সপ্তম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা
তৃতীয় অধ্যায় : কোরআন ও হাদিস শিক্ষা
বহুনির্বাচনী প্রশ্ন
১. নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি?
ক. সালাত আদায় করা
খ. কোরআন তেলাওয়াত করা
গ. তাহাজ্জুদ সালাত আদায় করা
ঘ. তারাবিহর সালাত আদায় করা
উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জান্নাতুল পবিত্র কোরআন শিখতে আগ্রহী হয়ে তার শিক্ষকের কাছে কোরআন পড়তে গেলে শিক্ষক প্রথমে তাকে তাজবিদ সহকারে কোরআন পড়ার গুরুত্ব সম্পর্কে জানান। এর ফলে জান্নাতুল তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে শুরু করেন।
২. ‘কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে’Ñ এটি কার বাণী?
ক. মহান আল্লাহর খ. মহানবী (সা.)-এর
গ. হজরত আবু বকর (রা.)-এর ঘ. হজরত উমর (রা.)-এর
৩. তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে হলে জান্নাতুলকে শিখতে হবেÑ
র. মাদ্দের নিয়মকানুন রর. ওয়াকফের নিয়মকানুন
ররর. মুখস্থ করার নিয়মকানুন
নিচের কোনটি সঠিক?
ক. র খ. ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
৪. দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে কী বলে?
ক. মাদ্দ খ. ওয়াকফ
গ. তাজবিদ ঘ. ইদগাম
৫. কীভাবে কোরআন তেলাওয়াত করা উত্তম?
ক. না দেখে খ. দেখে দেখে
গ. উচ্চস্বরে ঘ. আস্তে আস্তে
৬. সুরা আল-আদিয়াতের ক্ষেত্রে প্রযোজ্যÑ
র. মক্কায় অবতীর্ণ হয়েছে রর. মদিনায় অবতীর্ণ হয়েছে
ররর. আয়াত সংখ্যা এগারো
নিচের কোনটি সঠিক?
ক. রর ও ররর খ. র ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
৭. সুরা আল-কারিয়াহ পবিত্র কোরআনের কততম সুরা?
ক. ১০০তম খ. ১০১তম
গ. ১১১তম ঘ. ১১২তম
৮. সুরা আল-কারিয়াহ থেকে আমরা কী শিক্ষালাভ করতে পারি?
ক. দুনিয়া চিরস্থায়ী
খ. দুনিয়াকে ভুলে থাকা বুদ্ধিমানের কাজ
গ. দুনিয়া ক্ষণস্থায়ী
ঘ. কবরের জীবন চিরস্থায়ী
৯. কীসের মাধ্যমে মহান আল্লাহ দুনিয়া ও সৃষ্টিজগৎ ধ্বংস করে দেবেন?
ক. ঝড়-বৃষ্টির মাধ্যমে খ. ভূমিকম্প দিয়ে
গ. পারমাণবিক বোমা দিয়ে ঘ. মহাপ্রলয়ের মাধ্যমে
১০. ‘তাব্বাত’ শব্দের অর্থ কী?
ক. ধনসম্পদ খ. ইহকাল
গ. সৃষ্টি ঘ. ধ্বংস
১১. বাদশাহ দাকইয়ানুসের আমলে যে সাতজন যুবক ইবাদতের উদ্দেশ্যে গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের বলা হয়Ñ
ক. আসহাবে সুফফা খ. আসহাবে দাকইয়ানুস
গ. আসহাফে কাহাফ ঘ. আসহাবে সাহিবান
১২. আল-কোরআনের ব্যাখ্যা বলা হয় কোনটিকে?
ক. তাফসির গ্রন্থকে খ. হাদিস গ্রন্থকে
গ. ফিকহ গ্রন্থকে ঘ. ইলমে তাসাউফকে
উত্তর
১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ
শেয়ার করুন

তৃতীয় অধ্যায় : কোরআন ও হাদিস শিক্ষা
বহুনির্বাচনী প্রশ্ন
১. নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি?
ক. সালাত আদায় করা
খ. কোরআন তেলাওয়াত করা
গ. তাহাজ্জুদ সালাত আদায় করা
ঘ. তারাবিহর সালাত আদায় করা
উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জান্নাতুল পবিত্র কোরআন শিখতে আগ্রহী হয়ে তার শিক্ষকের কাছে কোরআন পড়তে গেলে শিক্ষক প্রথমে তাকে তাজবিদ সহকারে কোরআন পড়ার গুরুত্ব সম্পর্কে জানান। এর ফলে জান্নাতুল তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে শুরু করেন।
২. ‘কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে’Ñ এটি কার বাণী?
ক. মহান আল্লাহর খ. মহানবী (সা.)-এর
গ. হজরত আবু বকর (রা.)-এর ঘ. হজরত উমর (রা.)-এর
৩. তাজবিদ সহকারে কোরআন পাঠ করতে হলে জান্নাতুলকে শিখতে হবেÑ
র. মাদ্দের নিয়মকানুন রর. ওয়াকফের নিয়মকানুন
ররর. মুখস্থ করার নিয়মকানুন
নিচের কোনটি সঠিক?
ক. র খ. ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
৪. দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে কী বলে?
ক. মাদ্দ খ. ওয়াকফ
গ. তাজবিদ ঘ. ইদগাম
৫. কীভাবে কোরআন তেলাওয়াত করা উত্তম?
ক. না দেখে খ. দেখে দেখে
গ. উচ্চস্বরে ঘ. আস্তে আস্তে
৬. সুরা আল-আদিয়াতের ক্ষেত্রে প্রযোজ্যÑ
র. মক্কায় অবতীর্ণ হয়েছে রর. মদিনায় অবতীর্ণ হয়েছে
ররর. আয়াত সংখ্যা এগারো
নিচের কোনটি সঠিক?
ক. রর ও ররর খ. র ও ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
৭. সুরা আল-কারিয়াহ পবিত্র কোরআনের কততম সুরা?
ক. ১০০তম খ. ১০১তম
গ. ১১১তম ঘ. ১১২তম
৮. সুরা আল-কারিয়াহ থেকে আমরা কী শিক্ষালাভ করতে পারি?
ক. দুনিয়া চিরস্থায়ী
খ. দুনিয়াকে ভুলে থাকা বুদ্ধিমানের কাজ
গ. দুনিয়া ক্ষণস্থায়ী
ঘ. কবরের জীবন চিরস্থায়ী
৯. কীসের মাধ্যমে মহান আল্লাহ দুনিয়া ও সৃষ্টিজগৎ ধ্বংস করে দেবেন?
ক. ঝড়-বৃষ্টির মাধ্যমে খ. ভূমিকম্প দিয়ে
গ. পারমাণবিক বোমা দিয়ে ঘ. মহাপ্রলয়ের মাধ্যমে
১০. ‘তাব্বাত’ শব্দের অর্থ কী?
ক. ধনসম্পদ খ. ইহকাল
গ. সৃষ্টি ঘ. ধ্বংস
১১. বাদশাহ দাকইয়ানুসের আমলে যে সাতজন যুবক ইবাদতের উদ্দেশ্যে গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের বলা হয়Ñ
ক. আসহাবে সুফফা খ. আসহাবে দাকইয়ানুস
গ. আসহাফে কাহাফ ঘ. আসহাবে সাহিবান
১২. আল-কোরআনের ব্যাখ্যা বলা হয় কোনটিকে?
ক. তাফসির গ্রন্থকে খ. হাদিস গ্রন্থকে
গ. ফিকহ গ্রন্থকে ঘ. ইলমে তাসাউফকে
উত্তর
১. খ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. খ