লিওনার্দো দা ভিঞ্চির ১৪ বংশধরের হদিস মিলল
অনলাইন ডেস্ক | ২২ জুলাই, ২০২১ ১৫:৩৬
লিওনার্দো দা ভিঞ্চি
কয়েক দশক গবেষণার পর মিলেছে রেনেসাঁ যুগের বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বংশধরদের হদিস। ‘মোনালিসা’র আঁকিয়ে জীবিত ১৪ জন বংশধরকে চিহ্নিত করেছেন গবেষকেরা।
চলতি মাসে এ অনুসন্ধানী ফলাফল হিউম্যান ইভ্যুলেশন জার্নালে প্রকাশ হয়েছে বলে জানান সিএনএন।
চার শাখায় ২১ প্রজন্মের বংশলতিকা বিশ্লেষণ করে ভিঞ্চির উত্তরসূরিদের খুঁজে পাওয়া যায়।
লিওনার্দো দা ভিঞ্চি ডিএনএ প্রজেক্টের অংশ হিসেবে এ গবেষণাকর্ম পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, জিন গবেষণার মাধ্যমে এ চিত্রশিল্পী-বিজ্ঞানীর বিস্ময়কর প্রতিভা ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টিকে আরও ভালোভাবে বোঝা যাবে।
গবেষণার পেছনের কথা হিসেবে তারা লিখেছেন, একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে ফলাফলের জন্য অপেক্ষায় করছেন। এর মাধ্যমে ভিঞ্চির মেধা, শারীরবৃত্তীয় ঘটনা সম্বন্ধে পুরোপুরি জানতে চান তারা। যেখানে বাঁ হাতে লেখা থেকে সম্ভাব্য বংশগত রোগও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে ব্যতিক্রমী এই ‘প্রতিভা’র রহস্য উন্মোচন করতে চান তারা।
গবেষকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখছেন। এর মধ্যে আছে প্রকাশ্য ও ব্যক্তিগত সংগ্রহশালা এবং লিওনার্দো পরিবারের সদস্যদের দেওয়া তথ্য।
তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য লিওনার্দোর জীবিত উত্তরসূরিদের নিয়ে অল্প তথ্যই প্রকাশ হবে। যাদের বয়স ১ থেকে ৮৫ বছরের মধ্যে।
লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ‘মোনালিসা’ ও ‘দ্য লাস্ট সাপার’-এর মতো চিত্রকর্ম ছাড়াও বিজ্ঞান, গণিত, স্থাপত্যকলা, নকশা, প্রকৌশলবিদ্যা, ভূতত্ত্ব, মানচিত্রবিদ্যা, অঙ্কনবিদ্যা-সহ নানা বিষয়ে অবদান রেখেছেন।
তার যেকোনো শিল্পকর্মের দাম শত শত কোটি টাকা। এ মাসের শুরুতে লিওনার্দো ছোট্ট একটি স্কেচ বিক্রি হয় ১ কোটি ২০ লাখ ডলারের বেশি দামে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ জুলাই, ২০২১ ১৫:৩৬

কয়েক দশক গবেষণার পর মিলেছে রেনেসাঁ যুগের বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির বংশধরদের হদিস। ‘মোনালিসা’র আঁকিয়ে জীবিত ১৪ জন বংশধরকে চিহ্নিত করেছেন গবেষকেরা।
চলতি মাসে এ অনুসন্ধানী ফলাফল হিউম্যান ইভ্যুলেশন জার্নালে প্রকাশ হয়েছে বলে জানান সিএনএন।
চার শাখায় ২১ প্রজন্মের বংশলতিকা বিশ্লেষণ করে ভিঞ্চির উত্তরসূরিদের খুঁজে পাওয়া যায়।
লিওনার্দো দা ভিঞ্চি ডিএনএ প্রজেক্টের অংশ হিসেবে এ গবেষণাকর্ম পরিচালিত হয়। ধারণা করা হচ্ছে, জিন গবেষণার মাধ্যমে এ চিত্রশিল্পী-বিজ্ঞানীর বিস্ময়কর প্রতিভা ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টিকে আরও ভালোভাবে বোঝা যাবে।
গবেষণার পেছনের কথা হিসেবে তারা লিখেছেন, একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে ফলাফলের জন্য অপেক্ষায় করছেন। এর মাধ্যমে ভিঞ্চির মেধা, শারীরবৃত্তীয় ঘটনা সম্বন্ধে পুরোপুরি জানতে চান তারা। যেখানে বাঁ হাতে লেখা থেকে সম্ভাব্য বংশগত রোগও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে ব্যতিক্রমী এই ‘প্রতিভা’র রহস্য উন্মোচন করতে চান তারা।
গবেষকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখছেন। এর মধ্যে আছে প্রকাশ্য ও ব্যক্তিগত সংগ্রহশালা এবং লিওনার্দো পরিবারের সদস্যদের দেওয়া তথ্য।
তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য লিওনার্দোর জীবিত উত্তরসূরিদের নিয়ে অল্প তথ্যই প্রকাশ হবে। যাদের বয়স ১ থেকে ৮৫ বছরের মধ্যে।
লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ‘মোনালিসা’ ও ‘দ্য লাস্ট সাপার’-এর মতো চিত্রকর্ম ছাড়াও বিজ্ঞান, গণিত, স্থাপত্যকলা, নকশা, প্রকৌশলবিদ্যা, ভূতত্ত্ব, মানচিত্রবিদ্যা, অঙ্কনবিদ্যা-সহ নানা বিষয়ে অবদান রেখেছেন।
তার যেকোনো শিল্পকর্মের দাম শত শত কোটি টাকা। এ মাসের শুরুতে লিওনার্দো ছোট্ট একটি স্কেচ বিক্রি হয় ১ কোটি ২০ লাখ ডলারের বেশি দামে।