফলতা লাভ করতে পারছি না কেন? কিন্তু সফলতার জন্য আমাদের চেষ্টা কি আসলেই যথেষ্ট? এটা জানার জন্য প্রজ্ঞাবান সক্রেটিসের একটা দারুণ শিক্ষামূলক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি।
সক্রেটিস গ্রিসের হাটে-বাজারে তরুণদের নানা গল্পচ্ছলে শিক্ষা দিতেন। দিনে দিনে তার প্রজ্ঞার খ্যাতি ছড়িয়ে পড়ল নানা জায়গায়। একবার অনেক দূর থেকে এক যুবক এলো তার কাছে। যুবক সক্রেটিসকে বলল, ‘আমি আমার জীবনের একটি লক্ষ্য ঠিক করেছি। লক্ষ্যপূরণে আমি যথেষ্ট চেষ্টাও করি। কিন্তু আমি সফলতা লাভ করতে পারছি না। আপনার অনেক সুনাম শুনেছি। আমার বিশ্বাস আপনি আমাকে পরামর্শ দিতে পারবেন কীভাবে আমি সফলতা লাভ করতে পারব।’
সক্রেটিস বললেন, ‘আমি তোমাকে পরামর্শ দেব। তবে এখন না। কাল সকালে শহরের বাইরে নদীর পাড়ে এসো। যুবকটি সম্মত হলো।’ পরদিন সকালে সকালে যুবকটি নদীর পাড়ে এসে দেখে সক্রেটিস কোমরপানিতে দাঁড়িয়ে আছেন। সক্রেটিস যুবককে ডাকলেন। যুবক পানিতে নেমে এলে তাকে জিজ্ঞেস করলেন, বলো তোমার সমস্যা কী? যুবক বলল, ‘আমার একটি লক্ষ্য আছে এবং আমি যথেষ্ট পরিশ্রম করি কিন্তু লক্ষ্য অর্জনে সফল হতে পারছি না।’ সক্রেটিস কথাটা শুনলেন, তারপর যুবক কিছু বোঝার আগেই তার মাথা চেপে ধরলেন পানিতে। যুবক শ্বাস নেওয়ার জন্য যতই মাথা উঁচু করতে চায় সক্রেটিস তত তাকে পানিতে চেপে ধরেন। পানির মধ্যে শ্বাস নেওয়ার চেষ্টা করাতে যুবকের নাকে-মুখে পানি ঢুকে যেতে লাগল, তবু সক্রেটিস তাকে ছাড়েন না। এমন অবস্থায় যুবক সব শক্তি দিয়ে সক্রেটিসকে জোরে ধাক্কা দিলে সক্রেটিস তাকে ছেড়ে দিতে বাধ্য হন। যুবক বুক ভরে শ্বাস নেয়, ধাতস্থ হয়। যুবক অবাক চোখে সক্রেটিসের দিকে তাকিয়ে থাকল। সক্রেটিস তাকে বললেন, যখন তুমি পানির নিচে ছিলে তখন তুমি কী চাইছিলে? যুবক উত্তর দিল, একটু বাতাস। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, এর জন্য তুমি কী করলে? যুবক উত্তর দিল, মাথা ওপরে ওঠানোর চেষ্টা করছিলাম। তাতে কি তুমি সফল হলে? না। তাহলে তুমি সফল হলে কীভাবে? যখন আমি সমগ্র ইচ্ছাশক্তি, শারীরিক শক্তি নিয়ে একাগ্র হয়ে বলপ্রয়োগ করলাম তখন আমি পানি থেকে মাথা ওঠাতে পারলাম। বুক ভরে শ্বাস নিতে পারলাম। সক্রেটিস মৃদু হেসে বললেন, জীবনের ক্ষেত্রেও তাই। যুবক সক্রেটিসের কথা বুঝতে পেরেছিল। সে বাড়ি ফিরে একাগ্রচিত্তে সমগ্র শক্তি নিয়ে লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সফলতা লাভ করেছিল।
শিক্ষার্থী বন্ধুরা, আড়াই হাজার বছর ধরে সক্রেটিসের এই শিক্ষা মানুষকে সফলতা অর্জনে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমরা মনে করি আমরা যথেষ্ট পরিশ্রম করছি, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না। আসলে সফল হতে চাই, সেই তীব্র আকুতি যেই তীব্র আকুতি অনুভব করেছিল যুবকটি পানির নিচে একটু বাতাসের জন্য।
শেয়ার করুন
বিপুল জামান | ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

সফলতা সবার জীবনে আসে না। পৃথিবীতে যারা সফল হয়েছেন, তাদের সাফল্য লাভের সূত্র জানাচ্ছেন বিপুল জামান
নিরন্তর পরিশ্রম ছাড়া সাফল্যের আর কোনো বিকল্প পথ নেই। আমরা একটু পরিশ্রম করেই মনে করি যথেষ্ট পরিশ্রম হয়েছে কিন্তু এখনো সফলতা লাভ করতে পারছি না কেন? কিন্তু সফলতার জন্য আমাদের চেষ্টা কি আসলেই যথেষ্ট? এটা জানার জন্য প্রজ্ঞাবান সক্রেটিসের একটা দারুণ শিক্ষামূলক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি।
সক্রেটিস গ্রিসের হাটে-বাজারে তরুণদের নানা গল্পচ্ছলে শিক্ষা দিতেন। দিনে দিনে তার প্রজ্ঞার খ্যাতি ছড়িয়ে পড়ল নানা জায়গায়। একবার অনেক দূর থেকে এক যুবক এলো তার কাছে। যুবক সক্রেটিসকে বলল, ‘আমি আমার জীবনের একটি লক্ষ্য ঠিক করেছি। লক্ষ্যপূরণে আমি যথেষ্ট চেষ্টাও করি। কিন্তু আমি সফলতা লাভ করতে পারছি না। আপনার অনেক সুনাম শুনেছি। আমার বিশ্বাস আপনি আমাকে পরামর্শ দিতে পারবেন কীভাবে আমি সফলতা লাভ করতে পারব।’
সক্রেটিস বললেন, ‘আমি তোমাকে পরামর্শ দেব। তবে এখন না। কাল সকালে শহরের বাইরে নদীর পাড়ে এসো। যুবকটি সম্মত হলো।’ পরদিন সকালে সকালে যুবকটি নদীর পাড়ে এসে দেখে সক্রেটিস কোমরপানিতে দাঁড়িয়ে আছেন। সক্রেটিস যুবককে ডাকলেন। যুবক পানিতে নেমে এলে তাকে জিজ্ঞেস করলেন, বলো তোমার সমস্যা কী? যুবক বলল, ‘আমার একটি লক্ষ্য আছে এবং আমি যথেষ্ট পরিশ্রম করি কিন্তু লক্ষ্য অর্জনে সফল হতে পারছি না।’ সক্রেটিস কথাটা শুনলেন, তারপর যুবক কিছু বোঝার আগেই তার মাথা চেপে ধরলেন পানিতে। যুবক শ্বাস নেওয়ার জন্য যতই মাথা উঁচু করতে চায় সক্রেটিস তত তাকে পানিতে চেপে ধরেন। পানির মধ্যে শ্বাস নেওয়ার চেষ্টা করাতে যুবকের নাকে-মুখে পানি ঢুকে যেতে লাগল, তবু সক্রেটিস তাকে ছাড়েন না। এমন অবস্থায় যুবক সব শক্তি দিয়ে সক্রেটিসকে জোরে ধাক্কা দিলে সক্রেটিস তাকে ছেড়ে দিতে বাধ্য হন। যুবক বুক ভরে শ্বাস নেয়, ধাতস্থ হয়। যুবক অবাক চোখে সক্রেটিসের দিকে তাকিয়ে থাকল। সক্রেটিস তাকে বললেন, যখন তুমি পানির নিচে ছিলে তখন তুমি কী চাইছিলে? যুবক উত্তর দিল, একটু বাতাস। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, এর জন্য তুমি কী করলে? যুবক উত্তর দিল, মাথা ওপরে ওঠানোর চেষ্টা করছিলাম। তাতে কি তুমি সফল হলে? না। তাহলে তুমি সফল হলে কীভাবে? যখন আমি সমগ্র ইচ্ছাশক্তি, শারীরিক শক্তি নিয়ে একাগ্র হয়ে বলপ্রয়োগ করলাম তখন আমি পানি থেকে মাথা ওঠাতে পারলাম। বুক ভরে শ্বাস নিতে পারলাম। সক্রেটিস মৃদু হেসে বললেন, জীবনের ক্ষেত্রেও তাই। যুবক সক্রেটিসের কথা বুঝতে পেরেছিল। সে বাড়ি ফিরে একাগ্রচিত্তে সমগ্র শক্তি নিয়ে লক্ষ্য অর্জনে ঝাঁপিয়ে পড়েছিল এবং সফলতা লাভ করেছিল।
শিক্ষার্থী বন্ধুরা, আড়াই হাজার বছর ধরে সক্রেটিসের এই শিক্ষা মানুষকে সফলতা অর্জনে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমরা মনে করি আমরা যথেষ্ট পরিশ্রম করছি, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না। আসলে সফল হতে চাই, সেই তীব্র আকুতি যেই তীব্র আকুতি অনুভব করেছিল যুবকটি পানির নিচে একটু বাতাসের জন্য।