মঈন উদ্দিন ও রাজীব দত্তের মেটাফিকশন ‘রিউমার’
অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫৫
একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে রাজীব দত্ত ও মঈন উদ্দিনের মেটাফিকশন ‘রিউমার’। ৪৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। প্রকাশ করেছে বৈভব।
বইটা লেখার পর এটির পাণ্ডুলিপি সরাসরি প্রেসে যায়, লেখকদের ইচ্ছাতেই কোনো প্রুফ রিডিং দেখা হয়নি বলে জানাচ্ছেন লেখকদ্বয়। বইয়ের ভেতর ইলাস্ট্রেশন ওয়ার্ক আছে, সেগুলোও করেন দুজন।
বইটি প্রসঙ্গে মঈন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘দলিল, কবলা বা নিউজ পেপারের যে ভাষা এগুলোর ভেতর আমি মানুষের পাইপ ড্রিম ডিজায়ার বা মুক্তি পাওয়ার মিথ্যে হাবিলাষ দেখতে পেয়েছি। ফলে এসব অবলা-কবলা-দলিলের আছর রিডাররা আমার ভাষায় পেতে পারেন। রিউমার লেখা শুরুর সময় রাজীব দত্তের আর্ট কনসেপশনে যে মেটাফিকশন আছে ওইটাকে টেক্সটের সঙ্গে ব্লেন্ড করার একটা ইনটেনশন আমার ভেতর কাজ করেছে, তাই উনার সঙ্গে যৌথ মেটাফিকশন লিখতে আমার সুবিধাই হয়েছে।’
মেটাফিকশন বিষয়ে স্পষ্ট করতে গিয়ে তিনি বলছেন, ‘.... একাডেমিক ডেফিনেশনগুলা তো আছেই, এর বাইরে আমার কাছে মনে হইল ফিকশনে তো রাইটার নিজেরে লুকানোর ট্রাই কইরা একটা কাহিনি বইলা যায় (লুকাইলেও পা তো দেখাই যায় আসলে), কিন্তু মেটাফিকশনে রাইটার নিজেই ফিকশনের কাহিনিতে প্রেজেন্ট হইয়া মকারি করার ট্রাই করে, নিজেরে নিয়াই মকারি করে। আর দুজনে মিইলা মকারির সুবিধা আর কিছু না, জাস্ট একজনের চোখের মনিতে আরেকজনের শ্যাডোটা দেইখা মকারি রিফ্লেক্ট হওয়ার ঘটনাটা এবজর্ব করা যায়।’
এই যৌথ ফিকশন ইতিমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। বাংলা সাহিত্যে আগেও এমন যৌথ ফিকশনের দেখা পেয়েছিল পাঠক। যেমন, ব্রাত্য রাইসু ও সৈয়দ মনজুরুল ইসলাম বিরচিত ‘যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা লোক’ এবং রনি আহম্মেদ ও শিবব্রত বর্মনের যৌথ গল্প ‘১০০০ আরব্য রজনীর একটি অংশ ১০০০ বছর পরে বলা’।
হার্ড কভারে করা রিউমারের মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। রকমারিতে ২৫ শতাংশ ছাড়ে দেড়শ টাকায় বইটি কিনতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া বৈভবের ফেসবুক পেইজে অথবা ০১৭১২ ০৯৩৬৭৬ নম্বরে ফোন করেও বইটি অর্ডার করা যাবে।
মঈন উদ্দিনের জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামে। এর আগে প্রকাশিত তার বইগুলোর মধ্যে আছে, রসুন চাষের ঘটনাবলী (উপন্যাস), চেয়ারে ভাতঘুমে ঢলে পড়া কবির চিঠি (নিকানোর পাররা, অনুবাদ)। রাজীব দত্তের জন্ম ১৯৮৩, চট্টগ্রাম। বর্তমানে ঢাকায় থাকেন। পড়াশোনা চিত্রকলায়। এ সময়ের অন্যতম প্রচ্ছদশিল্পী তিনি। প্রকাশিত বই, সাবানের বন (কবিতা)।
এর আগে দুজন মিলে একটি সাক্ষাৎকারের বইও করেছিলেন, দুপুরবেলায় ঢালী আল মামুনের বাসায় (সাক্ষাৎকার)।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:৫৫

একুশে বইমেলাকে সামনে রেখে প্রকাশ পেয়েছে রাজীব দত্ত ও মঈন উদ্দিনের মেটাফিকশন ‘রিউমার’। ৪৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। প্রকাশ করেছে বৈভব।
বইটা লেখার পর এটির পাণ্ডুলিপি সরাসরি প্রেসে যায়, লেখকদের ইচ্ছাতেই কোনো প্রুফ রিডিং দেখা হয়নি বলে জানাচ্ছেন লেখকদ্বয়। বইয়ের ভেতর ইলাস্ট্রেশন ওয়ার্ক আছে, সেগুলোও করেন দুজন।
বইটি প্রসঙ্গে মঈন উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘দলিল, কবলা বা নিউজ পেপারের যে ভাষা এগুলোর ভেতর আমি মানুষের পাইপ ড্রিম ডিজায়ার বা মুক্তি পাওয়ার মিথ্যে হাবিলাষ দেখতে পেয়েছি। ফলে এসব অবলা-কবলা-দলিলের আছর রিডাররা আমার ভাষায় পেতে পারেন। রিউমার লেখা শুরুর সময় রাজীব দত্তের আর্ট কনসেপশনে যে মেটাফিকশন আছে ওইটাকে টেক্সটের সঙ্গে ব্লেন্ড করার একটা ইনটেনশন আমার ভেতর কাজ করেছে, তাই উনার সঙ্গে যৌথ মেটাফিকশন লিখতে আমার সুবিধাই হয়েছে।’
মেটাফিকশন বিষয়ে স্পষ্ট করতে গিয়ে তিনি বলছেন, ‘.... একাডেমিক ডেফিনেশনগুলা তো আছেই, এর বাইরে আমার কাছে মনে হইল ফিকশনে তো রাইটার নিজেরে লুকানোর ট্রাই কইরা একটা কাহিনি বইলা যায় (লুকাইলেও পা তো দেখাই যায় আসলে), কিন্তু মেটাফিকশনে রাইটার নিজেই ফিকশনের কাহিনিতে প্রেজেন্ট হইয়া মকারি করার ট্রাই করে, নিজেরে নিয়াই মকারি করে। আর দুজনে মিইলা মকারির সুবিধা আর কিছু না, জাস্ট একজনের চোখের মনিতে আরেকজনের শ্যাডোটা দেইখা মকারি রিফ্লেক্ট হওয়ার ঘটনাটা এবজর্ব করা যায়।’
এই যৌথ ফিকশন ইতিমধ্যে পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। বাংলা সাহিত্যে আগেও এমন যৌথ ফিকশনের দেখা পেয়েছিল পাঠক। যেমন, ব্রাত্য রাইসু ও সৈয়দ মনজুরুল ইসলাম বিরচিত ‘যোগাযোগের গভীর সমস্যা নিয়ে কয়েকজন একা একা লোক’ এবং রনি আহম্মেদ ও শিবব্রত বর্মনের যৌথ গল্প ‘১০০০ আরব্য রজনীর একটি অংশ ১০০০ বছর পরে বলা’।
হার্ড কভারে করা রিউমারের মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। রকমারিতে ২৫ শতাংশ ছাড়ে দেড়শ টাকায় বইটি কিনতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া বৈভবের ফেসবুক পেইজে অথবা ০১৭১২ ০৯৩৬৭৬ নম্বরে ফোন করেও বইটি অর্ডার করা যাবে।
মঈন উদ্দিনের জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামে। এর আগে প্রকাশিত তার বইগুলোর মধ্যে আছে, রসুন চাষের ঘটনাবলী (উপন্যাস), চেয়ারে ভাতঘুমে ঢলে পড়া কবির চিঠি (নিকানোর পাররা, অনুবাদ)। রাজীব দত্তের জন্ম ১৯৮৩, চট্টগ্রাম। বর্তমানে ঢাকায় থাকেন। পড়াশোনা চিত্রকলায়। এ সময়ের অন্যতম প্রচ্ছদশিল্পী তিনি। প্রকাশিত বই, সাবানের বন (কবিতা)।
এর আগে দুজন মিলে একটি সাক্ষাৎকারের বইও করেছিলেন, দুপুরবেলায় ঢালী আল মামুনের বাসায় (সাক্ষাৎকার)।