জলবায়ু সহিষ্ণুতায় ইউএনডিপির ২৬৪ কোটি টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের নারী ও কিশোরীদের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় সহায়তা দিচ্ছে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি। চলমান একটি প্রকল্পের অর্থায়নের অংশ হিসাবে ৩ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে সংস্থাটি। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
মনোয়ার আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে উপকূলীয় এলাকায় ঝুঁকি বেশি। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বিশুদ্ধ পানির সংকটও তৈরি হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নারীদের সক্ষমতা বাড়ানো হবে।
সুদীপ্ত মুখার্জি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। কেননা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ তাই এ দেশের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড গুরুত্বপূর্ণ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বলেন, দীর্ঘ তিন বছর ইউএনডিপির সঙ্গে কাজ করে প্রকল্পটি তৈরি হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনে নারীদের ক্ষতি বেশি হয়। তাই তাদের সক্ষমতা বাড়াতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
ইআরডি সূত্র জানায়, ৩ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে সবুজ জলবায়ু তহবিল (গ্রিন ক্লাইমেন্ট ফান্ড, জিসিএফ) থেকে আড়াই কোটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০ লাখ ডলার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করবে। প্রকল্পটি খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের নারী ও কিশোরীদের জলবায়ু অভিযোজনে সহায়ক হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রকল্পের আওতায় সুবিধা পাবে ৭ লাখ ১৯ হাজার ২২৯ নারী। প্রকল্পটি আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের নারী ও কিশোরীদের জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় সহায়তা দিচ্ছে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি। চলমান একটি প্রকল্পের অর্থায়নের অংশ হিসাবে ৩ কোটি ৩০ লাখ ডলার দিচ্ছে সংস্থাটি। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে।
চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মনোয়ার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
মনোয়ার আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো দেশই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে উপকূলীয় এলাকায় ঝুঁকি বেশি। উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বিশুদ্ধ পানির সংকটও তৈরি হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের নারীদের সক্ষমতা বাড়ানো হবে।
সুদীপ্ত মুখার্জি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখবে। কেননা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশ তাই এ দেশের জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড গুরুত্বপূর্ণ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বলেন, দীর্ঘ তিন বছর ইউএনডিপির সঙ্গে কাজ করে প্রকল্পটি তৈরি হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অর্থ নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জলবায়ু পরিবর্তনে নারীদের ক্ষতি বেশি হয়। তাই তাদের সক্ষমতা বাড়াতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
ইআরডি সূত্র জানায়, ৩ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে সবুজ জলবায়ু তহবিল (গ্রিন ক্লাইমেন্ট ফান্ড, জিসিএফ) থেকে আড়াই কোটি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৮০ লাখ ডলার অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করবে। প্রকল্পটি খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের নারী ও কিশোরীদের জলবায়ু অভিযোজনে সহায়ক হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রকল্পের আওতায় সুবিধা পাবে ৭ লাখ ১৯ হাজার ২২৯ নারী। প্রকল্পটি আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে।