ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোজাম্মেল হক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনী
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শান্ত একদিন তার কম্পিউটারে বসে কাজ করছিল। এমন সময় তার খালাতো ভাই রিংকু রুমে এলো। সে শান্তকে বলল, তারও কম্পিউটার চালানোর খুব শখ। কিন্তু বাবা বলে, ছোটদের কম্পিউটার চালাতে হয় না। শান্ত তখন বলল, কথাটি ঠিক নয়। সে চাইলে কম্পিউটার শিখতে পারে ও চালাতে পারে কিন্তু তাকে অবশ্যই দুটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে।
১. রিংকুও কম্পিউটার চালাতে পারবে কারণ হলো
ক. সে একজন ইঞ্জিনিয়ার
খ. সে একজন কম্পিউটার প্রশিক্ষক
গ. কম্পিউটার সব বয়সের মানুষের জন্য ঝুঁকি মুক্তভাবে তৈরি করা হয়
ঘ. কম্পিউটার ছোটদের জন্যই তৈরি হয়
২. শান্ত যে দুটি বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছে
র. মাউসের ব্যবহার রর. বৈদ্যুতিক সংযোগ
ররর. প্রসেসর ঠা-া রাখা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বীনা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে কম্পিউটার পরিষ্কার করে। কিন্তু গ্লাস ক্লিনার শেষ হয়ে যাওয়াতে গত কয়েকদিন সে কম্পিউটার পরিষ্কার করতে পারছে না।
৩. বীনার যন্ত্রটি পরিষ্কার করতে সবচেয়ে সহজ ও নিরাপদ জিনিসটি কী?
ক. পানি খ. নরম সুতি কাপড়
গ. কটন বাট ঘ. সাবান
৪. বীনা উল্লিখিত পরিষ্কারের বিকল্প হিসেবে যা যা ব্যবহার করতে পারে
র. কটন বাড রর. পানি ররর. ভিনেগার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রোকন একদিন কম্পিউটারে লেখা কিছু ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পেনড্রাইভে করে কাছের একটি দোকানে যায়। সেখানে গিয়ে সে প্রিন্ট করায়। বাসায় আসার পর যখন সে পেনড্রাইভটি আবার তার কম্পিউটারে প্রবেশ করায় তখন দেখতে পায় কিছুক্ষণ পর তার কম্পিউটারটি কাজ করছে না।
৫. রোকনের কম্পিউটারটি কাজ না করার কারণ কী?
ক. অ্যান্টিভাইরাস খ. প্রাকৃতিক ভাইরাস
গ. ধুলোবালি ঘ. কম্পিউটার ভাইরাস
৬. রোকন ভবিষ্যতে এ ধরনের সমস্যা পড়তে না চাইলে
র. অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে
রর. সতর্ক থাকতে হবে
ররর. পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. গ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ক
শেয়ার করুন
মোজাম্মেল হক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনী
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
শান্ত একদিন তার কম্পিউটারে বসে কাজ করছিল। এমন সময় তার খালাতো ভাই রিংকু রুমে এলো। সে শান্তকে বলল, তারও কম্পিউটার চালানোর খুব শখ। কিন্তু বাবা বলে, ছোটদের কম্পিউটার চালাতে হয় না। শান্ত তখন বলল, কথাটি ঠিক নয়। সে চাইলে কম্পিউটার শিখতে পারে ও চালাতে পারে কিন্তু তাকে অবশ্যই দুটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে।
১. রিংকুও কম্পিউটার চালাতে পারবে কারণ হলো
ক. সে একজন ইঞ্জিনিয়ার
খ. সে একজন কম্পিউটার প্রশিক্ষক
গ. কম্পিউটার সব বয়সের মানুষের জন্য ঝুঁকি মুক্তভাবে তৈরি করা হয়
ঘ. কম্পিউটার ছোটদের জন্যই তৈরি হয়
২. শান্ত যে দুটি বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছে
র. মাউসের ব্যবহার রর. বৈদ্যুতিক সংযোগ
ররর. প্রসেসর ঠা-া রাখা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বীনা সবসময় গ্লাস ক্লিনার দিয়ে কম্পিউটার পরিষ্কার করে। কিন্তু গ্লাস ক্লিনার শেষ হয়ে যাওয়াতে গত কয়েকদিন সে কম্পিউটার পরিষ্কার করতে পারছে না।
৩. বীনার যন্ত্রটি পরিষ্কার করতে সবচেয়ে সহজ ও নিরাপদ জিনিসটি কী?
ক. পানি খ. নরম সুতি কাপড়
গ. কটন বাট ঘ. সাবান
৪. বীনা উল্লিখিত পরিষ্কারের বিকল্প হিসেবে যা যা ব্যবহার করতে পারে
র. কটন বাড রর. পানি ররর. ভিনেগার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রোকন একদিন কম্পিউটারে লেখা কিছু ডকুমেন্ট প্রিন্ট করার জন্য পেনড্রাইভে করে কাছের একটি দোকানে যায়। সেখানে গিয়ে সে প্রিন্ট করায়। বাসায় আসার পর যখন সে পেনড্রাইভটি আবার তার কম্পিউটারে প্রবেশ করায় তখন দেখতে পায় কিছুক্ষণ পর তার কম্পিউটারটি কাজ করছে না।
৫. রোকনের কম্পিউটারটি কাজ না করার কারণ কী?
ক. অ্যান্টিভাইরাস খ. প্রাকৃতিক ভাইরাস
গ. ধুলোবালি ঘ. কম্পিউটার ভাইরাস
৬. রোকন ভবিষ্যতে এ ধরনের সমস্যা পড়তে না চাইলে
র. অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে
রর. সতর্ক থাকতে হবে
ররর. পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. গ, ২. গ, ৩. খ, ৪. গ, ৫. ঘ, ৬. ক