নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সুধীর বরণ মাঝি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
দ্বাদশ অধ্যায় : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়?
ক. ২ মার্চ ১৯৭১ খ. ৩ মার্চ ১৯৭১
গ. ৪ মার্চ ১৯৭১ ঘ. ৫ মার্চ ১৯৭১
২. পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যম হিসেবে অধিক যুক্তিযুক্ত
i. স্বৈরতন্ত্র ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কলিন পাওয়েল ফণি ভূষণের দেশ বাংলাদেশে বেড়াতে এসেছে। সে তার বন্ধু ফণির কাছে তার দেশের ইতিহাস জানতে চাইলে ফণি তার দেশের ঐতিহাসিক মামলার ঘটনাটি বলে।
৩. ফণি ভূষণের দেশের ঐতিহাসিক মামলার প্রধান আসামি ছিলেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. শেরে বাংলা
গ. ইস্কান্দার মির্জা ঘ. মওলানা ভাসানী
৪. ওই মামলার উদ্দেশ্য ছিল
i. পূর্ব পাকিস্তানিদের দমিয়ে রাখা
ii. বাংলাকে রাষ্ট্রভাষা করতে না দেওয়া
iii. পূর্ব পাকিস্তানের রাজনীতির ভিতকে ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ করা যায়
i. আত্মীয়করণের প্রবণতা ii. স্বৈরতান্ত্রিক প্রবণতা
iii. আমলাতান্ত্রিক প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কখন?
ক. ১৯৫৭ খ্রিস্টাব্দে খ. ১৯৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৫৯ খ্রিস্টাব্দে ঘ. ১৯৬০ খ্রিস্টাব্দে
৭. আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. এন ডি এফ
খ. কনভেনশন মুসলিম লীগ
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. মোর্চা
৮. নির্বাচকম-লীর সদস্যরা কীসের মেম্বার ছিল?
ক. বিডি খ. বিপি
গ. ডিবি ঘ. বিলি
৯. ইস্কান্দার মির্জার সময়কালে রাজনীতিতে কোন বাহিনীর ব্যাপক প্রভাব দেখা যায়?
ক. পুলিশ বাহিনী খ. গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গ. নৌবাহিনী ঘ. সামরিক বাহিনী
নিচের উদ্দীপকের আলোকে ১০, ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মেঘনা নদীর পশ্চিম পাড়ে ২টি ইউনিয়ন এবং পূর্ব পাড়ে ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় হাইমচর উপজেলা পরিষদ। পূর্ব পাড়ের লোকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে তাদের এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকা- করতে থাকে। পক্ষান্তরে পশ্চিম পাড়ের লোকরা নিয়মিত কর-খাজনা দিয়ে থাকে এবং নানা প্রকার ফসল উৎপাদন করে হাইমচরবাসীর চাহিদা পূরণ করে থাকে। কিন্তু পশ্চিম পাড়ে তেমন কোনো উন্নয়নমূলক কাজ করা হয় না বলে জননেতা আবদুল্লাহ সরকার এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন।
১০. আবদুল্লাহ সরকারের দাবির সঙ্গে ঐতিহাসিক কোন দাবির মিল রয়েছে?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ২১ দফা ঘ. ৪০ দফা
১১. ওই দাবির প্রবর্তক কে ছিলেন?
ক. শেরে বাংলা
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ইস্কান্দার মির্জা
ঘ. মওলানা ভাসানী
১২. আলোচ্য দাবির মধ্যে নিহিত ছিল
i. প্রাদেশিক সরকার ব্যবস্থা ii. আঞ্চলিক রিজার্ভ ব্যাংক
iii. রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. খ, ১২. খ
শেয়ার করুন
সুধীর বরণ মাঝি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

দ্বাদশ অধ্যায় : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
১. বাংলাদেশের পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়?
ক. ২ মার্চ ১৯৭১ খ. ৩ মার্চ ১৯৭১
গ. ৪ মার্চ ১৯৭১ ঘ. ৫ মার্চ ১৯৭১
২. পাকিস্তানি শাসকদের দেশ শাসনের মাধ্যম হিসেবে অধিক যুক্তিযুক্ত
i. স্বৈরতন্ত্র ii. একনায়কতন্ত্র
iii. সামরিকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কলিন পাওয়েল ফণি ভূষণের দেশ বাংলাদেশে বেড়াতে এসেছে। সে তার বন্ধু ফণির কাছে তার দেশের ইতিহাস জানতে চাইলে ফণি তার দেশের ঐতিহাসিক মামলার ঘটনাটি বলে।
৩. ফণি ভূষণের দেশের ঐতিহাসিক মামলার প্রধান আসামি ছিলেন কে?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. শেরে বাংলা
গ. ইস্কান্দার মির্জা ঘ. মওলানা ভাসানী
৪. ওই মামলার উদ্দেশ্য ছিল
i. পূর্ব পাকিস্তানিদের দমিয়ে রাখা
ii. বাংলাকে রাষ্ট্রভাষা করতে না দেওয়া
iii. পূর্ব পাকিস্তানের রাজনীতির ভিতকে ধ্বংস করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. পাকিস্তান সৃষ্টির পর থেকেই লক্ষ করা যায়
i. আত্মীয়করণের প্রবণতা ii. স্বৈরতান্ত্রিক প্রবণতা
iii. আমলাতান্ত্রিক প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয় কখন?
ক. ১৯৫৭ খ্রিস্টাব্দে খ. ১৯৫৮ খ্রিস্টাব্দে
গ. ১৯৫৯ খ্রিস্টাব্দে ঘ. ১৯৬০ খ্রিস্টাব্দে
৭. আইয়ুব খানের দল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. এন ডি এফ
খ. কনভেনশন মুসলিম লীগ
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. মোর্চা
৮. নির্বাচকম-লীর সদস্যরা কীসের মেম্বার ছিল?
ক. বিডি খ. বিপি
গ. ডিবি ঘ. বিলি
৯. ইস্কান্দার মির্জার সময়কালে রাজনীতিতে কোন বাহিনীর ব্যাপক প্রভাব দেখা যায়?
ক. পুলিশ বাহিনী খ. গ্রাম প্রতিরক্ষা বাহিনী
গ. নৌবাহিনী ঘ. সামরিক বাহিনী
নিচের উদ্দীপকের আলোকে ১০, ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মেঘনা নদীর পশ্চিম পাড়ে ২টি ইউনিয়ন এবং পূর্ব পাড়ে ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় হাইমচর উপজেলা পরিষদ। পূর্ব পাড়ের লোকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে তাদের এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকা- করতে থাকে। পক্ষান্তরে পশ্চিম পাড়ের লোকরা নিয়মিত কর-খাজনা দিয়ে থাকে এবং নানা প্রকার ফসল উৎপাদন করে হাইমচরবাসীর চাহিদা পূরণ করে থাকে। কিন্তু পশ্চিম পাড়ে তেমন কোনো উন্নয়নমূলক কাজ করা হয় না বলে জননেতা আবদুল্লাহ সরকার এলাকাবাসীর ন্যায্য অধিকার আদায়ের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন।
১০. আবদুল্লাহ সরকারের দাবির সঙ্গে ঐতিহাসিক কোন দাবির মিল রয়েছে?
ক. ৬ দফা খ. ১১ দফা
গ. ২১ দফা ঘ. ৪০ দফা
১১. ওই দাবির প্রবর্তক কে ছিলেন?
ক. শেরে বাংলা
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ইস্কান্দার মির্জা
ঘ. মওলানা ভাসানী
১২. আলোচ্য দাবির মধ্যে নিহিত ছিল
i. প্রাদেশিক সরকার ব্যবস্থা ii. আঞ্চলিক রিজার্ভ ব্যাংক
iii. রাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. খ, ১২. খ