ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
মোজাম্মেল হক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
১. ওয়ার্ড প্রসেসরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে যে ধাপগুলো পার হতে হয়
i. নতুন ডকুমেন্ট খোলা ii. ডকুমেন্ট সেভ করা
iii. ওয়ার্ড প্রসেসর ইনস্টল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সংরক্ষিত কোনো ওয়ার্ড ফাইল আবার ওপেন করতে নির্দেশনা দিতে হবে হবে
i. Ctrl + n
ii. File + Open
iii. File + Open + Select file + Open
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহাত তার স্কুলের রচনা প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের ওপর একটি রচনা লেখার চিন্তা করে। আর এজন্য তার একটি বিশেষ সফটওয়্যারের দরকার হয়, যা তার কাছে নেই। তাই সে দোকান থেকে সফটওয়্যারটি কিনে আনল এবং রচনা লেখা শুরু করল।
৩. রাহাত বাজার থেকে কোন সফটওয়্যারটি কিনে আনল?
ক. মাইক্রোসফট এক্সেল
খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. ব্রাউজিং
ঘ. মাইক্রোসফট আউটলুক
৪. রাহাত এই সফটওয়্যার ব্যবহার করে আর যে যে কাজ করতে পারবে
i. এ সফটওয়্যার করা যেকোনো কাজ ফাইল হিসেবে হার্ডড্রাইভে রেখে দিতে পারবে
ii. হিসাব-নিকাশ করতে পারবে
iii. ছবি সংযোজনের কাজ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল সাহেবের বাসায় একটি টাইপরাইটার ছিল। তিনি এর মাধ্যমেই লেখালেখি করতেন। কিন্তু বর্তমানে লেখালেখির জন্য একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন তিনি।
৫. কামাল সাহেব যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তার নাম কী?
ক. মাইক্রোসফট এক্সেল খ. ওয়ার্ড প্রসেসর
গ. ব্রাউজার ঘ. লিনাক্স
৬. এ প্রযুক্তি ব্যবহারে তিনি যে সুবিধাগুলো পাচ্ছেন
i. এডিট করার সুবিধা
ii. ফাইল হিসেবে সংরক্ষণের সুবিধা
iii. ইন্টারনেট ব্যবহারের সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির কম্পিউটার ল্যাবে সোহেল স্যার ছাত্রদের ওয়ার্ড প্রসেসরে তাদের নিজেদের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম পরপর কয়েকটি লাইনে লিখতে বললেন। রাজন প্রথমে তার বিদ্যালয়ের নামে ভুল করল, পরে সে ঠিক করে লিখল।
৭. নামের শেষে পরের লাইনে কার্সর নিতে হলে ছাত্রদের কোন কী চাপতে হবে?
ক. Backspace খ. Delete
গ. Enter ঘ. Alt
৮. রাজন বিদ্যালয়ের নাম ভুল করে মোছার জন্য কোন কি ব্যবহার করতে পারে?
ক. Backspace খ. Caps lock
গ. Escape ঘ. Insert
৯. ওয়ার্ড প্রসেসর ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. টেক্সের হিসাবনিকাশ খ. লেখালেখির কাজ
গ. গান শোনার কাজ ঘ. ইন্টারনেট ব্যবহার
১০. লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কী বলে?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. ওয়ার্ড প্রসেসর
গ. এমএস ওয়ার্ড ঘ. এমএস ওয়ার্ড প্রসেসর
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ
শেয়ার করুন
মোজাম্মেল হক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
১. ওয়ার্ড প্রসেসরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রাথমিকভাবে যে ধাপগুলো পার হতে হয়
i. নতুন ডকুমেন্ট খোলা ii. ডকুমেন্ট সেভ করা
iii. ওয়ার্ড প্রসেসর ইনস্টল করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সংরক্ষিত কোনো ওয়ার্ড ফাইল আবার ওপেন করতে নির্দেশনা দিতে হবে হবে
i. Ctrl + n
ii. File + Open
iii. File + Open + Select file + Open
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহাত তার স্কুলের রচনা প্রতিযোগিতায় জমা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের ওপর একটি রচনা লেখার চিন্তা করে। আর এজন্য তার একটি বিশেষ সফটওয়্যারের দরকার হয়, যা তার কাছে নেই। তাই সে দোকান থেকে সফটওয়্যারটি কিনে আনল এবং রচনা লেখা শুরু করল।
৩. রাহাত বাজার থেকে কোন সফটওয়্যারটি কিনে আনল?
ক. মাইক্রোসফট এক্সেল
খ. মাইক্রোসফট ওয়ার্ড
গ. ব্রাউজিং
ঘ. মাইক্রোসফট আউটলুক
৪. রাহাত এই সফটওয়্যার ব্যবহার করে আর যে যে কাজ করতে পারবে
i. এ সফটওয়্যার করা যেকোনো কাজ ফাইল হিসেবে হার্ডড্রাইভে রেখে দিতে পারবে
ii. হিসাব-নিকাশ করতে পারবে
iii. ছবি সংযোজনের কাজ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কামাল সাহেবের বাসায় একটি টাইপরাইটার ছিল। তিনি এর মাধ্যমেই লেখালেখি করতেন। কিন্তু বর্তমানে লেখালেখির জন্য একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন তিনি।
৫. কামাল সাহেব যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তার নাম কী?
ক. মাইক্রোসফট এক্সেল খ. ওয়ার্ড প্রসেসর
গ. ব্রাউজার ঘ. লিনাক্স
৬. এ প্রযুক্তি ব্যবহারে তিনি যে সুবিধাগুলো পাচ্ছেন
i. এডিট করার সুবিধা
ii. ফাইল হিসেবে সংরক্ষণের সুবিধা
iii. ইন্টারনেট ব্যবহারের সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির কম্পিউটার ল্যাবে সোহেল স্যার ছাত্রদের ওয়ার্ড প্রসেসরে তাদের নিজেদের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম পরপর কয়েকটি লাইনে লিখতে বললেন। রাজন প্রথমে তার বিদ্যালয়ের নামে ভুল করল, পরে সে ঠিক করে লিখল।
৭. নামের শেষে পরের লাইনে কার্সর নিতে হলে ছাত্রদের কোন কী চাপতে হবে?
ক. Backspace খ. Delete
গ. Enter ঘ. Alt
৮. রাজন বিদ্যালয়ের নাম ভুল করে মোছার জন্য কোন কি ব্যবহার করতে পারে?
ক. Backspace খ. Caps lock
গ. Escape ঘ. Insert
৯. ওয়ার্ড প্রসেসর ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. টেক্সের হিসাবনিকাশ খ. লেখালেখির কাজ
গ. গান শোনার কাজ ঘ. ইন্টারনেট ব্যবহার
১০. লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কী বলে?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. ওয়ার্ড প্রসেসর
গ. এমএস ওয়ার্ড ঘ. এমএস ওয়ার্ড প্রসেসর
উত্তর
১. ক, ২. গ, ৩. খ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. খ