অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য
সুধীর বরণমাঝি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
পঞ্চম অধ্যায় : জীবনের জন্য খেলাধুলা
বহুনির্বাচনী
১. কীসের নামানুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ করা হয়?
ক. গ্রামের নাম খ. শহরের নাম
গ. ডিউকের নাম ঘ. ফলের নাম
২. ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম হয়?
ক. ২২ পয়েন্ট
খ. ২১ পয়েন্ট
গ. ২৩ পয়েন্ট
ঘ. ২৫ পয়েন্ট
৩. কত সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত করা হয়?
ক. ১৮০৫ সালে খ. ১৯১০ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯২১ সালে
৪. প্রথম কত সালে কোথায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?
ক. ১৮৭০ সালে জাপানে
খ. ১৮৮০ সালে চীনে
গ. ১৮৯০ সালে ইতালিতে
ঘ. ১৮৭০ সালে ভারতে
৫. ব্যাডমিন্টন খেলার মৌলিক কৌশল কয়টি?
ক. ৮টি খ. ৭টি
গ. ৯টি ঘ. ১০টি
৬. মন ও শরীর গঠনের অন্যতম উৎস হলো-
ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা
খ. সাঁতার শেখা
গ. খেলাধুলা করা
ঘ. গান করা
৭. ব্যাডমিন্টন খেলার জনক কে?
ক. এডিডাস খ. মার্ক লুই
গ. রোমারিও ঘ. বো-ফোটের ডিউক
৮. I.B.Fকত সালে গঠিত হয়?
ক. ১৯৫৯ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৬২ সালে
৯. প্রতিযোগিতামূলক বাস্কেট বল খেলা শুরু হয়-
ক. ১৮৯২ সালে খ. ১৮৯৩ সালে
গ. ১৮৯৪ সালে ঘ. ১৮৯৫ সালে
১০. কোন অলিম্পিকে বাস্কেট বল খেলা অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯২৮ সালের প্যারিস অলিম্পিক
খ. ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক
গ. ১৯০৮ সালের এথেন্স অলিম্পিক
ঘ. ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক
১১. বাস্কেট বল খেলার জনক কে?
ক. ড. জেমস নেইল স্মিথ
খ. ড. জন হেনরি
গ. গার্ড মুলার
ঘ. বেকহ্যাম
১২. বাস্কেট বল কোর্টের দৈর্ঘ্য কত?
ক. ২৮.৬৫ মিটার
খ. ২২.১৫ মিটার
গ. ২৫.১৮ মিটার
ঘ. ২৮.২১ মিটার
১৩. বাস্কেট বল খেলা শুরু হয় কীভাবে?
ক. থ্রো অফ খ. কিক অফ
গ. পাসিং ঘ. জাম্প বল দিয়ে
১৪. একটি বাস্কেটবলের ওজন কত?
ক. ৫৬৭-৬০০ গ্রাম
খ. ৬০০-৬৫০ গ্রাম
গ. ৫৬৭-৬৫০ গ্রাম
ঘ. ৫৫০-৬০০ গ্রাম
১৫. কত সালে কোথায় হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়?
ক. ১৮৮৯ সালে ফ্রান্সে
খ. ১৮৮৮ সালে কানাডায়
গ. ১৮৮০ সালে চীনে
ঘ. ১৮৯০ সালে জার্মানিতে
১৬. কোন সালের অলিম্পিকে হ্যান্ডবল পুরুষ অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯০৮ সালে এথেন্স
খ. ১৯২৮ সালে প্যারিস
গ. ১৯৭২ সালে মিউনিখ
ঘ. ১৯৩২ সালে সিডনি অলিম্পিকে
১৭. কত সালে এশিয়ান গেমসে হ্যান্ডবল অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯৮২ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯৪ সালে
১৮. হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
ক. ৪০ x ৩০ মিটার
খ. ৪০ x ২০ মিটার
গ. ৫০ x ২৫ মিটার
ঘ. ৫০ x ৩০মিটার
১৯. হ্যান্ডবল খেলায় প্রতিদলে কত জন খেলোয়াড় থাকে?
ক. ১২ জন খ. ১৩ জন
গ. ১৪ জন ঘ. ১৬ জন
২০. হ্যান্ডবল গোল পোস্টের দৈর্ঘ্য ও উচ্চতা কত?
ক. ৩ x ৩ মিটার
খ. ৩ x ৪ মিটার
গ. ৪ x ৩ মিটার
ঘ. ৩ x ২ মিটার
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. গ, ২০. ঘ
শেয়ার করুন
সুধীর বরণমাঝি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

পঞ্চম অধ্যায় : জীবনের জন্য খেলাধুলা
বহুনির্বাচনী
১. কীসের নামানুসারে ব্যাডমিন্টন খেলার নামকরণ করা হয়?
ক. গ্রামের নাম খ. শহরের নাম
গ. ডিউকের নাম ঘ. ফলের নাম
২. ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম হয়?
ক. ২২ পয়েন্ট
খ. ২১ পয়েন্ট
গ. ২৩ পয়েন্ট
ঘ. ২৫ পয়েন্ট
৩. কত সালে এশিয়ান গেমসে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত করা হয়?
ক. ১৮০৫ সালে খ. ১৯১০ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯২১ সালে
৪. প্রথম কত সালে কোথায় ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?
ক. ১৮৭০ সালে জাপানে
খ. ১৮৮০ সালে চীনে
গ. ১৮৯০ সালে ইতালিতে
ঘ. ১৮৭০ সালে ভারতে
৫. ব্যাডমিন্টন খেলার মৌলিক কৌশল কয়টি?
ক. ৮টি খ. ৭টি
গ. ৯টি ঘ. ১০টি
৬. মন ও শরীর গঠনের অন্যতম উৎস হলো-
ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা
খ. সাঁতার শেখা
গ. খেলাধুলা করা
ঘ. গান করা
৭. ব্যাডমিন্টন খেলার জনক কে?
ক. এডিডাস খ. মার্ক লুই
গ. রোমারিও ঘ. বো-ফোটের ডিউক
৮. I.B.Fকত সালে গঠিত হয়?
ক. ১৯৫৯ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৬২ সালে
৯. প্রতিযোগিতামূলক বাস্কেট বল খেলা শুরু হয়-
ক. ১৮৯২ সালে খ. ১৮৯৩ সালে
গ. ১৮৯৪ সালে ঘ. ১৮৯৫ সালে
১০. কোন অলিম্পিকে বাস্কেট বল খেলা অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯২৮ সালের প্যারিস অলিম্পিক
খ. ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক
গ. ১৯০৮ সালের এথেন্স অলিম্পিক
ঘ. ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক
১১. বাস্কেট বল খেলার জনক কে?
ক. ড. জেমস নেইল স্মিথ
খ. ড. জন হেনরি
গ. গার্ড মুলার
ঘ. বেকহ্যাম
১২. বাস্কেট বল কোর্টের দৈর্ঘ্য কত?
ক. ২৮.৬৫ মিটার
খ. ২২.১৫ মিটার
গ. ২৫.১৮ মিটার
ঘ. ২৮.২১ মিটার
১৩. বাস্কেট বল খেলা শুরু হয় কীভাবে?
ক. থ্রো অফ খ. কিক অফ
গ. পাসিং ঘ. জাম্প বল দিয়ে
১৪. একটি বাস্কেটবলের ওজন কত?
ক. ৫৬৭-৬০০ গ্রাম
খ. ৬০০-৬৫০ গ্রাম
গ. ৫৬৭-৬৫০ গ্রাম
ঘ. ৫৫০-৬০০ গ্রাম
১৫. কত সালে কোথায় হ্যান্ডবল খেলার উৎপত্তি হয়?
ক. ১৮৮৯ সালে ফ্রান্সে
খ. ১৮৮৮ সালে কানাডায়
গ. ১৮৮০ সালে চীনে
ঘ. ১৮৯০ সালে জার্মানিতে
১৬. কোন সালের অলিম্পিকে হ্যান্ডবল পুরুষ অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯০৮ সালে এথেন্স
খ. ১৯২৮ সালে প্যারিস
গ. ১৯৭২ সালে মিউনিখ
ঘ. ১৯৩২ সালে সিডনি অলিম্পিকে
১৭. কত সালে এশিয়ান গেমসে হ্যান্ডবল অন্তর্ভুক্ত হয়?
ক. ১৯৮২ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯৪ সালে
১৮. হ্যান্ডবল খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
ক. ৪০ x ৩০ মিটার
খ. ৪০ x ২০ মিটার
গ. ৫০ x ২৫ মিটার
ঘ. ৫০ x ৩০মিটার
১৯. হ্যান্ডবল খেলায় প্রতিদলে কত জন খেলোয়াড় থাকে?
ক. ১২ জন খ. ১৩ জন
গ. ১৪ জন ঘ. ১৬ জন
২০. হ্যান্ডবল গোল পোস্টের দৈর্ঘ্য ও উচ্চতা কত?
ক. ৩ x ৩ মিটার
খ. ৩ x ৪ মিটার
গ. ৪ x ৩ মিটার
ঘ. ৩ x ২ মিটার
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. গ, ২০. ঘ