নবম-দশম শ্রেণি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সুধীর বরণ মাঝি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. গৌড়ের নাম ‘জান্নাতবাদ’ রাখেন কে?
ক. শেরশাহ খ. হুমায়ুন
গ. জাহাঙ্গীর ঘ. আকবর
২. বারো ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল
i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী হস্তান্তর
iii. অশ্বারোহী বাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘হাজীর হাট’ অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের বসবাস। তিনি নিজে মুসলিম হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এই আচরণের ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।
৩. মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে?
ক. আলাউদ্দীন হুসেন শাহ
খ. সিকান্দার শাহ
গ. গিয়াসউদ্দীন আজম শাহ
ঘ. আলাউদ্দীন ফিরোজ শাহ
৪. উক্ত সুলতানের কর্মকা-ের ফলে
i. বাংলা সাহিত্যচর্চা নতুন গতি পায়
ii. অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে
iii. দক্ষতার সঙ্গে শাসনকার্য পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বখতিয়ার খিলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?
ক. যুদ্ধ জয় করার জন্য
খ. শত্রুদের আক্রমণ করার জন্য
গ. রাজ্য রক্ষার জন্য
ঘ. আত্মরক্ষার জন্য
৬. সন্ধির সব শর্ত মেনে নেন কে?
ক. সুলতান ইওয়াজ খলজি
খ. খলিফা আল-মামুন
গ. শিরন খলজি
ঘ. খলিফা আলনাসের
৭. ‘মামলুক’ কথাটি কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. নার্সদের খ. শ্রমিকদের
গ. কৃষকদের ঘ. দাসদের
৮. ফকরুদ্দীনের পুত্রের নাম কী?
ক. গাজী মুবারক খ. গাজী শাহ
গ. নাসির উদ্দীন ঘ. ফতেহ শাহ
৯. কঠোর শাসক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
ক. আলী মর্দান খলজি খ. শিরন খলজি
গ. বখতিয়ার খলজি ঘ. হুসামউদ্দিন খলজি
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সীমান্ত সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক কয়েকটি জাহাজ ঘুরে দেখে এবং তা দেখে মধ্যযুগীয় এক খলজি শাসকের কথা মনে পড়ে।
১০. সীমান্তের কোন খলজি শাসকের কথা মনে পড়ে?
ক. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি খ. বখতিয়ার খলজি
গ. শিরন খলজি ঘ. আলী মর্দান খলজি
১১. উক্ত শাসকের নীতি ছিল
i. রাজ্য সম্প্রসারণ
ii. রাজ্যের নিরাপত্তা
iii. ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে বলেন কে?
i. প-িত
ii. দৈবজ্ঞ
iii. প-িতরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. বরবক শাহ খ. ইলিয়াস শাহ
গ. গাজী শাহ ঘ. বাহরাম খান
১৪. শাসক হিসেবে ইলিয়াস শাহ কেমন ছিলেন?
ক. অযোগ্য খ. অদক্ষ
গ. জ্ঞানী ঘ. বিচক্ষণ ও জনপ্রিয়
১৫. বাংলার শেষ আফগান শাসক হিসেবে ছিলেন
ক. দাউদ কররানী খ. লোদী কররানী
গ. সুলায়মান কররানী ঘ. তাজখান কররানী
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক
শেয়ার করুন
সুধীর বরণ মাঝি | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. গৌড়ের নাম ‘জান্নাতবাদ’ রাখেন কে?
ক. শেরশাহ খ. হুমায়ুন
গ. জাহাঙ্গীর ঘ. আকবর
২. বারো ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল
i. শক্তিশালী নৌ-বহর গড়ে তোলা
ii. রাজমহল থেকে ঢাকায় রাজধানী হস্তান্তর
iii. অশ্বারোহী বাহিনী গঠন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘হাজীর হাট’ অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের বসবাস। তিনি নিজে মুসলিম হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এই আচরণের ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।
৩. মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে?
ক. আলাউদ্দীন হুসেন শাহ
খ. সিকান্দার শাহ
গ. গিয়াসউদ্দীন আজম শাহ
ঘ. আলাউদ্দীন ফিরোজ শাহ
৪. উক্ত সুলতানের কর্মকা-ের ফলে
i. বাংলা সাহিত্যচর্চা নতুন গতি পায়
ii. অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে
iii. দক্ষতার সঙ্গে শাসনকার্য পরিচালিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বখতিয়ার খিলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?
ক. যুদ্ধ জয় করার জন্য
খ. শত্রুদের আক্রমণ করার জন্য
গ. রাজ্য রক্ষার জন্য
ঘ. আত্মরক্ষার জন্য
৬. সন্ধির সব শর্ত মেনে নেন কে?
ক. সুলতান ইওয়াজ খলজি
খ. খলিফা আল-মামুন
গ. শিরন খলজি
ঘ. খলিফা আলনাসের
৭. ‘মামলুক’ কথাটি কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. নার্সদের খ. শ্রমিকদের
গ. কৃষকদের ঘ. দাসদের
৮. ফকরুদ্দীনের পুত্রের নাম কী?
ক. গাজী মুবারক খ. গাজী শাহ
গ. নাসির উদ্দীন ঘ. ফতেহ শাহ
৯. কঠোর শাসক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?
ক. আলী মর্দান খলজি খ. শিরন খলজি
গ. বখতিয়ার খলজি ঘ. হুসামউদ্দিন খলজি
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সীমান্ত সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক কয়েকটি জাহাজ ঘুরে দেখে এবং তা দেখে মধ্যযুগীয় এক খলজি শাসকের কথা মনে পড়ে।
১০. সীমান্তের কোন খলজি শাসকের কথা মনে পড়ে?
ক. গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি খ. বখতিয়ার খলজি
গ. শিরন খলজি ঘ. আলী মর্দান খলজি
১১. উক্ত শাসকের নীতি ছিল
i. রাজ্য সম্প্রসারণ
ii. রাজ্যের নিরাপত্তা
iii. ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. লক্ষণ সেনকে রাজধানী ত্যাগ করতে বলেন কে?
i. প-িত
ii. দৈবজ্ঞ
iii. প-িতরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. বরবক শাহ খ. ইলিয়াস শাহ
গ. গাজী শাহ ঘ. বাহরাম খান
১৪. শাসক হিসেবে ইলিয়াস শাহ কেমন ছিলেন?
ক. অযোগ্য খ. অদক্ষ
গ. জ্ঞানী ঘ. বিচক্ষণ ও জনপ্রিয়
১৫. বাংলার শেষ আফগান শাসক হিসেবে ছিলেন
ক. দাউদ কররানী খ. লোদী কররানী
গ. সুলায়মান কররানী ঘ. তাজখান কররানী
উত্তর
১. খ, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ক