প্রভাবশালী ‘স্ট্রিট আর্টিস্ট’ টিক মারা গেছেন
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২২ ১১:৩০
প্রভাবশালী ফরাসি স্ট্রিট আর্টিস্ট মিস. টিক মারা গেছেন। ৬৬ বছর বয়সে প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। তবে বিস্তারিত কিছুই জানায়নি তারা। রোগে ভোগে রবিবার মারা যান টিক। তার প্রকৃত নাম ‘রাধিয়া নোভাত’।
মিস টিক ছিলেন ‘স্টেনসিল আর্টের’ প্রতিষ্ঠাতাদের একজন। ফ্রান্সের রাজধানীতে তার রহস্যময় নারী গ্রাফিতি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শিল্পের জন্য অবশ্য কিছুদিনের জন্য তাকে জেলও খাটতে হয়েছে।
জনগণের সম্পত্তির ওপর আঁকা আঁকি করে তা ‘বিকৃত’ করার অভিযোগে ১৯৯৭ সালে গ্রেপ্তার হোন মিস টিক। অবশ্য ফ্রান্স এবং বিদেশে তার শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। ফ্যাশন ব্রান্ড ‘কেঞ্জো’ এবং ‘লুই ভিটন’-এর সঙ্গে কাজ করেছেন তিনি।
মিস টিকের মৃত্যুতে শোক ও সম্মান জানিয়েছেন ফ্রান্সের শিল্পীরা। দেশটির সংস্কৃতি মন্ত্রী রিমা আবদুল মালাক দিয়েছেন ‘স্যালুট’। এএফপি নিউজ এজেন্সিকে তিনি জানান, টিকের শিল্পকর্ম ‘আইকনিক, দৃঢ়ভাবে নারীবাদী’।
মিস টিকের জন্ম ১৯৫৬ সালে প্যারিসের জেলা শহর মঁতমার্ত্রেতে, এক অভিবাসী পরিবারে। তার বাবা ছিলেন তিউনিশিয়ান এবং মা ছিলেন নর্মান্ডির। প্রায়োগিক শিল্প এবং স্ট্রিট থিয়েটার নিয়ে পড়াশোনা করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২২ ১১:৩০

প্রভাবশালী ফরাসি স্ট্রিট আর্টিস্ট মিস. টিক মারা গেছেন। ৬৬ বছর বয়সে প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। তবে বিস্তারিত কিছুই জানায়নি তারা। রোগে ভোগে রবিবার মারা যান টিক। তার প্রকৃত নাম ‘রাধিয়া নোভাত’।
মিস টিক ছিলেন ‘স্টেনসিল আর্টের’ প্রতিষ্ঠাতাদের একজন। ফ্রান্সের রাজধানীতে তার রহস্যময় নারী গ্রাফিতি দেখেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। শিল্পের জন্য অবশ্য কিছুদিনের জন্য তাকে জেলও খাটতে হয়েছে।
জনগণের সম্পত্তির ওপর আঁকা আঁকি করে তা ‘বিকৃত’ করার অভিযোগে ১৯৯৭ সালে গ্রেপ্তার হোন মিস টিক। অবশ্য ফ্রান্স এবং বিদেশে তার শিল্পকর্ম গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। ফ্যাশন ব্রান্ড ‘কেঞ্জো’ এবং ‘লুই ভিটন’-এর সঙ্গে কাজ করেছেন তিনি।
মিস টিকের মৃত্যুতে শোক ও সম্মান জানিয়েছেন ফ্রান্সের শিল্পীরা। দেশটির সংস্কৃতি মন্ত্রী রিমা আবদুল মালাক দিয়েছেন ‘স্যালুট’। এএফপি নিউজ এজেন্সিকে তিনি জানান, টিকের শিল্পকর্ম ‘আইকনিক, দৃঢ়ভাবে নারীবাদী’।
মিস টিকের জন্ম ১৯৫৬ সালে প্যারিসের জেলা শহর মঁতমার্ত্রেতে, এক অভিবাসী পরিবারে। তার বাবা ছিলেন তিউনিশিয়ান এবং মা ছিলেন নর্মান্ডির। প্রায়োগিক শিল্প এবং স্ট্রিট থিয়েটার নিয়ে পড়াশোনা করেন তিনি।