হুমায়ূনের জন্মদিনে হাসান শাওনের বই
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০২০ ১১:৫৯
প্রচ্ছদ ও লেখক
আর ক’দিন পর হুমায়ূন আহমেদের জন্মদিন। তার আগেই বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখককে নিয়ে বই প্রকাশের খবর দিলেন হাসান শাওন, শিরোনাম ‘হুমায়ূনকে নিয়ে’।
১৩ নভেম্বর হুমায়ূনের জন্মদিনে বইটি বাজারে আনছে অভয়া লিমিটেড। কাগজের বইয়ের পাশাপাশি উন্মুক্ত হচ্ছে ই-বুক আকারেও, পাওয়া যাবে একাধিক প্ল্যাটফর্ম। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
বইটির ভূমিকা ও প্রচ্ছদ করেছেন হুমায়ূনের ছোট ভাই ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব।
হাসান শাওন প্রকাশিতব্য বইয়ের ছোট ছোট অংশ ফেইসবুকে শেয়ার করেছেন। সেখান থেকে খানিকটা পড়ে নিন—
‘হুমায়ূন রাজ্যের এক বাসিন্দার চিঠি’ শিরোনামে তিনি লেখেন, “জীবনানন্দের ঘোর লাগা কবিতাগুলো আমাদের সিলেবাসে ছিল না। রবার্ট ফ্রস্ট, শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, আবুল হাসানের বেলায়ও একই কথা। জন ডেনভারের নাম জেনে তার গান শুনেছি আপনার কারণে।
শুধু কবিতা, গান কেন? পৃথিবীকে জানা-বোঝার মতো অনেক রসদ আপনি আপনার বইয়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে দিয়েছিলেন। গোগ্রাসে আপনার বই শেষ করার পর মনে হতো, পড়তে হবে আরও অনেক কিছু। নইলে লিখতে পারা যাবে না কিছুই।
আমাদের বন্ধু বেছে নেয়ার সিদ্ধান্তে আপনার হাত ছিল। অমুক-তমুক, সেই ভাইয়া, ওই আপু...শুধু তাদের কাছেই গেছি, যাদের বাসায় বেশি ছিল ‘হুমায়ূন আহমেদের বই’।
আপনার ছোটবেলার মতো আমাদেরও বই কেনার টাকায় ঘাটতি ছিল। বইমেলায় হিসাব করে কেনা হতো। আমি একটা কিনলে ও আরেকটা। তারপর পড়া শেষে অদল-বদল। পৃথিবীর সব সুগন্ধি মার খাবে বইমেলা থেকে কেনা আপনার বইয়ের গন্ধের কাছে।”
হাসান শাওনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পেশায় তিনি সাংবাদিক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ নভেম্বর, ২০২০ ১১:৫৯

আর ক’দিন পর হুমায়ূন আহমেদের জন্মদিন। তার আগেই বাংলা কথাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখককে নিয়ে বই প্রকাশের খবর দিলেন হাসান শাওন, শিরোনাম ‘হুমায়ূনকে নিয়ে’।
১৩ নভেম্বর হুমায়ূনের জন্মদিনে বইটি বাজারে আনছে অভয়া লিমিটেড। কাগজের বইয়ের পাশাপাশি উন্মুক্ত হচ্ছে ই-বুক আকারেও, পাওয়া যাবে একাধিক প্ল্যাটফর্ম। দাম রাখা হয়েছে ২৫০ টাকা।
বইটির ভূমিকা ও প্রচ্ছদ করেছেন হুমায়ূনের ছোট ভাই ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব।
হাসান শাওন প্রকাশিতব্য বইয়ের ছোট ছোট অংশ ফেইসবুকে শেয়ার করেছেন। সেখান থেকে খানিকটা পড়ে নিন—
‘হুমায়ূন রাজ্যের এক বাসিন্দার চিঠি’ শিরোনামে তিনি লেখেন, “জীবনানন্দের ঘোর লাগা কবিতাগুলো আমাদের সিলেবাসে ছিল না। রবার্ট ফ্রস্ট, শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রাহমান, আবুল হাসানের বেলায়ও একই কথা। জন ডেনভারের নাম জেনে তার গান শুনেছি আপনার কারণে।
শুধু কবিতা, গান কেন? পৃথিবীকে জানা-বোঝার মতো অনেক রসদ আপনি আপনার বইয়ের ভাঁজে ভাঁজে ছড়িয়ে দিয়েছিলেন। গোগ্রাসে আপনার বই শেষ করার পর মনে হতো, পড়তে হবে আরও অনেক কিছু। নইলে লিখতে পারা যাবে না কিছুই।
আমাদের বন্ধু বেছে নেয়ার সিদ্ধান্তে আপনার হাত ছিল। অমুক-তমুক, সেই ভাইয়া, ওই আপু...শুধু তাদের কাছেই গেছি, যাদের বাসায় বেশি ছিল ‘হুমায়ূন আহমেদের বই’।
আপনার ছোটবেলার মতো আমাদেরও বই কেনার টাকায় ঘাটতি ছিল। বইমেলায় হিসাব করে কেনা হতো। আমি একটা কিনলে ও আরেকটা। তারপর পড়া শেষে অদল-বদল। পৃথিবীর সব সুগন্ধি মার খাবে বইমেলা থেকে কেনা আপনার বইয়ের গন্ধের কাছে।”
হাসান শাওনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। পেশায় তিনি সাংবাদিক।