‘ছোটদের ফকির লালন’ নিয়ে বাংলা ফাইভের সিনা হাসান
নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০২০ ১৪:০৩
সামনের বইমেলায় আসবে ‘ছোটদের লালন ফকির’
গানের দল বাংলা ফাইভের ‘তোমায় আমি চিনি না’-খ্যাত গায়ক সিনা হাসানের প্রথম বই ‘ছোটদের ফকির লালন’ আসছে সামনের একুশে বইমেলায়।
কিশোরদের উপযোগী করে সহজ-সাবলীল ভাষা ও সহায়ক চিত্রের মাধ্যমে ফকির লালনের জীবনী এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে।
‘ছোটদের ফকির লালন’ প্রকাশ করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ। গত ১৮ অক্টোবর অন্যপ্রকাশের প্রধান নির্বাহী ও পাক্ষিক অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল্লাহ নাসেরের উপস্থিতিতে সিনা হাসানের সঙ্গে বইটি প্রকাশের চুক্তি স্বাক্ষরিত হয়।
বইটি সম্পর্কে সিনা হাসান বলেন, “বাংলার শ্রেষ্ঠ সন্তান ফকির লালন সাঁইজীকে জানার জন্য শিশু কিশোরদের উপযোগী তেমন কোন বই নেই এবং আমি নিজেও ছোটবেলায় তা পাইনি। তাই মনে হলো যে শিশু-কিশোররা কেন এত বড় একজন মানুষকে জানা থেকে বঞ্চিত থাকবে? যারা প্রাইমারি বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে তাদের জন্য আমার বইটি লেখা।”
আরও বলেন, “চেষ্টা করেছি সহজ ও সংক্ষিপ্তভাবে লালন সাঁই সম্পর্কে সাধারণ কিছু ধারণা দিতে। আশা করি এটা বড় হয়েও তাদের কাজে লাগবে। বইটির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ কুষ্টিয়ার বাউল রেজা ফকির ও চারুশিল্পী দেলোয়ার হোসেনের কাছে। ”
বইয়ের চিত্রাঙ্কন ও প্রচ্ছদ করেছেন সারা হোসাইন ও তৌফিক ফেরদৌস।
প্রসঙ্গত, প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ব্যান্ড ‘বাংলা ফাইভ’ গড়েন শিল্পী সিনা হাসান। ২০১৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। নিজের কথা ও সুরে গান প্রকাশ করে ইতিমধ্যেই প্রশংসিত ও জনপ্রিয় হয়েছেন সিনা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০২০ ১৪:০৩

গানের দল বাংলা ফাইভের ‘তোমায় আমি চিনি না’-খ্যাত গায়ক সিনা হাসানের প্রথম বই ‘ছোটদের ফকির লালন’ আসছে সামনের একুশে বইমেলায়।
কিশোরদের উপযোগী করে সহজ-সাবলীল ভাষা ও সহায়ক চিত্রের মাধ্যমে ফকির লালনের জীবনী এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ে।
‘ছোটদের ফকির লালন’ প্রকাশ করতে যাচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ। গত ১৮ অক্টোবর অন্যপ্রকাশের প্রধান নির্বাহী ও পাক্ষিক অন্যদিনের সম্পাদক মাজহারুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির পরিচালক আবদুল্লাহ নাসেরের উপস্থিতিতে সিনা হাসানের সঙ্গে বইটি প্রকাশের চুক্তি স্বাক্ষরিত হয়।
বইটি সম্পর্কে সিনা হাসান বলেন, “বাংলার শ্রেষ্ঠ সন্তান ফকির লালন সাঁইজীকে জানার জন্য শিশু কিশোরদের উপযোগী তেমন কোন বই নেই এবং আমি নিজেও ছোটবেলায় তা পাইনি। তাই মনে হলো যে শিশু-কিশোররা কেন এত বড় একজন মানুষকে জানা থেকে বঞ্চিত থাকবে? যারা প্রাইমারি বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে তাদের জন্য আমার বইটি লেখা।”
আরও বলেন, “চেষ্টা করেছি সহজ ও সংক্ষিপ্তভাবে লালন সাঁই সম্পর্কে সাধারণ কিছু ধারণা দিতে। আশা করি এটা বড় হয়েও তাদের কাজে লাগবে। বইটির জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ কুষ্টিয়ার বাউল রেজা ফকির ও চারুশিল্পী দেলোয়ার হোসেনের কাছে। ”
বইয়ের চিত্রাঙ্কন ও প্রচ্ছদ করেছেন সারা হোসাইন ও তৌফিক ফেরদৌস।
প্রসঙ্গত, প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ব্যান্ড ‘বাংলা ফাইভ’ গড়েন শিল্পী সিনা হাসান। ২০১৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। নিজের কথা ও সুরে গান প্রকাশ করে ইতিমধ্যেই প্রশংসিত ও জনপ্রিয় হয়েছেন সিনা।