নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
মুহাম্মদ আরিফুর রহমান | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০
চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী
১. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ii. সুদাসলের ওপর সুদ ধার্য করার প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. জনাব তারিক ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
ক. ২,৮৬৪ টাকা (প্রায়) খ. ২,৯৮১ টাকা (প্রায়)
গ. ৩,১২৫ টাকা (প্রায়) ঘ. ৩,৩২৮ টাকা (প্রায়)
৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায়, তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. ঝুঁকি পরিমাপের কারণে ঘ. অর্থের সময়মূল্যের কারণে
৪. সরল সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয়
ক. আসলের ওপর খ. সুদের ওপর
গ. সুদাসলের ওপর ঘ. বাট্টার ওপর
৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন
i. বর্তমান মূল্য ii. সুদের হার iii. সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
ক. কিস্তি পরিশোধের ক্ষমতা খ. অর্থ বিনিয়োগের ক্ষমতা
গ. সুদের হার ঘ. সুদের পরিমাণ
৭. প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন খ. প্রকল্প বাছাই গ. প্রকল্প নির্বাচন ঘ. বাজেটিং
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশের কাছে ‘আলোর পথে সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি পলাশ ১০০ টাকা রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
৮. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?
ক. ১০ টাকা খ. ১১০ টাকা গ. ১২০ টাকা ঘ. ২০০ টাকা
৯. পলাশের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ২ টাকা গ. ১১০ টাকা ঘ. ১২০ টাকা
১০. ঊঅজ-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Effective Actual Annuity
খ. Effective Annual Annuity
গ. Effective Annual Rate
ঘ. Effective Average Rate
১১. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্য নির্ধারণের ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
১২. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ii. সুদাসলের ওপর সুদ ধার্য করা
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. অর্থের সময়মূল্যের কারণে ঘ. ঝুঁকি পরিমাপের কারণে
১৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
ক. সুযোগ ব্যয় খ. চলতি ব্যয় গ. প্রকল্প মূল্যায়ন ঘ. স্থায়ী ব্যয়
১৫. শুধু আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকে বলে
ক. মোট সুদ খ. নিট সুদ গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
১৬. মি. সুজয় জানতে চায় যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত সুদের হার কত?
ক. ১০% খ. ১০.২৫% গ. ১০.৩৮% ঘ. ১০.৭২%
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ
৭
নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
মুহাম্মদ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী
১. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
র. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
রর. সুদাসলের ওপর সুদ ধার্য করার প্রক্রিয়া
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. জনাব তারিক ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
ক. ২,৮৬৪ টাকা (প্রায়) খ. ২,৯৮১ টাকা (প্রায়)
গ. ৩,১২৫ টাকা (প্রায়) ঘ. ৩,৩২৮ টাকা (প্রায়)
৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায়, তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. ঝুঁকি পরিমাপের কারণে ঘ. অর্থের সময়মূল্যের কারণে
৪. সরল সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয়
ক. আসলের ওপর খ. সুদের ওপর
গ. সুদাসলের ওপর ঘ. বাট্টার ওপর
৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন
র. বর্তমান মূল্য রর. সুদের হার ররর. সময়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
ক. কিস্তি পরিশোধের ক্ষমতা খ. অর্থ বিনিয়োগের ক্ষমতা
গ. সুদের হার ঘ. সুদের পরিমাণ
৭. প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন খ. প্রকল্প বাছাই গ. প্রকল্প নির্বাচন ঘ. বাজেটিং
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশের কাছে ‘আলোর পথে সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি পলাশ ১০০ টাকা রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
৮. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?
ক. ১০ টাকা খ. ১১০ টাকা গ. ১২০ টাকা ঘ. ২০০ টাকা
৯. পলাশের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ২ টাকা গ. ১১০ টাকা ঘ. ১২০ টাকা
১০. ঊঅজ-এর পূর্ণ রূপ কোনটি?
ক. ঊভভবপঃরাব অপঃঁধষ অহহঁরঃু
খ. ঊভভবপঃরাব অহহঁধষ অহহঁরঃু
গ. ঊভভবপঃরাব অহহঁধষ জধঃব
ঘ. ঊভভবপঃরাব আবৎধমব জধঃব
১১. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্য নির্ধারণের ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
১২. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
র. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
রর. সুদাসলের ওপর সুদ ধার্য করা
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. অর্থের সময়মূল্যের কারণে ঘ. ঝুঁকি পরিমাপের কারণে
১৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
ক. সুযোগ ব্যয় খ. চলতি ব্যয় গ. প্রকল্প মূল্যায়ন ঘ. স্থায়ী ব্যয়
১৫. শুধু আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকে বলে
ক. মোট সুদ খ. নিট সুদ গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
১৬. মি. সুজয় জানতে চায় যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত সুদের হার কত?
ক. ১০% খ. ১০.২৫% গ. ১০.৩৮% ঘ. ১০.৭২%
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ
শেয়ার করুন
মুহাম্মদ আরিফুর রহমান | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০

চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী
১. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ii. সুদাসলের ওপর সুদ ধার্য করার প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. জনাব তারিক ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
ক. ২,৮৬৪ টাকা (প্রায়) খ. ২,৯৮১ টাকা (প্রায়)
গ. ৩,১২৫ টাকা (প্রায়) ঘ. ৩,৩২৮ টাকা (প্রায়)
৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায়, তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. ঝুঁকি পরিমাপের কারণে ঘ. অর্থের সময়মূল্যের কারণে
৪. সরল সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয়
ক. আসলের ওপর খ. সুদের ওপর
গ. সুদাসলের ওপর ঘ. বাট্টার ওপর
৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন
i. বর্তমান মূল্য ii. সুদের হার iii. সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
ক. কিস্তি পরিশোধের ক্ষমতা খ. অর্থ বিনিয়োগের ক্ষমতা
গ. সুদের হার ঘ. সুদের পরিমাণ
৭. প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন খ. প্রকল্প বাছাই গ. প্রকল্প নির্বাচন ঘ. বাজেটিং
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশের কাছে ‘আলোর পথে সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি পলাশ ১০০ টাকা রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
৮. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?
ক. ১০ টাকা খ. ১১০ টাকা গ. ১২০ টাকা ঘ. ২০০ টাকা
৯. পলাশের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ২ টাকা গ. ১১০ টাকা ঘ. ১২০ টাকা
১০. ঊঅজ-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Effective Actual Annuity
খ. Effective Annual Annuity
গ. Effective Annual Rate
ঘ. Effective Average Rate
১১. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্য নির্ধারণের ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
১২. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
ii. সুদাসলের ওপর সুদ ধার্য করা
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. অর্থের সময়মূল্যের কারণে ঘ. ঝুঁকি পরিমাপের কারণে
১৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
ক. সুযোগ ব্যয় খ. চলতি ব্যয় গ. প্রকল্প মূল্যায়ন ঘ. স্থায়ী ব্যয়
১৫. শুধু আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকে বলে
ক. মোট সুদ খ. নিট সুদ গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
১৬. মি. সুজয় জানতে চায় যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত সুদের হার কত?
ক. ১০% খ. ১০.২৫% গ. ১০.৩৮% ঘ. ১০.৭২%
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ
৭
নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
মুহাম্মদ আরিফুর রহমান, সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা চতুর্থ অধ্যায় : অর্থের সময়মূল্য
বহুনির্বাচনী
১. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
র. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
রর. সুদাসলের ওপর সুদ ধার্য করার প্রক্রিয়া
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. জনাব তারিক ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
ক. ২,৮৬৪ টাকা (প্রায়) খ. ২,৯৮১ টাকা (প্রায়)
গ. ৩,১২৫ টাকা (প্রায়) ঘ. ৩,৩২৮ টাকা (প্রায়)
৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায়, তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. ঝুঁকি পরিমাপের কারণে ঘ. অর্থের সময়মূল্যের কারণে
৪. সরল সুদের ক্ষেত্রে সুদ গণনা করা হয়
ক. আসলের ওপর খ. সুদের ওপর
গ. সুদাসলের ওপর ঘ. বাট্টার ওপর
৫. ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের জন্য প্রয়োজন
র. বর্তমান মূল্য রর. সুদের হার ররর. সময়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়?
ক. কিস্তি পরিশোধের ক্ষমতা খ. অর্থ বিনিয়োগের ক্ষমতা
গ. সুদের হার ঘ. সুদের পরিমাণ
৭. প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যৎ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন খ. প্রকল্প বাছাই গ. প্রকল্প নির্বাচন ঘ. বাজেটিং
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
পলাশের কাছে ‘আলোর পথে সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি পলাশ ১০০ টাকা রাখে তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
৮. ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য কত হবে?
ক. ১০ টাকা খ. ১১০ টাকা গ. ১২০ টাকা ঘ. ২০০ টাকা
৯. পলাশের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ২ টাকা গ. ১১০ টাকা ঘ. ১২০ টাকা
১০. ঊঅজ-এর পূর্ণ রূপ কোনটি?
ক. ঊভভবপঃরাব অপঃঁধষ অহহঁরঃু
খ. ঊভভবপঃরাব অহহঁধষ অহহঁরঃু
গ. ঊভভবপঃরাব অহহঁধষ জধঃব
ঘ. ঊভভবপঃরাব আবৎধমব জধঃব
১১. অর্থের সময়মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কীসের পরিমাণ নির্ধারণ করা যায়?
ক. প্রকৃত অর্থের খ. সুযোগ ব্যয়ের
গ. মূল্য নির্ধারণের ঘ. প্রকল্প মূল্যায়ন ব্যয়ের
১২. চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া বলতে বোঝায়
র. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ প্রক্রিয়া
রর. সুদাসলের ওপর সুদ ধার্য করা
ররর. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় তার বর্তমান মূল্য তত কম হয় কেন?
ক. লভ্যাংশ নীতির কারণে খ. গড় মূলধনী ব্যয়ের কারণে
গ. অর্থের সময়মূল্যের কারণে ঘ. ঝুঁকি পরিমাপের কারণে
১৪. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে?
ক. সুযোগ ব্যয় খ. চলতি ব্যয় গ. প্রকল্প মূল্যায়ন ঘ. স্থায়ী ব্যয়
১৫. শুধু আসলের ওপর যে সুদ গণনা করা হয় তাকে বলে
ক. মোট সুদ খ. নিট সুদ গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
১৬. মি. সুজয় জানতে চায় যদি বার্ষিক সুদের হার ১০% হয় তবে ত্রৈমাসিক ভিত্তিতে প্রকৃত সুদের হার কত?
ক. ১০% খ. ১০.২৫% গ. ১০.৩৮% ঘ. ১০.৭২%
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. গ