চার দিন পর হিলিতে আমদানি রপ্তানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
টানা চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুএকদিন সময় লাগবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটি সব মিলে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন হিলি স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকরা এখন ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত।
শেয়ার করুন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

টানা চার দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুএকদিন সময় লাগবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন জানান, সংসদ নির্বাচন, ব্যাংক ক্লোজিং ও সাপ্তাহিক ছুটি সব মিলে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন হিলি স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিকরা এখন ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি, ডেলিভারি দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত।
শেয়ার করুন