অষ্টম শ্রেণি : বিজ্ঞান
মো. সামসুজ্জোহা | ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০
অধ্যায়: প্রাণিজগতের শ্রেণিবিভাগ
(গত সংখ্যার পর)
বহুনির্বাচনী
১৯. কোন পর্ব প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. আর্থ্রোপোডা ঘ. কর্ডাটা
২০. প্রজাপতি কোন পর্বের অন্তর্ভুক্ত?
ক. পরিফেরা
খ. নিডারিয়া
গ. আর্থ্রোপোডা
ঘ. কর্ডাটা
২১. পৃথিবীর প্রায় সব পরিবেশে বাস করে-
i. অ্যানিলিডা পর্বের প্রাণী
ii. অ্যার্থ্রােপোডা পর্বের প্রাণী
iii. মলাস্কা পর্বের প্রাণী
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. অ্যান্টেনা থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. নিডারিয়া
খ. আর্থ্রােপোডা
গ. প্লাটিহেলমিনথিস
ঘ. মলাস্কা
২৩. আর্থ্রােপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?
ক. হিমোসিল খ. স্পঞ্জ
গ. পেস্ট ঘ. সিলোম
২৪. পুঞ্জাক্ষি থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৫. চিংড়ি কোন পর্বের প্রাণী?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৬. দেহ শক্ত খোলসে আবৃত কোন পর্বের প্রাণীদের?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৭. একাইনোডারমাটা পর্বের সব প্রাণী কোথায় বাস করে?
ক. নাতিশীতোষ্ণ অঞ্চলে
খ. উষ্ণ অঞ্চলে
গ. সমুদ্রে
ঘ. সমতলে
২৮. কোন পর্বের প্রাণীদের দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. একাইনোডারমাটা
ঘ. মলাস্কা
২৯. মানুষ কোন পর্বের প্রাণী?
ক. কর্ডাটা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
৩০. কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
ক.২ খ. ৩
গ.৪ ঘ. ৫
৩১. কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত?
ক. ভার্টিব্রাটা
খ. ইউরোকর্ডাটা
গ. সেফালোকর্ডাটা
ঘ. অ্যাম্ফিবিয়া
৩২. ইলিশ মাছ-
i. কর্ডাটা পর্বের
ii. ভার্টিব্রাটা উপপর্বের
iii. অসটিকথিস শ্রেণির
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক.৫ খ. ৬
গ.৭ ঘ. ৮
৩৪. কোন শ্রেণির প্রাণীদের ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে?
ক. রেপটাইল খ. অ্যাভিস
গ. অ্যাম্ফিবিয়া ঘ. ম্যামালিয়া
৩৫. কোন স্তন্যপায়ী প্রাণী সন্তান প্রসব করে না?
ক. ইলিশ খ. উটপাখি
গ. পেঙ্গুইন ঘ. প্লাটিপাস
৩৬. ভার্টিব্রাটা উপপর্বের কোন শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক. রেপটাইল খ. অ্যাভিস
গ. অ্যাম্ফিবিয়া ঘ. ম্যামালিয়া
৩৭. বাঘ কোন শ্রেণির প্রাণী?
ক. পক্ষীকুল খ. উভচর
গ. সরীসৃপ ঘ. স্তন্যপায়ী
৩৮. ক্ষতিকর পোকাদের কী বলা হয়?
ক. স্পঞ্জ খ. পেস্ট
গ. জার্ম ঘ. ওয়র্ম
উত্তর
১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ
শেয়ার করুন
মো. সামসুজ্জোহা | ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০

অধ্যায়: প্রাণিজগতের শ্রেণিবিভাগ
(গত সংখ্যার পর)
বহুনির্বাচনী
১৯. কোন পর্ব প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. আর্থ্রোপোডা ঘ. কর্ডাটা
২০. প্রজাপতি কোন পর্বের অন্তর্ভুক্ত?
ক. পরিফেরা
খ. নিডারিয়া
গ. আর্থ্রোপোডা
ঘ. কর্ডাটা
২১. পৃথিবীর প্রায় সব পরিবেশে বাস করে-
i. অ্যানিলিডা পর্বের প্রাণী
ii. অ্যার্থ্রােপোডা পর্বের প্রাণী
iii. মলাস্কা পর্বের প্রাণী
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. অ্যান্টেনা থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. নিডারিয়া
খ. আর্থ্রােপোডা
গ. প্লাটিহেলমিনথিস
ঘ. মলাস্কা
২৩. আর্থ্রােপোডা পর্বের প্রাণীদের দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?
ক. হিমোসিল খ. স্পঞ্জ
গ. পেস্ট ঘ. সিলোম
২৪. পুঞ্জাক্ষি থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৫. চিংড়ি কোন পর্বের প্রাণী?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৬. দেহ শক্ত খোলসে আবৃত কোন পর্বের প্রাণীদের?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
২৭. একাইনোডারমাটা পর্বের সব প্রাণী কোথায় বাস করে?
ক. নাতিশীতোষ্ণ অঞ্চলে
খ. উষ্ণ অঞ্চলে
গ. সমুদ্রে
ঘ. সমতলে
২৮. কোন পর্বের প্রাণীদের দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত?
ক. আর্থ্রােপোডা
খ. প্লাটিহেলমিনথিস
গ. একাইনোডারমাটা
ঘ. মলাস্কা
২৯. মানুষ কোন পর্বের প্রাণী?
ক. কর্ডাটা
খ. প্লাটিহেলমিনথিস
গ. কর্ডাটা
ঘ. মলাস্কা
৩০. কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
ক.২ খ. ৩
গ.৪ ঘ. ৫
৩১. কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত?
ক. ভার্টিব্রাটা
খ. ইউরোকর্ডাটা
গ. সেফালোকর্ডাটা
ঘ. অ্যাম্ফিবিয়া
৩২. ইলিশ মাছ-
i. কর্ডাটা পর্বের
ii. ভার্টিব্রাটা উপপর্বের
iii. অসটিকথিস শ্রেণির
কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক.৫ খ. ৬
গ.৭ ঘ. ৮
৩৪. কোন শ্রেণির প্রাণীদের ফুসফুসের সঙ্গে বায়ুথলি থাকে?
ক. রেপটাইল খ. অ্যাভিস
গ. অ্যাম্ফিবিয়া ঘ. ম্যামালিয়া
৩৫. কোন স্তন্যপায়ী প্রাণী সন্তান প্রসব করে না?
ক. ইলিশ খ. উটপাখি
গ. পেঙ্গুইন ঘ. প্লাটিপাস
৩৬. ভার্টিব্রাটা উপপর্বের কোন শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
ক. রেপটাইল খ. অ্যাভিস
গ. অ্যাম্ফিবিয়া ঘ. ম্যামালিয়া
৩৭. বাঘ কোন শ্রেণির প্রাণী?
ক. পক্ষীকুল খ. উভচর
গ. সরীসৃপ ঘ. স্তন্যপায়ী
৩৮. ক্ষতিকর পোকাদের কী বলা হয়?
ক. স্পঞ্জ খ. পেস্ট
গ. জার্ম ঘ. ওয়র্ম
উত্তর
১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. গ ৩৪. খ ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. খ