উদ্যত অস্ত্রের সামনেও যিনি শুভবুদ্ধির কথা বলেন, উদ্ধত আততায়ীকেও যিনি কল্যাণের পথে আহ্বান করেন, এই ধরাতলে বসবাস করলেও তিনি নিঃসন্দেহে মননে অনন্য। সমন্বয়ী মানবতাবাদ দার্শনিক ধারার সার্থক প্রবর্তক গোবিন্দ…