অষ্টম শ্রেণি : বিজ্ঞান
মো. সামসুজ্জোহা | ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০
ষষ্ঠ অধ্যায় : পরমাণুর গঠন
বহুনির্বাচনী
১. নিউট্রনের আধান কীরূপ ধর্মের?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. কোনোটিই নয়
২. সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ১২ ঘ. ১৩
৩. একটি মৌলের ভর সংখ্যা ২৩, মৌলটির নাম কী?
ক. সোডিয়াম খ. ম্যাগনেসিয়াম
গ. নিয়ন ঘ. নাইট্রোজেন
৪. পদার্থের ধর্ম মূলত নিচের কোনটির উপর নির্ভর করে?
ক. প্রোটন সংখ্যা খ. ইলেকট্রন বিন্যাস
গ. নিউট্রন সংখ্যা ঘ. সবগুলো
৫. চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কোথায়Ñ
র. রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে রর. ক্যান্সারে আক্রান্ত কোষ নির্ণয়ে
ররর. ডাক্তারি যন্ত্রপাতি জীবাণু মুক্ত করতে
নিচের কোন সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৬. পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি থাকে?
ক. নিউক্লিয়াস খ. প্রোটন
গ. নিউট্রন ঘ. সবগুলো
৭. কক্ষপথের অপর নাম কী?
ক. শক্তিস্তর খ. উপশক্তিস্তর
গ. প্রশক্তিস্তর ঘ. সবগুলো
শিক্ষক ক্লাসে একটি মৌলের কথা বললেন যার পারমাণবিক সংখ্যা ৬ ও ভরসংখ্যা ১৩।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।
৮. মৌলটিতে প্রোটন সংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ১২ ঘ. ১৩
৯. সাধারণত পরমাণুতে নিচের কোনটির সংখ্যা সমান?
র. ইলেকট্রন রর. প্রোটন ররর. ভরসংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
১০. ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কী বলে?
ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন
গ. ঋণায়ন ঘ. কোনোটিই নয়
উত্তর
১. গ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ
শেয়ার করুন
মো. সামসুজ্জোহা | ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০

ষষ্ঠ অধ্যায় : পরমাণুর গঠন
বহুনির্বাচনী
১. নিউট্রনের আধান কীরূপ ধর্মের?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. নিরপেক্ষ ঘ. কোনোটিই নয়
২. সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ১২ ঘ. ১৩
৩. একটি মৌলের ভর সংখ্যা ২৩, মৌলটির নাম কী?
ক. সোডিয়াম খ. ম্যাগনেসিয়াম
গ. নিয়ন ঘ. নাইট্রোজেন
৪. পদার্থের ধর্ম মূলত নিচের কোনটির উপর নির্ভর করে?
ক. প্রোটন সংখ্যা খ. ইলেকট্রন বিন্যাস
গ. নিউট্রন সংখ্যা ঘ. সবগুলো
৫. চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার কোথায়Ñ
র. রক্তনালি ক্ষতিগ্রস্ত হলে রর. ক্যান্সারে আক্রান্ত কোষ নির্ণয়ে
ররর. ডাক্তারি যন্ত্রপাতি জীবাণু মুক্ত করতে
নিচের কোন সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
৬. পরমাণুর কেন্দ্রে নিচের কোনটি থাকে?
ক. নিউক্লিয়াস খ. প্রোটন
গ. নিউট্রন ঘ. সবগুলো
৭. কক্ষপথের অপর নাম কী?
ক. শক্তিস্তর খ. উপশক্তিস্তর
গ. প্রশক্তিস্তর ঘ. সবগুলো
শিক্ষক ক্লাসে একটি মৌলের কথা বললেন যার পারমাণবিক সংখ্যা ৬ ও ভরসংখ্যা ১৩।
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও।
৮. মৌলটিতে প্রোটন সংখ্যা কত?
ক. ৬ খ. ৭ গ. ১২ ঘ. ১৩
৯. সাধারণত পরমাণুতে নিচের কোনটির সংখ্যা সমান?
র. ইলেকট্রন রর. প্রোটন ররর. ভরসংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
১০. ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কী বলে?
ক. ক্যাটায়ন খ. অ্যানায়ন
গ. ঋণায়ন ঘ. কোনোটিই নয়
উত্তর
১. গ, ২. গ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ