মোহাম্মদ আজমের ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ নিয়ে আলাপ
অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজমের বই ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’। বইটিতে উছিলা করে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলামোটরের বাতিঘরে আলাপের আয়োজন করেছে বানান।
আলাপে অংশ নেবেন লেখক ও শিক্ষক সলিমুল্লাহ খান, কবি ও প্রাবন্ধিক সাজ্জাদ শরিফ, সাখাওয়াত টিপু, লেখক ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ, প্রাবন্ধিক ও শিক্ষক শিবলী আজাদ, কুদরত-ই-হুদা, কবি ও লেখক রক মনু এবং ইমরুল হাসান। থাকছেন মোহাম্মদ আজমও ।
এই আয়োজন নিয়ে বানানের পক্ষ থেকে বলা হয়, ভাষার আলাপ একটা গোষ্ঠীর চৈতন্যের আলাপ। ইতিহাসের আলাপ। শ্রেণির আলাপ। ফলে আমরা মনে করি, বাংলা ব্যাকরণ, বাক্য, শব্দ, বানান, উচ্চারণ, অক্ষর ইত্যাদি নিয়ে আলাপ পণ্ডিতি আলাপের বাইরেও জনসমাজের আলাপ হয়ে ওঠা দরকারি। এই আলাপ একদিকে যেমন, ইংরেজ কলোনির মধ্যে জন্ম নেওয়া ‘নতুন বাংলা’র (লিখিত) মধ্যে আমাদের কলোনাইজ হওয়ার ভাব-ভাষা-ইতিহাস বোঝার মামলা, অন্যদিকে সেই থেকে মুক্ত হওয়ার বাসনা এবং লড়াইয়েরও আলাপ। ফলে অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে ‘জনগণে’র বাসনার মতো নির্মাণেরও আলাপ। এই দিক থেকেও আমরা মনে করি, মোহাম্মদ আজমের লিখিত ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ বই এবং একে উছিলা করে জনসমাজের মধ্যে ডায়ালগ হওয়া জরুরি।
আরও জানানো হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজমের বই ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’। বইটিতে উছিলা করে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলামোটরের বাতিঘরে আলাপের আয়োজন করেছে বানান।
আলাপে অংশ নেবেন লেখক ও শিক্ষক সলিমুল্লাহ খান, কবি ও প্রাবন্ধিক সাজ্জাদ শরিফ, সাখাওয়াত টিপু, লেখক ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ, প্রাবন্ধিক ও শিক্ষক শিবলী আজাদ, কুদরত-ই-হুদা, কবি ও লেখক রক মনু এবং ইমরুল হাসান। থাকছেন মোহাম্মদ আজমও ।
এই আয়োজন নিয়ে বানানের পক্ষ থেকে বলা হয়, ভাষার আলাপ একটা গোষ্ঠীর চৈতন্যের আলাপ। ইতিহাসের আলাপ। শ্রেণির আলাপ। ফলে আমরা মনে করি, বাংলা ব্যাকরণ, বাক্য, শব্দ, বানান, উচ্চারণ, অক্ষর ইত্যাদি নিয়ে আলাপ পণ্ডিতি আলাপের বাইরেও জনসমাজের আলাপ হয়ে ওঠা দরকারি। এই আলাপ একদিকে যেমন, ইংরেজ কলোনির মধ্যে জন্ম নেওয়া ‘নতুন বাংলা’র (লিখিত) মধ্যে আমাদের কলোনাইজ হওয়ার ভাব-ভাষা-ইতিহাস বোঝার মামলা, অন্যদিকে সেই থেকে মুক্ত হওয়ার বাসনা এবং লড়াইয়েরও আলাপ। ফলে অগণতান্ত্রিক-ফ্যাসিস্ট রাষ্ট্র এবং প্রতিষ্ঠানকে ‘জনগণে’র বাসনার মতো নির্মাণেরও আলাপ। এই দিক থেকেও আমরা মনে করি, মোহাম্মদ আজমের লিখিত ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’ বই এবং একে উছিলা করে জনসমাজের মধ্যে ডায়ালগ হওয়া জরুরি।
আরও জানানো হয়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।