অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র
তৃপ্তি সেন | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
গল্প : পড়ে পাওয়া
লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনী
১. গল্পে ধান মাপার পাত্র বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক. ডুলা খ. কুলা গ. চাড়ি ঘ. আড়ি
২. বিধুর মধ্যে কোন গুণটি লক্ষ করা যায়?
i. বুদ্ধিমত্তা ii. বিবেচনাবোধ iii. নেতৃত্বগুণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে কোন গল্পটি সংকলিত হয়েছে?
ক. অতিথির স্মৃতি খ. পড়ে পাওয়া
গ. সুখী মানুষ ঘ. মংডুর পথে
৪. প্রকৃত মালিকের কাছে বাক্স ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বালকদের কোন চরিত্র ফুটে ওঠে?
ক. একতা খ. আনুগত্য
গ. দায়িত্বশীলতা ঘ. পরার্থপরতা
৫. ‘পড়ে পাওয়া’ গল্প বালকদের কোন দিকটি বেশি ফুটে উঠেছে?
ক. বন্ধুত্ব খ. ঐক্য চেতনা
গ. প্রকৃতিপ্রেম ঘ. অধ্যবসায়
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক. কাদম্বরী দেবী খ. মৃণালিনী দেবী
গ. ফুলন দেবী ঘ. শিল্পী দেবী
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. বর্ধমান খ. চব্বিশ পরগণা
গ. ঝাড়খণ্ড ঘ. দিনাজপুর
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৪ খ. ১৮৯৩
গ. ১৮৯২ ঘ. ১৮৯১
৯. ‘তৃণাঙ্কুর’ বিভূতিভূষণের কোন ধরনের রচনা?
ক. গল্পগ্রন্থ খ. উপন্যাস
গ. ভ্রমণ দিনলিপি ঘ. কাব্যগ্রন্থ
১০. ‘আরণ্যক’ উপন্যাস কার লেখা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী নজরুল ইসলাম
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক. চাঁদের পাহাড় খ. মিসমিদের কবচ
গ. পথের পাঁচালী ঘ. স্মৃতির রেখা
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. খ, ৪. ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. গ
শেয়ার করুন
তৃপ্তি সেন | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

গল্প : পড়ে পাওয়া
লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বহুনির্বাচনী
১. গল্পে ধান মাপার পাত্র বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
ক. ডুলা খ. কুলা গ. চাড়ি ঘ. আড়ি
২. বিধুর মধ্যে কোন গুণটি লক্ষ করা যায়?
i. বুদ্ধিমত্তা ii. বিবেচনাবোধ iii. নেতৃত্বগুণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে কোন গল্পটি সংকলিত হয়েছে?
ক. অতিথির স্মৃতি খ. পড়ে পাওয়া
গ. সুখী মানুষ ঘ. মংডুর পথে
৪. প্রকৃত মালিকের কাছে বাক্স ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বালকদের কোন চরিত্র ফুটে ওঠে?
ক. একতা খ. আনুগত্য
গ. দায়িত্বশীলতা ঘ. পরার্থপরতা
৫. ‘পড়ে পাওয়া’ গল্প বালকদের কোন দিকটি বেশি ফুটে উঠেছে?
ক. বন্ধুত্ব খ. ঐক্য চেতনা
গ. প্রকৃতিপ্রেম ঘ. অধ্যবসায়
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
ক. কাদম্বরী দেবী খ. মৃণালিনী দেবী
গ. ফুলন দেবী ঘ. শিল্পী দেবী
৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. বর্ধমান খ. চব্বিশ পরগণা
গ. ঝাড়খণ্ড ঘ. দিনাজপুর
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৯৪ খ. ১৮৯৩
গ. ১৮৯২ ঘ. ১৮৯১
৯. ‘তৃণাঙ্কুর’ বিভূতিভূষণের কোন ধরনের রচনা?
ক. গল্পগ্রন্থ খ. উপন্যাস
গ. ভ্রমণ দিনলিপি ঘ. কাব্যগ্রন্থ
১০. ‘আরণ্যক’ উপন্যাস কার লেখা?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. কাজী নজরুল ইসলাম
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
১১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
ক. চাঁদের পাহাড় খ. মিসমিদের কবচ
গ. পথের পাঁচালী ঘ. স্মৃতির রেখা
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. খ, ৪. ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. গ