পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
ওয়াহিদা নার্গিস | ১৪ মে, ২০২২ ০০:০০
প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
শূন্যস্থান পূরণ কর
১. বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা।
২. ১৯৪৭ সালে এই উপমহাদেশ ছেড়ে চলে যায়।
৩. নিয়ে গঠিত হয় পাকিস্তান।
৪. মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় গণহত্যা চালায়।
৫. ১৯৭১ সালের ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু।
৬. গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার।
৭. এ সরকার নামে পরিচিত।
৮. তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় এ সরকার শপথ নেয়।
৯. স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় ।
১০. সুবিধার জন্য সারাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
১১. সেক্টর এর কোনো আঞ্চলিক সীমানা ছিল না।
১২. মুক্তিযোদ্ধাদের খাবার,আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন।
১৩. শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ
করতেন ।
১৪. বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো।
১৫. অনেক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
১৬. ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান।
১৭. নয় মাসের মুক্তিযুদ্ধে বাঙালি শহীদ হন।
১৮. মুক্তিযুদ্ধের পুরো সময়টি প্রতিবেশি নানাভাবে আমাদের সাহায্য করে।
১৯. বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।
২০. রাজাকাররা পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে।
উত্তর
১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২. ব্রিটিশরা, ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তান, ৪. ১৯৭১ সালের ২৫শে, ৫. বঙ্গবন্ধুর, ৬. ১৯৭১ সালের ১০ই এপ্রিল, ৭. ’মুজিবনগর সরকার’, ৮. আমবাগানে ১৭ই এপ্রিল, ৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১০. যুদ্ধ পরিচালনার, ১১. ১০, ১২. নারীরা, ১৩. ইন্টেলিজেন্স গ্রুপ, ১৪. ভারতের, ১৫. নারী, ১৬. ’জয় বাংলা’, ১৭. ত্রিশ লাখ, ১৮. দেশ ভারত, ১৯. আশ্রয়গ্রহণকারী, ২০. হানাদারদের
শেয়ার করুন
ওয়াহিদা নার্গিস | ১৪ মে, ২০২২ ০০:০০

প্রথম অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ
শূন্যস্থান পূরণ কর
১. বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা।
২. ১৯৪৭ সালে এই উপমহাদেশ ছেড়ে চলে যায়।
৩. নিয়ে গঠিত হয় পাকিস্তান।
৪. মার্চে পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় গণহত্যা চালায়।
৫. ১৯৭১ সালের ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শুরু।
৬. গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার।
৭. এ সরকার নামে পরিচিত।
৮. তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় এ সরকার শপথ নেয়।
৯. স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় ।
১০. সুবিধার জন্য সারাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।
১১. সেক্টর এর কোনো আঞ্চলিক সীমানা ছিল না।
১২. মুক্তিযোদ্ধাদের খাবার,আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন।
১৩. শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ
করতেন ।
১৪. বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো।
১৫. অনেক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।
১৬. ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান।
১৭. নয় মাসের মুক্তিযুদ্ধে বাঙালি শহীদ হন।
১৮. মুক্তিযুদ্ধের পুরো সময়টি প্রতিবেশি নানাভাবে আমাদের সাহায্য করে।
১৯. বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দেয়।
২০. রাজাকাররা পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে।
উত্তর
১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২. ব্রিটিশরা, ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তান, ৪. ১৯৭১ সালের ২৫শে, ৫. বঙ্গবন্ধুর, ৬. ১৯৭১ সালের ১০ই এপ্রিল, ৭. ’মুজিবনগর সরকার’, ৮. আমবাগানে ১৭ই এপ্রিল, ৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ১০. যুদ্ধ পরিচালনার, ১১. ১০, ১২. নারীরা, ১৩. ইন্টেলিজেন্স গ্রুপ, ১৪. ভারতের, ১৫. নারী, ১৬. ’জয় বাংলা’, ১৭. ত্রিশ লাখ, ১৮. দেশ ভারত, ১৯. আশ্রয়গ্রহণকারী, ২০. হানাদারদের