ভারতে ব্যাংক ধর্মঘট
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিজয়া ব্যাংক, দেনা ব্যাংকের সঙ্গে ব্যাংক অব বরোদার একীভূতকরণের প্রস্তাবের বিরোধিতা করে ভারতে গতকাল চলেছে ব্যাংক ধর্মঘট। ব্যাংককর্মী ও অফিসারদের ৯ ইউনিয়নের সমন্বয়ে গঠিত ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের (ইউএফবিইউ) ডাকা এই ধর্মঘটে বিঘিœত হয়েছে দেশটির ব্যাংকিং পরিষেবা।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এই ধর্মঘটের কারণে টাকা জমা, তোলা, ড্রাফট করা চেক ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ব্যাংকের শাখায় কোনো পরিষেবাই পাওয়া যাচ্ছে না। এটিএম বুথগুলোও বন্ধ। এদিনের ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করেছেন ইউএফবিইউ।
ইউএফবিইউভুক্ত সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কাটাচলম এই ধর্মঘট সাড়া ফেলছে বলে জানিয়েছেন। কর্মীরা তাদের দাবির জন্য লড়ছে বলে জানান তিনি। এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো ধর্মঘট ডাকল ব্যাংকগুলো। এর আগে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তারা একীভূতকরণ ও বেতনবৃদ্ধির দাবিতে গত শুক্রবার ধর্মঘট ডেকেছিলেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিজয়া ব্যাংক, দেনা ব্যাংকের সঙ্গে ব্যাংক অব বরোদার একীভূতকরণের প্রস্তাবের বিরোধিতা করে ভারতে গতকাল চলেছে ব্যাংক ধর্মঘট। ব্যাংককর্মী ও অফিসারদের ৯ ইউনিয়নের সমন্বয়ে গঠিত ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের (ইউএফবিইউ) ডাকা এই ধর্মঘটে বিঘিœত হয়েছে দেশটির ব্যাংকিং পরিষেবা।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এই ধর্মঘটের কারণে টাকা জমা, তোলা, ড্রাফট করা চেক ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ব্যাংকের শাখায় কোনো পরিষেবাই পাওয়া যাচ্ছে না। এটিএম বুথগুলোও বন্ধ। এদিনের ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করেছেন ইউএফবিইউ।
ইউএফবিইউভুক্ত সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কাটাচলম এই ধর্মঘট সাড়া ফেলছে বলে জানিয়েছেন। কর্মীরা তাদের দাবির জন্য লড়ছে বলে জানান তিনি। এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বারের মতো ধর্মঘট ডাকল ব্যাংকগুলো। এর আগে ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তারা একীভূতকরণ ও বেতনবৃদ্ধির দাবিতে গত শুক্রবার ধর্মঘট ডেকেছিলেন।