থাই পণ্যমেলা শুরু বুধবার
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৯ ০০:০০
থাইল্যান্ডের দামি ব্রান্ডগুলো পণ্যের পসরা নিয়ে বসছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আগামী বুধবার থেকে শুরু হওয়ার চার দিনের এই মেলার শেষ তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিন শুধু ব্যবসায়ীরা মেলায় যেতে পারবেন। ঢাকায় থাইল্যান্ড দূতাবাস ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলা আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে ঢাকার থাই দূতাবাস। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বুধবার মেলার উদ্বোধন করবেন। মেলায় বেভারেজ, শিশুপণ্য, ডেকোরেটিভ পণ্য, ইলেক্ট্রনিক অ্যাপ্লায়েন্স, খাদ্য, তাজা ফল, জুতা, হার্ডওয়্যার, স্বাস্থ্য ও রূপচর্চার পণ্য, হার্বাল পণ্য, জুয়েলারি, চামড়াজাত পণ্য, মোটর সাইকেলের যন্ত্রাংশ, স্টেশনারি ও বস্ত্রসহ বিভিন্ন থাই পণ্য থাকবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ মার্চ, ২০১৯ ০০:০০

থাইল্যান্ডের দামি ব্রান্ডগুলো পণ্যের পসরা নিয়ে বসছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। আগামী বুধবার থেকে শুরু হওয়ার চার দিনের এই মেলার শেষ তিন দিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিন শুধু ব্যবসায়ীরা মেলায় যেতে পারবেন। ঢাকায় থাইল্যান্ড দূতাবাস ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলা আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে ঢাকার থাই দূতাবাস। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বুধবার মেলার উদ্বোধন করবেন। মেলায় বেভারেজ, শিশুপণ্য, ডেকোরেটিভ পণ্য, ইলেক্ট্রনিক অ্যাপ্লায়েন্স, খাদ্য, তাজা ফল, জুতা, হার্ডওয়্যার, স্বাস্থ্য ও রূপচর্চার পণ্য, হার্বাল পণ্য, জুয়েলারি, চামড়াজাত পণ্য, মোটর সাইকেলের যন্ত্রাংশ, স্টেশনারি ও বস্ত্রসহ বিভিন্ন থাই পণ্য থাকবে।
শেয়ার করুন