অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
সুধীর বরণ মাঝি | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০
চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী
১. মা ও শিশুর জীবন নিরাপদ রাখার জন্য গর্ভবতী মাকে যা করতে হবে
i. চলাফেরায় সাবধানতা অবলম্বন করা
ii. প্রচুর পানি ও পুষ্টিকর খাদ্য গ্রহণ
iii. ভারী কোনো কিছু না ওঠানো বা না নামানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা দেহের চাহিদার তুলনায় কম খাবার খেলে
ক. সৌন্দর্য বৃদ্ধি পায়
খ. দেহের সুষ্ঠু বিকাশ বাধাপ্রাপ্ত হয়
গ. মানসিক বিকাশ ঘটে
ঘ. অসুস্থতা এড়াতে পারে
৩. সুস্থ থাকার পূর্বশর্ত কী?
ক. স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান
খ. স্বাস্থ্য সংক্রান্ত বই পড়া
গ. শিক্ষকদের পরামর্শ নেওয়া
ঘ. অতিরিক্ত খাবার খাওয়া
৪. বয়সের ভিত্তিতে মানুষের জীবনের স্তর কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৫. গ্রীষ্ম প্রধান অঞ্চলে মেয়েদের শারীরিক সক্ষমতা শুরু কত বছর বয়সে?
ক. ৯-১২ খ. ১০-১৫ গ. ১২-১৫ ঘ. ১৫-২০
৬. নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কী থাকা জরুরি?
ক. যৌগিক জ্ঞান খ. বৃহৎ জ্ঞান
গ. মৌলিক জ্ঞান ঘ. সাধারণ জ্ঞান
রূপন্তি অষ্টম শ্রেণির ছাত্রী। সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। স্বাভাবিক কাজকর্ম, পড়ালেখা, খাওয়া-দাওয়া সবকিছুতেই সে অন্যমনস্ক। তাকে দেখে মনে হয় সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবছে।
উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৭. বয়স অনুসারে রূপন্তি কোনকাল অতিক্রম করছে?
ক. বয়ঃসন্ধিকাল খ. শৈশবকাল
গ. বাল্যকাল ঘ. যৌবনকাল
৮. এ সময় রূপন্তি
i. আবেগ দ্বারা পরিচালিত হতে পারে
ii. পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে
iii. কোন বিষয়ের প্রতি কৌতূহলী হয়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কৈশোরে ছেলে-মেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়
i. ভয় ii. আবেগ iii. কৌতূহল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোন সময় সন্তান জন্মদানে প্রয়োজনীয় অঙ্গের গঠন ও বিকাশ ঘটে?
ক. শৈশবে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. বৃদ্ধকালে
১১. প্রজনন স্বাস্থ্য শুধু মেয়েরাই জানবে। এটা কীরূপ ধারণা?
ক. সঠিক ধারণা খ. ভুল ধারণা
গ. আনুমানিক ধারণা ঘ. বৈজ্ঞানিক ধারণা
১২. প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা প্রয়োজন
ক. ছেলেদের
খ. মেয়েদের
গ. বয়ঃসন্ধিকালের ছেলে-মেয়েদের
ঘ. প্রবীণদের
১৩. আমাদের দেশে প্রতি বছর সন্তান জন্মদানকালীন অনেক মায়ের মৃত্যু হয়
i. বাল্য বিবাহ ii. দারিদ্র
iii. অল্প বয়সে সন্তান ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. মা ও শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হয় কখন?
ক. খাদ্যের অভাবে খ. মা অশিক্ষিত হলে
গ. ঘনঘন সন্তান নিলে ঘ. প্রৌঢ়ত্বে
১৫. ছেলে-মেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুষম বিকাশ হয় কখন?
ক. শৈশবে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. প্রৌঢ়ত্বে
১৬. কোন ক্ষেত্রে পুরো সময় ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়?
ক. গর্ভধারণ খ. ব্যায়াম
গ. খেলাধুলা ঘ. পড়ালেখা
১৭. অপরিণত বয়সে গর্ভধারণে স্বাস্থ্যগত সৃষ্ট সমস্যা হলো
i. শরীরে পানি আসা ii. প্রচ- মাথাব্যথা
iii. গর্ভাবস্থায় রক্তক্ষরণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. কীভাবে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা যায়?
ক. অধিক খাদ্য গ্রহণ
খ. সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
গ. টিকা দিয়ে
ঘ. পরিণত বয়সে বিয়ে
১৯. অপরিণত বয়সে গর্ভধারণকে নিরুৎসাহিত করা যায়
i. সেমিনারের মাধ্যমে ii. ওয়ার্কশপের মাধ্যমে
iii. নিজ প্রচারণায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক
শেয়ার করুন
সুধীর বরণ মাঝি | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০

চতুর্থ অধ্যায় : আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য
বহুনির্বাচনী
১. মা ও শিশুর জীবন নিরাপদ রাখার জন্য গর্ভবতী মাকে যা করতে হবে
i. চলাফেরায় সাবধানতা অবলম্বন করা
ii. প্রচুর পানি ও পুষ্টিকর খাদ্য গ্রহণ
iii. ভারী কোনো কিছু না ওঠানো বা না নামানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. বয়ঃসন্ধিকালে ছেলে-মেয়েরা দেহের চাহিদার তুলনায় কম খাবার খেলে
ক. সৌন্দর্য বৃদ্ধি পায়
খ. দেহের সুষ্ঠু বিকাশ বাধাপ্রাপ্ত হয়
গ. মানসিক বিকাশ ঘটে
ঘ. অসুস্থতা এড়াতে পারে
৩. সুস্থ থাকার পূর্বশর্ত কী?
ক. স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান
খ. স্বাস্থ্য সংক্রান্ত বই পড়া
গ. শিক্ষকদের পরামর্শ নেওয়া
ঘ. অতিরিক্ত খাবার খাওয়া
৪. বয়সের ভিত্তিতে মানুষের জীবনের স্তর কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৫. গ্রীষ্ম প্রধান অঞ্চলে মেয়েদের শারীরিক সক্ষমতা শুরু কত বছর বয়সে?
ক. ৯-১২ খ. ১০-১৫ গ. ১২-১৫ ঘ. ১৫-২০
৬. নিরাপদ ও উন্নত জীবনযাপনের জন্য প্রত্যেকেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কী থাকা জরুরি?
ক. যৌগিক জ্ঞান খ. বৃহৎ জ্ঞান
গ. মৌলিক জ্ঞান ঘ. সাধারণ জ্ঞান
রূপন্তি অষ্টম শ্রেণির ছাত্রী। সারাদিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে। স্বাভাবিক কাজকর্ম, পড়ালেখা, খাওয়া-দাওয়া সবকিছুতেই সে অন্যমনস্ক। তাকে দেখে মনে হয় সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবছে।
উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৭. বয়স অনুসারে রূপন্তি কোনকাল অতিক্রম করছে?
ক. বয়ঃসন্ধিকাল খ. শৈশবকাল
গ. বাল্যকাল ঘ. যৌবনকাল
৮. এ সময় রূপন্তি
i. আবেগ দ্বারা পরিচালিত হতে পারে
ii. পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারে
iii. কোন বিষয়ের প্রতি কৌতূহলী হয়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কৈশোরে ছেলে-মেয়েদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়
i. ভয় ii. আবেগ iii. কৌতূহল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. কোন সময় সন্তান জন্মদানে প্রয়োজনীয় অঙ্গের গঠন ও বিকাশ ঘটে?
ক. শৈশবে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. বৃদ্ধকালে
১১. প্রজনন স্বাস্থ্য শুধু মেয়েরাই জানবে। এটা কীরূপ ধারণা?
ক. সঠিক ধারণা খ. ভুল ধারণা
গ. আনুমানিক ধারণা ঘ. বৈজ্ঞানিক ধারণা
১২. প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানা প্রয়োজন
ক. ছেলেদের
খ. মেয়েদের
গ. বয়ঃসন্ধিকালের ছেলে-মেয়েদের
ঘ. প্রবীণদের
১৩. আমাদের দেশে প্রতি বছর সন্তান জন্মদানকালীন অনেক মায়ের মৃত্যু হয়
i. বাল্য বিবাহ ii. দারিদ্র
iii. অল্প বয়সে সন্তান ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. মা ও শিশুর জীবন ঝুঁকির সম্মুখীন হয় কখন?
ক. খাদ্যের অভাবে খ. মা অশিক্ষিত হলে
গ. ঘনঘন সন্তান নিলে ঘ. প্রৌঢ়ত্বে
১৫. ছেলে-মেয়েদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সুষম বিকাশ হয় কখন?
ক. শৈশবে খ. যৌবনে
গ. বয়ঃসন্ধিকালে ঘ. প্রৌঢ়ত্বে
১৬. কোন ক্ষেত্রে পুরো সময় ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়?
ক. গর্ভধারণ খ. ব্যায়াম
গ. খেলাধুলা ঘ. পড়ালেখা
১৭. অপরিণত বয়সে গর্ভধারণে স্বাস্থ্যগত সৃষ্ট সমস্যা হলো
i. শরীরে পানি আসা ii. প্রচ- মাথাব্যথা
iii. গর্ভাবস্থায় রক্তক্ষরণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. কীভাবে মা ও শিশু মৃত্যুর হার হ্রাস করা যায়?
ক. অধিক খাদ্য গ্রহণ
খ. সচেতনতা বৃদ্ধির মাধ্যমে
গ. টিকা দিয়ে
ঘ. পরিণত বয়সে বিয়ে
১৯. অপরিণত বয়সে গর্ভধারণকে নিরুৎসাহিত করা যায়
i. সেমিনারের মাধ্যমে ii. ওয়ার্কশপের মাধ্যমে
iii. নিজ প্রচারণায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ঘ, ৯. ঘ, ১০. খ, ১১. খ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক