ফ্রাঙ্কফুর্টে প্রদর্শনীতে ২১ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম ও কন্ট্রাক্ট টেক্সটাইলের সবচেয়ে বড় প্রদর্শনী হাইমটেক্সটিল-২০১৯। এ প্রদর্শনীটি চলবে আগামী ৮-১১ জানুয়ারি পর্যন্ত। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অংশ হিসেবে ও বাকিগুলো সরাসরি অংশ নিচ্ছে।
হাইমটেক্সটিল ২০১৯-এ বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস, নোমান টেরিটাওয়েলস, ইউনিলায়েন্স টেক্সটাইল, এসিএস টেক্সটাইল ইত্যাদি। এর মধ্যে ১০.২ নম্বর হলের এসিএস টেক্সটাইলের স্টলটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্টল। এককভাবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার জার্মানি। দেশটির রাজধানী ফ্রাঙ্কফুর্টের ওই প্রদর্শনীতে নোমান গ্রুপ অব কোম্পানিজের দুটি স্টল থাকছে যাবের অ্যান্ড যুবায়ের ও নোমান টেরিটাওয়েলসের ব্যানারে। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হাইমটেক্সটিল ২০১৮-এ ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এ প্রদর্শনীতে আসেন। জার্মানি ছাড়াও ক্রেতাদের বড় একটি অংশ আসেন যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন ও ইতালি থেকে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম ও কন্ট্রাক্ট টেক্সটাইলের সবচেয়ে বড় প্রদর্শনী হাইমটেক্সটিল-২০১৯। এ প্রদর্শনীটি চলবে আগামী ৮-১১ জানুয়ারি পর্যন্ত। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ থেকে মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্যাভিলিয়নের অংশ হিসেবে ও বাকিগুলো সরাসরি অংশ নিচ্ছে।
হাইমটেক্সটিল ২০১৯-এ বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস, নোমান টেরিটাওয়েলস, ইউনিলায়েন্স টেক্সটাইল, এসিএস টেক্সটাইল ইত্যাদি। এর মধ্যে ১০.২ নম্বর হলের এসিএস টেক্সটাইলের স্টলটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় স্টল। এককভাবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার জার্মানি। দেশটির রাজধানী ফ্রাঙ্কফুর্টের ওই প্রদর্শনীতে নোমান গ্রুপ অব কোম্পানিজের দুটি স্টল থাকছে যাবের অ্যান্ড যুবায়ের ও নোমান টেরিটাওয়েলসের ব্যানারে। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হাইমটেক্সটিল ২০১৮-এ ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭০ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা এ প্রদর্শনীতে আসেন। জার্মানি ছাড়াও ক্রেতাদের বড় একটি অংশ আসেন যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, স্পেন ও ইতালি থেকে।